Saturday, March 7, 2020

বাংলার সচেতন মানুষ ও গুণী শিল্পীরা, এই রোদ্দুর রায় সম্পর্ক উদ্বিগ্ন।

রোদ্দুর রায় নামক এক বামপন্থী গাঁজারু  কবিগুরু রবীন্দ্রনাথ কে নিয়ে আজ বহুদিন যাবৎ উল্টো পাল্টা অশ্লীল কথা বলে যাচ্ছে।  আমার লক্ষ্য জনগণ কে সচেতন করে এটা বন্ধ করার । 

যারা রোদ্দুর রায়কে জানেন না বা আংশিক জানেন, একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, গত ডিসেম্বরে এক অনুষ্ঠানে ওর বইয়ের উদ্বোধন করতে হাজির হয়েছিলেন শতরূপ ঘোষ এবং জামাতের নয়নমণি গর্গন্টুলা চ্যাটার্জি। এবার নিশ্চয়ই হিসেবটা পরিস্কার হয়ে গেল?

https://bengali.indianexpress.com/literature/roddur-roy-bangla-novel-published-175303/

রোদ্দুর রায় নামক ঘৃন্যতম একটা জীব আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অশ্লীল প্রচারে মেতে উঠেছে, ঘৃণ্যতম পন্থা অবলম্বন করেছে।
ইতিমধ্যেই ইউটিউবে তার সাবস্ক্রাইবার লক্ষাধিক ছাড়িয়েছে।
ইউটিউবে এবং ফেসবুকে সস্তায় পাবলিসিটি পাবার জন্য ও অর্থ উপার্জনের জন্য, রবীন্দ্র সঙ্গীত গুলিকে কুৎসিত ভাষায় পরিবেশন করে চলেছে। দুর্ভাগ্যজনকভাবে, তার ফ্যান ফলোয়ার্স বাড়ছে। এটা আমাদের কাছে একটা আশংকার বিষয়।

সাম্প্রতিক বাংলার মনীষীদের; যেমন রবীন্দ্রনাথ , নজরুল , সুকান্ত  ও আরো বিভিন্ন মনীষীকে নিয়ে অশ্লীল পরিবেশন করেছে, তার নিন্দা করার ভাষা খুঁজে পাচ্ছিনা। 
যেমন, 

১. রবি ঠাকুর সুকান্ত নজরুল অন্যান্য মনীষীদের কে নিয়ে রোদ্দুর রায়ের বিকৃত ভাবনা:-

https://www.youtube.com/watch?v=4lzwsSe2jY0&feature=youtu.be

২. 'সেদিন দুজনে দুলে ছিনু বনে'

এই রবীন্দ্র সঙ্গীত টির  *চাঁদ উঠেছিল গগনে*
এই অংশটিতে অশ্লীল অশ্লীল শব্দ সংযোজন করে রোদ্দুর রায় ইউটিউবে পরিবেশন করছে।
এই তার ইউটিউব লিঙ্ক :-

https://youtu.be/nJBG27OoOSc

৩. এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি কিছু মন..
তারাও তাদের অপরিণত বুদ্ধি নিয়ে রোদ্দুর রায় কে অন্ধভাবে অনুকরণ করে, সামাজিক মাধ্যমে ওইভাবেই গানটিকে ও গানের অংশটিকে পরিবেশন করছে।
এই তার ইউটিউব লিঙ্ক :-

https://youtu.be/LzI65p_g6e8

৪. ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ।
তারা কলেজ ফেস্টে ওইভাবেই গানটিকে ও গানের অংশটিকে পরিবেশন করছে।
এইতার ফেসবুক লিঙ্ক:-

https://m.facebook.com/story.php?story_fbid=3262650833776259&id=100000941238318

৫. ক্ষতিগ্রস্ত হচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী।
শ্রেণি কক্ষের মধ্যে তারা এই ভাবেই গানটিকে পরিবেশন করছে।
এই তার ফেসবুক লিঙ্ক:-

https://m.facebook.com/story.php?story_fbid=550598675672225&id=395784164487011

৬. যুব সমাজের উপর রোদ্দুর রায়ের ক্ষতিকর প্রভাব:-
 https://m.facebook.com/story.php?story_fbid=2338297259632008&id=100003552718595&sfnsn=scwspmo&d=n&vh=i

৭. এই ক্ষতিকর প্রভাব এতোই সুদুরপ্রসারী হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। অ্যানিমেশন করে পরিবেশিত হচ্ছে রোদ্দুর রায়ের পরিবেশন। শিশুমনে তার বিরাট একটা ক্ষতিকর প্রভাব পড়বে:-

https://m.facebook.com/story.php?story_fbid=416759299008869&id=358195801531886

৮. রোদ্দুর রায় শুধুমাত্র যে ওই একটি মাত্র গান কেই ওইভাবেই গেয়েছে তাই নয়,

'আমার বেলা যে যায়, সাঁজ বেলাতে',

এত সুন্দর রবীন্দ্র সঙ্গীত কে
বিকৃত করে 'তোমার ধোয়ায় ধোয়ায় ধোয়া মিলাতে এবং আরো অশ্লীল অশ্লীল শব্দ ব্যবহার করেছে'..
যেটা আমি লিখতে পারলাম না, শুধু পোস্ট করলাম তার ফেসবুক লিঙ্ক :-

https://m.facebook.com/story.php?story_fbid=883907838670814&id=100011548170737

৯. 'মন মোর মেঘেরও সঙ্গী' এত রবীন্দ্র সঙ্গীত কে রোদ্দুর রায় কি অশ্লীল পরিবেশন করেছে দেখুন:-
এবং অদ্ভুতভাবে তার এই অশ্লীল কার্যকলাপ এর সমর্থন বাড়ছে:-

https://m.facebook.com/story.php?story_fbid=766432747103660&id=100012108251165

১০. বিখ্যাত একটি রবীন্দ্র নাট্যকে অশ্লীল ভাষায় রোদ্দুর রায় পরিবেশন করেছে।
এই তার ইউটিউব লিঙ্ক:-

https://youtu.be/ZSeznDMjJj8

১১. শিক্ষক আমাদের জীবনের অন্যতম ভূমিকা রাখে। সেই শিক্ষক সম্পর্কে রোদ্দুর রায়ের বিকৃত ভাবনার ফেসবুক লিঙ্ক :-

https://m.facebook.com/story.php?story_fbid=1451298161689793&id=1345873392232271

১২. স্বঘোষিত বিশ্বকবি হওয়া লোকটি সবকিছুই অশ্লীলতায় ভরা।
আরো একটি ফেসবুক লিঙ্ক:-

https://m.facebook.com/story.php?story_fbid=2545130845776208&id=100008379526497

 রোদ্দুর রায় এর ফেসবুক প্রোফাইল 
https://www.facebook.com/roddurroyofficial
ও 
ইউটিউব একাউন্ট 
https://www.youtube.com/channel/UCQFvRaTMM5lRDvH7m-3RKDw

খোঁজ করলে , কবিগুরু রবীন্দ্রনাথ কে নিয়ে এরকম আরো অসংখ্য  অশ্লীলতার নিদর্শন পাওয়া যাবে।

বাংলার সচেতন মানুষ ও গুণী শিল্পীরা, এই রোদ্দুর রায় সম্পর্ক উদ্বিগ্ন।
রবীন্দ্র সংগীত শিল্পী শ্রাবণী সেন 
কি বলছেন,

https://m.facebook.com/story.php?story_fbid=10156591506786891&id=553841890

আরো একটি মূল্যবান বক্তব্য:-

https://m.facebook.com/story.php?story_fbid=3002803179747004&id=100000520558478&sfnsn=scwspmo&d=n&vh=i

সৌজন্যেঃ শ্রী Meghnath Bagchi...

No comments: