Wednesday, March 18, 2020

অজ্ঞান

অজ্ঞান
*******************
‌পিতা মাতার কৃপাব‌লে,
এ‌সে‌ছি এই অবনী ত‌লে।
নিত্য দিন অমৃত পা‌নে,
বাড়‌ছে তনু ম‌নে প্রা‌ণে।
হা‌তে দিল তাল পাতা,
কলম ছিল ক‌ঞ্চি কাটা।
মা বানা‌তো অতি য‌ত্নে,
কড়াই ত‌লে কা‌লি টে‌নে।
‌সিদ্ধ ক‌রে তাল পাতা,
বর্ণমালা আচড় কাটা।
' অ থে‌কে ঔ ' প্রান্ত,
' ক ,খ ,গ, ক্ষ হসন্ত।
‌বিদ্যা শিক্ষা‌ বেশ খা‌নিকটা,
অর্জন শে‌ষে চাক‌রি একটা।
মা বাবা কর‌লো কষ্ট,
‌বিফল যায়‌নি অর্থ নষ্ট।
‌দেহ তরী এম‌নি ধারা,
‌কিছু কোষ যা‌চ্ছে মারা।
‌দে‌হে রোগ বাঁধ‌ছে বাসা,
সংসার মা‌ঝে যাওয়া আসা।
'বৃদ্ধ ভাতা' সরকা‌রি সহায়,
হাসপাতাল রোগ নিরাময়।
গুরু এক খুব নাম ডাক,
ক্যানসার মু‌ক্তি দি‌চ্ছে হাঁক।
কূপমন্ডূক গুরু সে ধা‌ড়ি,
‌দিক্ষা দি‌চ্ছে এ ও বা‌ড়ি।
‌সেবা য‌ত্নে পড়‌ছে ধরা,
গুরুর ফুঁ তেল জল পড়া।
না‌হি ভ‌ক্তি সেবা আর্তি,
‌পিতা মাতা হেলা ভ‌র্তি।
কত সংসার মা‌ঝে এ চিত্র আসে,
সন্তান ক‌র্মে চো‌খে জল ভা‌সে।
বাবা মা ছা‌ড়ি গুরু পা ধ‌রি,
' অচৈতন্য' ষোল আনা ভ‌রি।।

লেখক পরিচিতি :- Arun biswas
https://www.facebook.com/biswas.arun.77

No comments: