Thursday, March 12, 2020

আপনি যত বেশী বুদ্ধিখরচ করবেন আপনার ততবেশী বুদ্ধি বাড়বে কোন ভাবেই বুদ্ধি কমবে না। The more you brainstorm, the more your intelligence will increase.

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!"
শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় ছেলের জন্য শুকরের মাংস নিয়ে এলো। বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"
বাপ বলল --"ঠিক আছে বেটা, এনে দেব।"
শকুনটা উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।
বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়? তখন শকুনটা উড়ে গিয়ে, শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!!!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক
দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পড়ে গেল, আর বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো??"
শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়ে জন্ম দিয়েছেন, কিন্তু ধর্মের নামে এদেরকে জানোয়ার থেকেও হিংস্র বানানো যেতে পারে!!! "
বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা.."
শকুন -- "আরেহ, ধুর!!! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ঠ করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে ব্যবহার করে..."
উপরের ঘটনাটি কাল্পনিক, কিন্তু সংলাপ এবং বিষয়বস্তু দুটোই বাস্তব।

বুদ্ধি আসলে জমানোর জিনিষ না,বুদ্ধি খরচ করার জিনিষ। মজার ব্যাপার হলো,আপনি যত বেশী বুদ্ধিখরচ করবেন আপনার ততবেশী বুদ্ধি বাড়বে কোন ভাবেই বুদ্ধি কমবে না। তাই একটু ভাবুন, কেন এই সব ধর্ম ব্যাবসায়ীদের হাতের পুতুল হয়ে আমরা অন্যের অনিষ্ঠের চিন্তা করছি?আর পাপ কামাচ্ছি??


------------------------------------------------------------


One of the shakun's babies pretended to his father, - "Daddy, I'll eat human flesh, please don't bring it !!!"
The shakun said - "Okay Beta, I'll bring it in the evening. The shakun flies and brings pork for the boy when he arrives. The kid says -" Daddy, it's pork, I want to eat human flesh. "
The father said - "Okay, I'll bring it."
The fowl flew in and on arrival brought a dead beef.
The kid said - "Hey you brought the beef, where is the human flesh? Then the fox flew, the pork was left beside a mosque and the beef was left beside a temple !!!
Within a while there was communalism
The bodies of several hundred people fell in the riot, and the father and son ate the flesh of the people in great satisfaction.
The baby asks to eat - "Daddy, how come so many people's meat here?"
Shakun said - "These people are like this. The creator created them as the best living beings of creation, but in the name of religion they can be made even worse than animals !!!"
The kid said - "You have a lot of wisdom, Dad .."
Sakun - "Hey, smoke !!! This is what I am learning from people, that when one of them fails to do anything wrong, he uses religion as an easy road ..."
The above phenomenon is fictional, but the dialogue and content are both real.

Wisdom is not a matter of accumulation, but of expenditure of intelligence. The funny thing is, the more you brainstorm, the more your intelligence will increase. So think about this, why are we thinking of infidelity by being a puppet in the hands of these religions practitioners?

No comments: