Saturday, March 14, 2020

In Islam, direct killing of "heretics" (non-Muslims) has been ordered.ইসলামে "বিধর্মিদের"(অমুসলিমদের) সরাসরি হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।

★★ In Islam, direct killing of "heretics" (non-Muslims) has been ordered.
ইসলামে "বিধর্মিদের"(অমুসলিমদের) সরাসরি হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।

★1:-Kill time and kill.
সময় বেধে দিয়ে হত্যা।

★Surah Tawba, Verse No.5
সূরা তাওবা, আয়াত নং-5

فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلٰوةَ وَءَاتَوُا الزَّكٰوةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

★Then when the forbidden months pass, you kill the idolaters wherever you find them, and seize them, block them and sit on each of them at their bases. Lo! Allah is Oft-Forgiving, Most Merciful.
অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও "হত্যা' কর এবং তাদেরকে পাকড়াও কর, তাদেরকে অবরোধ কর এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাক। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে, আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।

★Here, Mohammed gave the pagan time to six months, during which time either Islam should be accepted or else he would have to leave the country. If no one does either of these two, he has to be killed.
এখানে মোহাম্মদ পৌত্তলিকদের সময় বেধে দিয়েছিলো ৩ মাস, এই সময়ের মধ্যে হয় ইসলাম গ্রহন করতে হবে তা না হলে দেশ ত্যাগ করতে হবে। এই দুইটার কোনটা যদি কেউ না করে তাহলে তাকে হত্যা করতে হবে।
★2:-Some say Islam never advises killing by advancing, only to be attacked for self-defense.
কেউ কেউ বলে ইসলাম আগ বাড়িয়ে কখনোই হত্যার নির্দেশ দেয় না, শুধুমাত্র  আত্মরক্ষার্তে আক্রমন করা যাবে।
,
★Now notice,
এখন একটু খেয়াল করুন,

★Surah Al-Baqara, Verse No. 191
সুরা আল-বাকারা, আয়াত নং- 191

يْثُ أَخْرَجُوكُمْ ۚ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقٰتِلُوهُمْ عِن
"Fitna" is serious than murder.
"ফিতনা" হত্যার অপেক্ষা গুরুতর। 

★That is, you did not attack, only expressing your opinion that does not go with Islam is considered as a fitna.
And since this Fitna is more serious than murder, they can kill you as opposed to holding it as a murder.
অর্থাৎ আপনি আক্রমন করলেন না, শুধু নিজের মতামত প্রকাশ করলেন যা ইসলামের সাথে যায় না  সেটা ফিৎনা হিসেবে ধরা হয়। 
আর এই ফিৎনা যেহেতু হত্যার চেয়ে গুরুতর, তাই এটা হত্যা হিসেবে ধরে এর বিপরীতে তারা আপনাকে হত্যা করতে পারবে।

★Surah Al-Maida, Verse No-33
সূরা আল-মায়েদা, আয়াত নং-33

إِنَّمَا جَزٰٓؤُا الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُۥ وَيَسْعَوْنَ فِى الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓا أَوْ يُصَلَّبُوٓا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلٰفٍ أَوْ يُنفَوْا مِنَ الْأَرْضِ ۚ ذٰلِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا ۖ وَلَهُمْ فِى الْءَاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

★The punishment for those who fight Allah and His Messenger and "mischief" on the earth is that they will be killed or crucified, or their hands and feet will be cut off from the opposite side or they will be expelled from the land. It is a disgrace in this world for them, and for them in the Hereafter is a great punishment.
যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যমীনে "ফাসাদ" করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাআযাব।

★Those who are trapped in the land, have been ordered to kill directly.
যারা যমিনে ফিৎনা, ফ্যাসাদ করে বেড়ায়, তাদের সরাসরি হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।
★3:-Those who have converted from Islam to other religions, living peacefully, have also been ordered to be killed directly.
যারা ইসলাম ছেড়ে অন্যধর্ম গ্রহন করে শান্তিপূর্ণ ভাবে জীবন-যাপন করছে তাদের'ও সরাসরি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

★Bukhari-Sharif, Hadith No-3017
বুখারি-শরিফ, হাদিস নং-3017

The Prophet (peace and blessings of Allaah be upon him) said, "Whoever changes his religion, kill him." (6922) (Modern Publication: 2795, Islamic Foundation: 2805
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার দ্বীন বদলে ফেলে, তাকে হত্যা করে ফেল।’ (6922) (আধুনিক প্রকাশনীঃ 2795, ইসলামিক ফাউন্ডেশনঃ 2805
,
★4:-He has been asked to fight the heretics until he confesses "La Ilah Allahu Muhammedur Rasulullaj
বিধর্মিদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষন না তারা স্বীকার করে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাজ"

★Sahih Bukhari (Tawheed), Hadith No. 392
সহীহ বুখারী (তাওহীদ), হাদিস নং-392

Narrated by Anas Ibn Malik (Raji). He said that Allah's Messenger (।) said: I have been instructed to fight against the people, until they acknowledge "La-Ila-Ha-Allah".
আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা ‘‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’’ স্বীকার করবে। 

★★Therefore, killing the heretics is the rule of Islam, which is currently being carried out by militant organizations, ie Islamic organizations.
তাই বলা যায়, বিধর্মিদের হত্যা করা ইসলামের'ই বিধান, যা বর্তমানে জঙ্গি সংগঠনগুলো অর্থাৎ ইসলামি সংগঠনগুলো করছে.......

No comments: