Sunday, March 8, 2020

ভারতবর্ষে হিন্দু গণহত্যা-৪

  
ইবনে বতুতা লিখছেন, “সুলতানের রাজসভায় গিয়ে প্রথম দেখা করার দিনই আমি একটা গ্রাম নজরানা পেলাম, যার বাৎসরিক আয় ছিল ৫০০০ দীনার। সেই সঙ্গে পেলাম একটা ঘােড়া, ১০টা বন্দী হিন্দু রমণী এবং নগদ ৫০০ দীনার”(26)। সুলতান প্রসঙ্গে আল-উমরি লিখছে, “কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার ব্যাপারে সুলতানের উৎসাহ ছিল অসীম...যুদ্ধ বন্দীর সংখ্যা এত বেশি ছিল যে প্রতিদিন হাজার হাজার হিন্দু ক্রীতদাস সস্তা দামে বিক্রী হত।”(27) “মুসলমানদের চোখে হিন্দু মেয়েরা ছিল কামনা চরিতার্থ করার যন্ত্র বিশেষ।” আল-উমরি আরও লিখছে, “ক্রীতদাসের দাম এত সস্তা হওয়া সত্বেও অনেক সময় অভিজাত বংশের সুন্দরী হিন্দু রমণীর জন্য ২,০০,০০০ টাকাও দাম দিতে হত।”(28) এই সব ব্যাপারে ইবনে-বতুতা একটি ঘটনার বর্ণনা করেছেন, যেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি লিখছেন, “প্রথমে বন্দী হিন্দু রাজার মেয়েদের উচ্চপদস্ত আমীর ও সম্মাণীয় বিদেশীদের মধ্যে বিতরণ করা হল। অন্যান্য কাফেরদের মেয়েদের সুলতান তার ভাই ও অন্যান্য আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিল।”(29)।। | দিল্লীতে ফিরােজ শাহ্ কোটলা গ্রাউণ্ড নামে একটা ক্রিকেট খেলার মাঠ আছে এবং যেই জানােয়ারের নামে এই নামকরণ করা হয়েছে তার নাম ফিরােজ শাহ তুঘলক। জিয়াউদ্দিন বারনি এই জানােয়ারের ক্রিয়াকলাপ বর্ণনা করতে তারিখ ই-ফিরােজশাহীতে লিখছে, “জোর করে তুলে আনা হিন্দু রমণীতে পরিপূর্ণ হারেমে একবার ঢু মারা ফিরােজ শা’র নিত্যকর্ম ছিল।”২৯৯ এ ছাড়া আরও একটি বর্ণনা বলছে, “ফিরােজ শা হিন্দু মেয়েদের বলাৎকার করেই খুশী হত না, তাদের ওপর নারায় অত্যাচার করেও সে আনন্দ পেত। এই সব অত্যাচারের মধ্যে ছিল যােনিদ্বারে লাল গরম লােহা ঢুকিয়ে দেওয়া, যােনিদ্বার সেলাই করে বন্ধ করে দেওয়া, অথবা স্তন কেটে ফেলা, ইত্যাদি”(30) তজরিয়াৎ-উল-আসর quoted by S.Sen in Jihad in India, P-26)

26. H. M. Elliot & J.Dowson, ibid, III,580. 
27. S. A. Razvi, Tughlug Kalin Bharat. I, 189. 
28. Tajriat-ul-Asar, (as quoted by J. D. Sen, in Jehad in India, p- 2 6). 
29.3. p. Sen, Sinad in india, 27. 
30. H. M.Elliot &J. Dowson, ibid, III,39 4- 35.
https://www.facebook.com/groups/590050411814603/

No comments: