Monday, March 9, 2020

পবিত্র রাম নবমী পূজার নিয়ম ও পদ্ধতিসমূহ


(১) খুব ভোরে ঘুম থেকে উঠা । 
(২) স্নান করা । 
(৩) সামর্থ অনুযায়ী নতুন ও পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা । 
(৪) ছাদের উপর গেরুয়া ধ্বজ তোলা । 
(৫) সকাল সকাল পাড়ার রাম মন্দিরে পরিবারের সকলকে নিয়ে পূজায় অংশ নেওয়া ।  
(৬) পরিবারের সকলকে নিয়ে শোভাযাত্রাই অংশ নেওয়া । 
(৭) এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ।
(৮) রাম নবমীর সময় হিন্দুদের মাঝে পরস্পর শুভেচ্ছা বিনিময় আবশ্যক,এ ছাড়াও আনন্দিত হওয়া এবং আনন্দ প্রকাশ করা আবশ্যক। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও হিন্দু ভাই-বোনেদের কে শুভেচ্ছা বিনিময়ও আবশ্যক । রাম নবমী একটি সুযোগ, যা আত্মীয়তা-সম্পর্ক জোড়া লাগানো এবং যাদের মধ্যে ঝগড়া হচ্ছে তাদেরকে মিলিয়ে দেয়ার সর্বোত্তম সময় । সবার সাথে সাথে কোলা কুলি করা । প্রত্যেক হিন্দুর উচিত সম্মিলিত ও ঐক্যবদ্ধ জীবন যাপন করা। ছিন্ন বিচ্ছিন্ন হওয়া উচিত নয়।
(৯) বিকালে সামর্থ্য অনুযায়ী আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ানো এবং অসহায় গরিব হিন্দুদেরকে সহযোগিতা করা ।
(১০) শেষে প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী দান করুন কোন হিন্দুজাতীয়তাবাদী সংগঠনকে ।।

No comments: