Sunday, March 8, 2020

ভারতবর্ষে হিন্দু গণহত্যা-১২


সুলতান মামুদ - 

ইসলামের মহান যােদ্ধা গজনীর সুলতান মামুদ। তার সম্বন্ধে ঐতিহাসিক Al'Utbi লিখেছেন - তিনি মন্দির ধ্বংস করে ইসলামের প্রতিষ্ঠা করেছেন। নগরের পর নগর তিনি অধিকার করেছেন;মুসলমানদের অভিলাষ পূর্ণ করতে নীচ কাফেরদের (হিন্দু) হত্যা করেছেন - ভেঙ্গেছেন তাদের দেবতার বিগ্রহ। তারপর স্বদেশে ফিরে গিয়ে সগর্বে প্রচার করেছেন ইসলামের বিজয় কাহিনী। খােদার নামে শপথ নিয়েছেন। প্রতি বছর তিনি হিন্দুস্থানের বিরুদ্ধে জেহাদ বা ধর্মযুদ্ধ পরিচালনা করবেন। (He demolished idol temples and established Islam. He captured ... cities, killed the polluted wretches, destroying the idolators, and gratifying Muslims. He then returned home and promulgated accounts of the victories obtained for Islam ... and vowed that every year he would under take a holy war against Hind)
- Ibid, P - 56 
| সােমনাথ মন্দির ধ্বংস মামুদের শ্রেষ্ঠতম কীর্তি। ... ক্রমশ এগিয়ে আসছে। ইসলামের ধর্মযােদ্ধারা মত্ত কলরবে। শােনা যাচ্ছে তাদের রণধ্বনি-আল্লা হাে আকবর। ভীত অসহায় নরনারীর আকুল আর্তনাদ প্রতিধ্বনিত হয় দিক হতে দিগন্তরে। পৈশাচিক উল্লাসে ঝাপিয়ে পড়ে মামুদের সৈন্যদল। বয়ে গেল রক্তের প্লাবন। লুষ্ঠিত হয় সােমনাথের অতুল ঐশ্বর্য। ধূলিসাৎ হয় তার মন্দির। নিহত হয় ৫০,০০০ হিন্দু। (মামুদের ভয়ে যাঁরা মন্দিরে আশ্রয় নিয়েছিল)। (... The foreigners, nothing daunted, scaled the walls; .... fifty thousand Hindus suffered for their faith and the sacred shrine sacked to the joy of the true believers)
-Ibid, P. 58

No comments: