‘মৃতদেহ পোড়ানো’ কি সত্যিই নিছক অমানবিক প্রথা?

১) ‘মৃতদেহ পোড়ানো’ কি সত্যিই নিছক অমানবিক প্রথা?

২) বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে ছোঁয়াছুঁয়ির বাছবিচার কি নিতান্তই ‘ঘৃণ্য প্রথা’ ? 

৩) ‘নমস্কার’ কেন জানানো হয়?

৪)শ্মশান থেকে ফিরে, হাসপাতাল থেকে ফিরে কিংবা লাশ স্পর্শ করলে কেন স্নান করে ঘরে উঠতে হয়?

৫)ঈশ্বরের উপাসনার জন্য মুনি-ঋষিরা কেন একাকী নির্জনে উপাসনা করতেন? 

৬)হিন্দুশাস্ত্র কেন নির্জনে ঈশ্বর সাধনার বিধান দেয়?

৭)প্রতিদিন মন্দিরে যাওয়া কেন বাধ্যতামূলক নয়?

৮)সমবেত প্রার্থনা কেন সনাতন ধর্মের সহজাত বৈশিষ্ট্য নয়?

৯)হিন্দুশাস্ত্র কেন নিরামিষ খেতে বলে?

১০)কেন পশু-পাখির মাংস খেতে নিরুৎসাহিত করা হয়? 

১১)কেন মাটি, জল, অগ্নি, বায়ু, নদ-নদী, গাছপালা, পশুপাখি ও মানুষকেও দেবতার ন্যায় পূজা (সেবা/শ্রদ্ধা) করা হয়? 

অনেকেই জানি না এসব। তবে হাজারবার নেতিবাচকভাবে উচ্চারিত এরকম অনেক প্রশ্নকে আরেকবার অন্যভাবে দেখতে বাধ্য করছে, অন্যভাবে ভাবতে বাধ্য করছে  একটি ভাইরাস। করোনা ভাইরাস ( COVID-19)।

Comments

Popular posts from this blog

কাঁদে নিদারাবাদ

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।

ভারতবর্ষে হিন্দু গণহত্যা-১১ Hindu massacre in India- 11