এখন বুঝতে পেরেছি, আমাদের পূর্বপুরুষরা কেন এইসব নিয়ম পালন করতেন
*এখন বুঝতে পেরেছি, আমাদের পূর্বপুরুষরা কেন এইসব নিয়ম পালন করতেন -----🤔*
১) *শৌচালয় এবং স্নানঘর বাড়ীর বাইরে উঠোনে বানানো হতো ।*
২ ) *কেন চুল কাটার পর, বা কোনো মৃতদেহ সৎকার করে ঘরে ফেরার পর বাইরেই স্নান করে ঘরে ঢুকতে হতো বিনা কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ না করে । কেন স্নানের পর আগুন স্পর্শ করার নিয়ম ছিলো ।*
৩) *কেন চপ্পল বা জুতো বাইরে রাখা হতো, কেন বাইরের জুতো পড়ে ঘরে প্রবেশ নিষেধ ছিলো ।*
৪ ) *কেন বাইরে থেকে এসে ঘরে প্রবেশের সময় বালতিতে রাখা জল দিয়ে হাত - পা ধুয়ে ঘরে প্রবেশ করার নিয়ম ছিলো ।*
৫) *কেন জন্ম বা মৃত্যুর পর পরিবার দশ বা তের দিন যে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতো না ।*
৬) *কেন মৃত ব্যক্তি এবং দাহ - সৎকারকারী ব্যক্তির বস্ত্র শ্মশানেই ত্যাগ করার নিয়ম ছিলো ।*
৭ ) *কেন রান্না করার পূর্বে স্নান করা জরুরী ছিলো ।*
৭ ) *কেন স্নান করার পর কোনো অশুদ্ধ ব্যক্তি বা বস্তুর সংস্পর্শে আসা বারণ ছিলো ।*
৮ ) *কেন কোনো বাড়ীতে মৃত্যু হলো ভোজন প্রস্তুত করা বারণ ছিলো ।*
৯ ) *কেন প্রাতঃকালে স্নান করে ঘরে ধূপ, কর্পূর, ঘন্টা, শঙ্খ বাজানোর নিয়ম ছিলো ।*
১০ ) *আমরা আমাদের পূর্বপুরুষের দ্বারা তৈরী নিয়মের অমর্যাদা করেছি দীর্ঘকাল, আর পশ্চিমী প্রথার অনুসরণ বা অনুকরণ করছি ।*
*আজ করোনা ভাইরাস আমাদের সেই সংস্কারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে ॥ হিন্দু ধর্ম, জ্ঞান এবং পরম্পরা চিরকাল সমৃদ্ধ ।*
Comments