Thursday, March 12, 2020

খাঁটি গুরু Pure guru

খাঁটি গুরু
Pure guru

Guru is my mother and father, the universe.
None of them are sitting, Tilak Danda.
Light winds water, soil, ghosts.
They run into fine particles, their festival.

Cannot see empty, very small.
It looks like a microscope.
They are cheating, always showing.
Soil, Water, Light, Air, Retention.

The superpower that is in control, is always scary.
They are rotating in orbit, not diagnosed.
In super-power scientists, fruit research.
If you read their book, pie inspiration.

They are pure gurus, all evidence.
Leave them, where do I go, tell the mind?
'Believe', don't say it in the face.
Proof, however, gives sixteen.

As much as the world-nerds, literary giants.
History-rule, social reformer John.
Doctors, engineers, as many researchers.
Proof, who is the main fraudster?

The animals carry on, always gobsana.
What will be good, no matter what.
Make them gurus, give them flowers.
There is good in the world, virtue is invaluable in the world.

The world is full of times, hundreds of fools.
Business guru sits, money in the living.
Walking on the water, someone flies to zero.
Nishi sleeps at night, holding a thief in a dream.

Eat ice cream, online.
When I hear these words, the bones are humid.
To catch people, to do that.
People spread it in the mouth, all these lies.

They eat the words alive, give the mantra in their ears.
If you hit the handle, go away.
The work whose mantra was, social reforms.
Forget, though, the cutting hills.

Cutting hills, sculptures.
My job is to cheat, I know Pranati.
The body is at rest, alone.
I do not know the fence, the terrain.

To save the great life, the sentence is the essence.
Money is the standard of the world, the world.

Arun Biswas
Date:- 12/3/2020
-------------------------------------------------------------------
গুরু আমার মাতা পিতা,বিশ্ব ব্রহ্মাণ্ড ।
বসে নেই তাঁরা কেহ,তিলেক দণড্ ।।
আলো বাতাস জল মাটি, ভূত-ই সব।
সূক্ষ্ম কণায় চলে,তাঁদের উৎসব ।।

খালি চোখে যায়না দেখা,অতিব ক্ষুদ্র ।
দেখতে হলে লাগে, অণুবীক্ষণ যন্ত্র ।।
ঠোকাঠুকি ব্যাস্ত তাঁরা,সদা অনুক্ষণ ।
মাটি,জল,আলো,বাতাসে, অবধারণ ।।

মহাশক্তি যে নীয়মে,সদাই বীক্ষণ ।
ঘুরছে তারা কক্ষপথে,হয় নির্ণ‘ন ।।
মহা-শক্তি বিজ্ঞজনে,ফল গবেষণা ।
পড়লে তাঁদের পুস্তক, পাই প্রেরণা ।।

তাঁরাই খাঁটি গুরু,করে সব প্রমান ।
ছেড়ে তাঁদের, কোথায় যাবো,বলো মন ?
‘বিশ্বাস’ করো, এই কথা মুখে বলেনা ।
প্রমান করেই তবে,দেয় ষোলো আনা ।।

বিশ্ব-নোনদিতা যতো, সাহিত্যিক গন ।
ইতিহাস-বিধ,সমাজ সংস্কারী জন ।।
ডাক্তার,ইঞ্জিনিয়ার, যতো গবেষক ।
প্রমান করে লিখে,কে মূল প্রতারক ?

প্রাণিকুল নিয়ে চলে, সদা গবেশনা ।
কী করলে ভাল থাকবে, কোন সে জনা।।
তাঁদের গুরু করে, দিবো পুষপ-মাল্য ।
করিলে জগতে মঙ্গল,গুণে অমূ্ল্য ।।

জগত মাঝে বিরাজিছে, শতো গোমূর্খ ।
ব্যবসা গুরু সেজে বসে,উপার্যে অর্থ ।।
জলের উপর হাটে, কেহ শূন্যে উড়ে ।
নিশি রাতে ঘুমো ঘোরে,স্বপ্নে চোর ধরে ।।

অনল মধ্যে বসে খায়, আইচক্রিম ।
শুনলে এসব কথা,হাড় হয় হিম ।।
ধরতে মানুষ, ও করতে ইনকাম ।
লোক মুখে ছড়ায়, এসব মিথ্যাকাম ।।

কথা বেঁচে এরা খায়,কানে দেয় মন্ত্র ।
হ্যান্ডেল মারলে হরি,চলে হরি যন্ত্র ।।
কাজ যাঁর মন্ত্র ছিলো,সমাজ সংস্কার ।
ভুলে যাই কেন তবে,কাটিয়া পাহাড় ।।

কাটিয়া পাহাড় গড়ি, অলিক মূরতি ।
পেশা ধরি ছল করি, জানাই প্রনতি ।।
শরীর মাঝে বিরাজে,একান্ন খণড ।
জানিনা তাইতো বেড়াই,ঘুরি ভূ-মন্ড ।।

বাঁচাতে মহা-জীবন,বাক্য যথা সার ।
অর্থ হোলো মানদণ্ড,জগত সংসার ।।

অরুণ বিশ্বাস
তারিখ : ১২।৩।২০২০

No comments: