আর্টিকেল ৩০, আর্টিকেল ৩০এ

আর্টিকেল ৩০, আর্টিকেল ৩০এ - এই দুই আইন অনুযায়ী ভারতের বসবাসকারী সকল ধর্মাবলম্বী মানুষ যে কোনো প্রতিষ্ঠানে নিজের নিজের ধর্মশিক্ষা দিতে পারবে, কিন্তু কোনো হিন্দু কোনো প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দিতে পারবে না...

*অনেক আইন আছে যেগুলো হিন্দুরা জানেইনা বা জানলেও তার মানে বোঝে না, আমিও আজই জানলাম, কি সেই আইন?? এই আইন সম্বন্ধে সব হিন্দুদের জানতে হবে এবং সম্মিলিত প্রতিরোধ বা প্রতিবাদ করতে হবে, হিন্দুদের আজ এই করুন অবস্থার জন্য শুধুমাত্র এই দুটো আইন দায়ি, এই আইন দুটো বাতিল না হওয়া পোর্যন্ত হিন্দুদের আার্থ সামাজিক কোনো উন্নতি হবেনা*

*কি আছে এই আইনে আসুন জেনে নি*

আর্টিকেল ৩০এ অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী সকল ধর্মাবলম্বী *হিন্দু বাদে* নিজের নিজের ধর্মশিক্ষা দিতে পারবে, আইন অনুযায়ী কোনো রকম বাধা কেউ দিতে পারবেনা, আর্টিকেল ৩০ বলা আছে *হিন্দুরা নিজ ধর্মশিক্ষা* কোনো ভাবেই করতে বা দিতে পারবেনা, তা সে কোনো সরকারি, বেসরকারি বা কোনো মঠই হোক
*এই কারনেই স্বাধীন ভারতে কয়েকলক্ষ গুরুকুলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও বর্তমানে হাতেগোনা কয়েকটা পাওয়া যায়, যার মধ্যে দক্ষিণের বালাজি মন্দিরের মঠ, এই মঠের শিক্ষার্থীরা কোনো সরকারি কাজের আশা করেনা, এখানকার শিক্ষার্থীরা শিক্ষা অর্জন শেষে এই মন্দিরের পূজারি হয়ে এবং দেশের অন্যান্য বড় বড় মন্দিরের পূজারি হয়ে কাজ করে*

এই আইনের অপব্যাবহার করে আমাদের রাজ্যের ধর্মীয় স্কুল কয়েক বছর আগেও বন্ধকরাহয়েছে এটা সকলের জানা, *আর এই আইনের বলে হিন্দুদের টেক্সের টাকায় অন্যান্য ধর্মীয় স্কুল গড়ে উঠছে...

জাহো হিন্দু জাগো...

*আপনাদের একটা শেয়ার আজ নয় কাল হিন্দুদের অবশ্যই জাগাবে*

Comments

Unknown said…
#Remove_Article_30A

Popular posts from this blog

গুরুচাঁদ চরিত পর্ব :- 3 ওড়াকান্দী ঠাকুর বংশের ইতিহাস

শ্রাবণ_সোমবারের_মাহাত্ম্য

মুশকিল হয়েছিল, শ্মশানে তাঁর পাদুটো কিছুতেই পুড়ছিল না!