ভাবুন। বারবার হাতের সাথে মগজটাও সাফ সুতরো করে নিন!

Soham Mukherjee র ওয়াল থেকেঃ-
১.এবিপি আনন্দ, 
২.জি 24ঘণ্টা,
৩.নিউজ18বাংলা, 
৪.আর প্লাস,
৫.ক্যালকাটা নিউজ,৬.কলকাতা টিভি, 
৭.হাই নিউজ,
৮.onkar নিউজ,
৯.নিউজ টাইমস,
১০.বাংলা জাগো টিভি,১১.বাংলা টাইম,
১২.জয়তু বাংলা, 
১৩.উত্তরের খবর,
১৪.এক্সপ্রেস নিউজ,১৫.montel নিউজ,
১৬.তারা নিউজ, 
১৭.চ্যানেল ১০(হ্যাঁ, সুদীপ্ত সেন খ্যাত! আজ জানলাম আজও সেটা চলে!!),
১৮.বাংলা ভারত,
২০.সাধনা নিউজ, 
২১.এস নিউজ।

হ্যাঁ! এগুলোই এখন তিনবেলার খাদ্য!
সবাই বাড়ি আছেন, সবাই দেখছেন! 
একবার ভেবেছেন?
গত এক সপ্তাহ ধরে এই একুশটা চ্যানেলে রোজ সারাদিন, রাত 2 মিনিট অন্তর সাড়ে তিন মিনিটের সরকারি বিজ্ঞাপন সারাদিন চালিয়ে মুখ্যমন্ত্রী যে আমাদের করের টাকা দিয়ে আমাদের বাঁচানোর জন্য ২০০কোটি টাকার ফান্ড বানিয়েছেন (রাজ্যবাসীর যেটা মাথা পিছু সাড়ে পাঁচ টাকা মতো পড়ে!) সেটা জানানোর জন্য কত কোটি টাকা খরচ করছেন? 
ফাঁকা জনমানবহীন রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর দাঁত বের করা ফ্লেক্স লাগিয়ে গাড়ি ঘোরানোর জন্য কত খরচ হচ্ছে?
আর সব থেকে বড়ো কথা কেন খরচ হচ্ছে?
২১ টা চ্যানেলে বিজ্ঞাপনের খরচে কতো গুলো টেস্ট কিট হতো?
সেই টাকায় হাসপাতাল গুলোর ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীদের রেনকোট না পরিয়ে কটা PPE কেনা যেত?
কেন সারা দেশের মধ্যে covid 19 পরীক্ষার সংখ্যা বাংলায় সবথেকে কম?

মাথার ঘাম পায়ে ফেলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্টবাজি কে ধন্য ধন্য করছিলেন, তারাও একটু ভাবুন!
এরথেকে কেন্দ্রীয় মন্ত্রীরা বেশ আছেন! একজন রামায়ণ দেখছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তো আবার সস্ত্রীক কুকুর কোলে লুডোর চাল ফেলছেন!
আর চিরকালীন রীতি অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের ভাগ্যে পুট পড়ছে! হাঁটতে হাঁটতে প্রাণ যাচ্ছে! 
আর কিছু শিক্ষিত উজবুক "রাজনীতি কব্বেন না" কপচে যাচ্ছে!!
বাড়িতে থাকুন, ২০০ কোটির বিজ্ঞাপন দেখুন, সেলিব্রিটিদের ঝাড়ু মারা দেখুন, সাথে ভাবুন টেস্ট কিট,PPE জোগাড় করতে কি শুধুই টাকা লাগে না সদিচ্ছা লাগে?
ভাবুন। বারবার হাতের সাথে মগজটাও সাফ সুতরো করে নিন!

Comments

Popular posts from this blog

গুরুচাঁদ চরিত পর্ব :- 3 ওড়াকান্দী ঠাকুর বংশের ইতিহাস

শ্রাবণ_সোমবারের_মাহাত্ম্য

মুশকিল হয়েছিল, শ্মশানে তাঁর পাদুটো কিছুতেই পুড়ছিল না!