Sunday, March 15, 2020

Hindu genocide in India- 14ভারতবর্ষে হিন্দু গণহত্যা- 14

Qutbuddin Aibak

Mohammed Gheri returned home after winning the war in Tarain. The slave Qutbuddin Aibak was entrusted with the responsibility of the Indian Empire. Qutbuddin was as fanatical as his master - fearful and cruel. Muslim Historian's Commendable Comment - 'He had millions of people and he killed millions of people (Hindus).

কুতুবুদ্দিন আইবক

তরাইনের যুদ্ধে জয়লাভ করে মহম্মদ ঘােরী স্বদেশে ফিরে যান। ক্রীতদাস কুতুবুদ্দিন আইবকের উপর অর্পিত হয় ভারত সাম্রাজ্যের দায়িত্ব।কুতুবুদ্দিন তার মনিবের ন্যায় ছিলেন ধর্মান্ধ - ভয়ঙ্কর ও নির্দয়। মুসলিম ঐতিহাসিকের সপ্রশংস মন্তব্য - ‘তার ছিল লক্ষ গৃণ তিনি লক্ষ মানুষকে (হিন্দু) হত্যা করেন। (Kutubuddin Aibak was normal specimen of his kind - fanatical, ferocious and merciless. His gifts, as the Mohammadan historian tells us, ‘Were bestowed by hundreds of thousands, and his slaughters likewise were by hundreds of thousands)
-Will Durant - The Story of Civilization ,P - 461
1203 AD: Aibak conquers Bundelkhand. Satisfied, full-fledged historically - all temples are converted into mosques ... to the name of paganism. 50,000 people (Hindus) are imprisoned in the chains of slavery.
1203 খ্রীঃ আইবক বুন্দেলখন্ড জয় করেন। তৃপ্ত, পূর্ণ অভিলাষ ঐতিহাসিকের বর্ণনায় - সকল মন্দির রূপান্তরিত হল মসজিদে ... পৌত্তলিকতার নাম পর্যন্ত লুপ্ত হয়। 50,000 মানুষ (হিন্দু) দাসত্বের শৃঙ্খলে হল বন্দী। (The gratified historian of the conqueror's exploits states that the temples were converted into mosque ... and the very name of idolatry was annihilated ... fifty thousand men came under the collar of slavery)?---- Vincent A. Smith - The Oxford History of India , P-236

No comments: