Tuesday, December 1, 2020

মোবাইল চার্জের সাথে এক্সের তুলনা

কারেন্ট নেই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"

কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"

তিন ঘণ্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেইনি এইটা হলো "বোকামি"

যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে "ক্ষমা"

সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে "মন ভাঙ্গা"

কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো "কনফিডেন্ট"

তিন ঘণ্টা পর বাড়িতে  এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট এসেছে , এইটা হলো "কাটা ঘায়ে নুনের ছিটা"😹😹😹

আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে "ছ্যাকা"

কারেন্ট আসতে পারে ভেবে তিনঘন্টা বাড়িতে  বসে থাকা হলো "অপেক্ষা"

তিনঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে "ডিপ্রেশন"

মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া হলো "বিকল্প ব্যবস্থা"

মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট এসেছে , একে বলে "প্রাক্তন ফিরে আসা"

বাড়িতে যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো "কনফিউস

বাড়ির কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে "প্রাক্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া"

এরপর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাড়িতে না আসা হলো "প্রাক্তনকে বিশ্বাস না করা"

রাত বারোটা পর্যন্ত মোড়ে বসে থেকে বাড়িতে এসে যখন শুনলেন আর কারেন্ট যায় নি, এটাই "এক্সকে বিশ্বাস না করে ভুল করা"

এত কিছুর পর করেন্টকে মনে মনে গালি দেওয়া হলো "এক্সের পরিণতি"
😂😂😂😂