Monday, March 9, 2020

YesBank_Issue...


আমানতকারীদের ভবিষ্যত...
ফেসবুকে বাম্পোন্তিদের হায়হায় শুনে মনে হচ্ছে যে প্রতিটি বাম্পোন্তির YES Bank এ একাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, সেটা মার গেলে, ভাত না খেয়ে থাকতে হবে..!!ফেসবুকিও দাশক্যাপিটাল ছাপ অর্থনীতিবিদদের কথায় ঘাবড়াবেন না,, বা ভুয়ো তথ্য, অর্ধসত্য প্রচারের ফাঁদ বিশ্বাস করবেন না....

⭕এবার আসি টপিকে,,-- এটা হয়ত অনেকেই জানেন 2004-2014 এই দশ বছর UPA শাসনকালে #4টি_ব্যাঙ্ক #দেউলিয়া ঘোষনা হয়,, যখন অর্থমন্ত্রী ছিল Chidambaram এবং প্রধানমন্ত্রী ছিল Monmohan Singh. ওই চারটি ব্যাঙ্কের নাম (1)Global Trust Bank, GTB (2)United Western Bank, UWB (3)Sangli Bank, (4)Bank of Rajasthan, BOR..
ততকালীন, এই প্রতিটি রুগ্ন ব্যাঙ্ক Acquisition/অধিগ্রহণ করে অন্যান্য ব্যাঙ্ক এবং প্রতিটি আমানতকারী সাময়িক কিছু সমস্যার সম্মুখীন হলেও, ফেরত পায় তাদের সম্পূর্ন টাকা। ঠিক যেমন এখন কথা হচ্ছে YesBank কে Acquisition করবে SBI... Note-- প্রতিটি লিস্টেড ব্যাঙ্ক কিন্তু one and only RBI এর নির্দেশিকা মেনে চলে, সুতরাং  RBI এর স্পেশাল financial analysis team এর বিশ্লেষন এবং অনুমোদনের পরেই এসব অধিগ্রহণ হয়, তবে ক্ষেত্রবিশেষে মন্ত্রিসভার অনুমোদন ও প্রযোজ্য।।।
যেমন পূর্বের সময়,,, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অধিগ্রহণ করেছিলো GTB কে,, IDBI ব্যাঙ্ক অধিগ্রহণ করেছিলো UWB কে,, এবং, ICICI ব্যাঙ্ক অধিগ্রহণ করেছিলো Sangli Bank ও BOR কে...

নিশ্চিন্তে থাকুন, সবাই ফেরত পাবে তাদের কষ্টার্জিত জমানো আমানত....

#TanmoySanyal

No comments: