Sunday, March 8, 2020

If killing Muslims is justified in killing it? মুসলিমরা হত্যা করলে সে হত্যা বৈধ তাইতো ?

Turkish air strikes in Syria kill more than two thousand five hundred (20) people, including women and children, in five days. Their killer but Muslim!

Saudi airstrike killed 3 people in Yemen last Friday! Many people died while praying in the mosque. That is, airstrikes have been launched at the mosque. Muslim Country Millions of children are dying of malnutrition in Yemen, another Muslim country due to the siege of Saudi Arabia. There is a famine going on. No Buddhists, Christians, Jews or Hindus are involved for this. Muslims are killing Muslims.

I did not see any Maulana irritating. There was no procession from Baitul Mukarram calling for an end to the killings.

The so-called intellectuals did not shout at any talk show, neither did the Chag community's Facebook-based movement.

Are not the people killed in Syria, Yemen? No one cries for them?

He is good The killers are Muslim.
If killing Muslims is justified in killing it?

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় মহিলা ও শিশু সহ ৭ দিনে নিহতের সংখ্যা দুই হাজার পাঁচশত(২৫০০) জনের উপরে। এদের হত্যাকারি কিন্তু মুসলিম! 

গত শুক্রবার ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৮৩ জন নিহত হয়েছে! মসজিদে নামাজ পড়া অবস্থায় মারা গেছে অনেক মানুষ। অর্থাৎ মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। মুসলিম দেশ সৌদির অবরোধের কারণে আরেক মুসলিম দেশ ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে। সেখানে এক প্রকার দুর্ভিক্ষ চলছে। এসবের জন্য কোন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী বা হিন্দু জড়িত নয়। মুসলিম মুসলিমদের মারছে।

কই কোন মাওলানাকে তো জ্বালাময়ী ওয়াজ করতে দেখলাম না। হত্যা বন্ধের আহবান জানিয়ে বাইতুল মোকাররম থেকে কোন মিছিল বের হয়নি।

তথাকথিত বুদ্ধিজীবী কোন টকশোতে গলাবাজি করেননি, ছাগু সম্প্রদায় ফেসবুক ভিত্তিক আন্দোলন করেনি একটাও। 

সিরিয়া, ইয়েমেনে হত্যা হওয়া লোকগুলি কি মানুষ নয়? তাদের জন্য কারো মন কাঁদে না?

ও আচ্ছা! হত্যাকারীরা তো মুসলিম।
মুসলিমরা হত্যা করলে সে হত্যা বৈধ তাইতো ?

No comments: