Wednesday, March 4, 2020

আমি অতি দুর্বৃত্ত ব্যভিচারী ,কাম ক্রোধে ভরা মোর দেহ পুরি ।

আমি অতি দুর্বৃত্ত ব্যভিচারী ,কাম ক্রোধে ভরা মোর দেহ পুরি ।
আমি জ্ঞানহীন গন্ড মূর্খ,সদা বৃত্তি অকর্ম অধর্ম, আত্ম অহং ভারি।।

স্বার্থলোভ জ্ঞানচক্ষু হ্রাস ,মোহ জ্ঞানেন্দ্রিয় করল গ্রাস,হলাম দুরাচারি ।
মোহে আত্মগৌরব হল বৃদ্ধি ,নাশ করিল সকল সুবুদ্ধি, হয়ে পাপাচারী।।

মেতে মাৎসর্যে বাড়িল ফুর্তি,সাধন পথে পড়িল ঘার্তী,এখন কেঁদে কেঁদে মরি।
মম আপরাধ মার্জনা কর হে হরি, ওই পদে সঁপিলাম এ দেহতরী,হরিচাঁদ নতশিরে ওই পদ হই ভিক্ষারী ।।

দর্পচূর্ণ কর হে দর্পহারী,আত্ম অহং বিনাশ কর হরি পদে আত্ম সমর্পণ করি।
পাপাত্মা দীপক ক্রূরমতি,মরণ পথে ধাবিত জীবন গতি,সাধন বিনে হয়ে রলাম অধর্মচারী।।

জয় জয় শ্রী শ্রী হরিচাঁদ, জয় জয় শ্রী শ্রী গুরুচাঁদ।

No comments: