কানাডার নাগরিকদের মত নিজেরা হয়ে যান তখন দেখবেন নরেন্দ্র মোদীকেও জাস্টিন ট্রুডোর থেকে মহান মনে হবে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে ভারতীয়রা গর্ববোধ করছে আর বলছে, ইস এইরকম প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে থাকতো. . . . . ইত্যাদি ইত্যাদি... 

এই যে দাদারা, দিদিরা, কানাডার নাগরিকরা যদি স্বভাবে ভারতীয় নাগরিকদের মত হত তাহলে জাস্টিন ট্রুডোকে এতক্ষনে পদত্যাগ করিয়ে ছাড়তো. . . . 

১৪০ কোটির দেশে ১০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়নি সেটা আপনাদের বাবার ভাগ্য ভালো, যে দেশে পাবলিক টয়লেটের মগ চেন দিয়ে বেঁধে রাখতে হয়, যে দেশে ১ টাকার পেন দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, যে দেশে জুতো-চটি চুরি হওয়ার ভয়ে লুকিয়ে রাখতে হয়, যে দেশে একটা বাচ্চা হওয়ার পরদিনই স্ত্রীকে আবার গর্ভবতী করে দেওয়া হয়, যে দেশে কন্ডোমটাও বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হয়, যে দেশে এখনও শেখাতে হয় কোথায় মলমূত্র ত্যাগ করতে হয়. . . . . 

সেই দেশের প্রধানমন্ত্রী কতটা শক্তিশালী একবার শুধু ভাবুন, এত অসচেতন নাগরিক থাকার পরও করোনার মত মারণ ভাইরাসকে ছড়াতে দেয়নি. . . . . 

কানাডার নাগরিকদের মত নিজেরা হয়ে যান তখন দেখবেন নরেন্দ্র মোদীকেও জাস্টিন ট্রুডোর থেকে মহান মনে হবে. . . . . . .

Comments

Popular posts from this blog

গুরুচাঁদ চরিত পর্ব :- 3 ওড়াকান্দী ঠাকুর বংশের ইতিহাস

শ্রাবণ_সোমবারের_মাহাত্ম্য

মুশকিল হয়েছিল, শ্মশানে তাঁর পাদুটো কিছুতেই পুড়ছিল না!