Saturday, March 14, 2020

বুহান-400" করনা ভাইরাস উৎপত্তি হয়নি ওকে তৈরি করা হয়েছিল কিছু খারাপ উদ্দেশে 1981 সালে

"The Eyes of Darkness" নামক একটি পুস্তক। উক্ত পুস্তকটি 1981 সালে প্রকাশিত হয়। লেখকের নাম "Dean Koontz"

উক্ত পুস্তকের 553 থেকে 556 নম্বর পৃষ্ঠায় করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

বইটিতে লেখা রয়েছে, করোনা ভাইরাস বুহান এলাকার একটি ল্যাবরেটরিতে গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীকালে চীন এটা সে দেশের গরীব জনগণকে হত্যা করবার জন্য ব্যবহার করবে। করোনা-র কারণে চীনের বহু দরিদ্র মানুষ মারা যাবে।
যার ফলে চিন দেশ থেকে গরিবী হটানো সম্ভব হবে এবং চীন বিশ্ব-দরবারে নিজেকে সুপার পাওয়ার 
হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে।

এই পুস্তকে করোনা ভাইরাসের নাম "বুহান-400" ভাইরাস হিসাবে উল্লেখ করা হয়েছে।

পুস্তকে আরো লেখা রয়েছে - 
ভবিষ্যতে চীন এই ভাইরাসকে "বায়োলজিক্যাল মারণাস্ত্র" হিসাবে ব্যবহার করবে।👇

#সগৃহীত

No comments: