Friday, March 20, 2020

কারফিউ এর ফল কি হবে বা এর কারণ ‼যারা জানেন না তারা জানুন একদিনের জনতা People who do not know what the outcome of the curfew will be or why it is a one-day crowd

কারফিউ এর ফল কি হবে বা এর কারণ ‼যারা জানেন না তারা জানুন একদিনের  জনতা 

গবেষক দের মতে করোনা ভাইরাসের একটা জায়গায় ১২ ঘন্টার বেশি বাঁচতে পারে না। আর এই ১৪ ঘন্টার কারফিউ এর ফলে  মানুষ বাড়ি থেকে না বেড়ালে জমায়েত না হলে ভাইরাস আক্রান্ত মানুষের সংস্পর্শ এ না এলে এই একদিন ১৪ ঘন্টা ভাইরাস এর সংক্রমণ এর চেন টা ভেঙে যাবে। রবিবার ছুটির দিন কেনো বাছা হলো কারন ছুটির দিনে বেশি সংখ্যক মানুষ বাইরে একত্রিত হয়। ভারতে প্রায় ১২৫ কোটি মানুষ। তার এক চতুর্থাংশ সংক্রামিত হলে ত্রিশ কোটির বেশি। সেই চাপ সামলানোর মতো পরিকাঠামো ভারতে কেন, কোথাও নেই। সংক্রামিত রোগীদের দশ শতাংশের যদি আইটিউ বা ভেণ্টিলেটর লাগে, তবে তিন কোটি। সমগ্র ব্যবস্থা ভেঙে পড়বে চাপে। করোনায় মৃত্যুর হার বেশি নয় বলে যাঁরা সচেতনতা বৃদ্ধির সরকারি প্রচারকে অহেতুক আতঙ্ক বলে বিদ্রূপ করছেন, তাঁদের জানাই, চিকিৎসা না পেলে কিন্তু মৃত্যুর হার অনেক বাড়বে।  
আর এই রবিবার জনতা কারফিউ এর মাধ্যমে আমরা ভাইরাস সংক্রমণ এর চেন টা ভেঙে দিতে পারি আমরা ভারতবাসী বেঁচে যাবো। 

জনতা কারফিউ এর মুল ধারণা এটা... তাই রাজনীতি না করে সফল করুন।
------------------------------------------------------------------
People who do not know what the outcome of the curfew will be or why it is a one-day crowd




According to researchers, the Corona virus cannot live more than 12 hours in one place. And if this 14-hour curfew does not accumulate when people are away from home, it will break the chain of infection of the virus for 14 hours if one does not come in contact with the virus. Why Sunday holidays are chosen because more people gather outside on holidays. There are about 125 million people in India. A quarter of it is infected, up to 30 million. Why in India, there is no such infrastructure to handle that pressure. If ten percent of infected patients require ITU or ventilator, three million. The entire system will be broken under pressure. Those who are mocking the government propaganda for raising awareness that the death rate is not high in the coroner are unnecessary panic.

And this Sunday we can break the chain of virus infection through masses curfew so that we Indians will survive.


The basic idea of ​​people's curfew is ... So succeed without doing politics.

No comments: