*করোনা ভাইরাসের ভয়াবহতা প্রচারের আড়ালে প্রকৃত উদ্দেশ্য কি?*

*ভেবে দেখুন—*
____________________________
🔘 কাউকে ফোন করলেই করোনা ভাইরাসের সাবধান বাণী...
🔘 স্কুল-কলেজ বন্ধ...
🔘 মাস্ক, স্যানিটাইজার বিক্রি বাড়লো হু হু করে...
🔘 কোথাও একজন রোগী পাওয়া গেলে টিভিতে পত্র-পত্রিকায় তার বিপুল প্রচার...
🔘 সব মিলিয়ে দেশজুড়ে একটা আতঙ্কের পরিবেশ...
____________________________

*কিন্তু বাস্তব চিত্রটা কি সত্যিই আতঙ্কিত হওয়ার মতো?*

⭕ সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 1 লক্ষ 56 হাজার 798 জন।
⭕ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 75 হাজার 937 জন।
⭕ মারা গেছেন 5,839 জন।
____________________________
*আর ভারতবর্ষে এখনো পর্যন্ত —*
____________________________
*📌 105 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।*
*📌 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন*
*📌 93 জনের চিকিৎসা চলছে।*
*📌 2 জন মারা গেছেন।*
____________________________
*চিত্রটা কি খুব আতঙ্কিত হওয়ার মত?*

করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের মৃত্যুর তুলনায় সুস্থ হওয়ার হার অনেক অনেক বেশি। ডাক্তাররাও বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই।
____________________________
এবার এই চিত্রটা দেখুন, যা দেখে আপনি সত্যিই আতঙ্কিত হবেন। অথচ যা বিন্দুমাত্র প্রচার করা হচ্ছে না, বা কখনোই হয় না।

*📌 ভারতবর্ষে প্রতি দিন প্রায় পাঁচ হাজার শিশু মারা যায়।* 
(THE WALL STREET JOURNAL)

*📌 5 জন ভারতীয় প্রতি মিনিটে/ 7000 বেশি প্রতিদিন/ এবং প্রায় 25 লক্ষের অধিক ভারতীয় প্রতি বছর অনাহারে মারা যান।*
(Hunger Facts | The Hunger Site for Facts: Bhookh.com)

*📌 2 লক্ষ 5 হাজার ভারতীয় প্রতিবছর ম্যালেরিয়ায় মারা যান।*
(Lancet Study)

*📌 2 লক্ষ 20 হাজার ভারতীয় প্রতিবছর যক্ষা রোগে মারা যান।*
(WHO Report)

*📌 দূষিত জলের কারণে প্রতিদিন 7 জন ভারতীয় মারা যান।* 
(Times of India, 29 January, 2019)

*📌 ভারতবর্ষে প্রতিদিন 28 জন ছাত্র আত্মহত্যা করে।*
(The Hindu, 29 January, 2020)

*📌 ভারতবর্ষে প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করেন।*
(WHO Report)

*📌 ভারতবর্ষে প্রতিবছর 1 লক্ষ 50 হাজার /প্রতিদিন 400 জন রোড এক্সিডেন্টে মারা যায়।*
(m.economictimes.com)
____________________________
এখন প্রশ্ন হচ্ছে—

*করোনা ভাইরাসের ভয়াবহতা প্রচারের আড়ালে  প্রকৃত উদ্দেশ্য কি?*

Comments

Popular posts from this blog

গুরুচাঁদ চরিত পর্ব :- 97 নিখিল বঙ্গ নমঃশূদ্র সম্মেলন বা খুলনা কনফারেন্স

Hindus are on the verge of extinction in the Grass of the Python, according to the helpless affectionate.

the sacrifice of Sri Guru Gurchand Thakur's whole life, I am trying to raise my mind