Wednesday, March 18, 2020

*করোনা ভাইরাসের ভয়াবহতা প্রচারের আড়ালে প্রকৃত উদ্দেশ্য কি?*

*ভেবে দেখুন—*
____________________________
🔘 কাউকে ফোন করলেই করোনা ভাইরাসের সাবধান বাণী...
🔘 স্কুল-কলেজ বন্ধ...
🔘 মাস্ক, স্যানিটাইজার বিক্রি বাড়লো হু হু করে...
🔘 কোথাও একজন রোগী পাওয়া গেলে টিভিতে পত্র-পত্রিকায় তার বিপুল প্রচার...
🔘 সব মিলিয়ে দেশজুড়ে একটা আতঙ্কের পরিবেশ...
____________________________

*কিন্তু বাস্তব চিত্রটা কি সত্যিই আতঙ্কিত হওয়ার মতো?*

⭕ সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 1 লক্ষ 56 হাজার 798 জন।
⭕ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 75 হাজার 937 জন।
⭕ মারা গেছেন 5,839 জন।
____________________________
*আর ভারতবর্ষে এখনো পর্যন্ত —*
____________________________
*📌 105 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।*
*📌 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন*
*📌 93 জনের চিকিৎসা চলছে।*
*📌 2 জন মারা গেছেন।*
____________________________
*চিত্রটা কি খুব আতঙ্কিত হওয়ার মত?*

করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের মৃত্যুর তুলনায় সুস্থ হওয়ার হার অনেক অনেক বেশি। ডাক্তাররাও বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই।
____________________________
এবার এই চিত্রটা দেখুন, যা দেখে আপনি সত্যিই আতঙ্কিত হবেন। অথচ যা বিন্দুমাত্র প্রচার করা হচ্ছে না, বা কখনোই হয় না।

*📌 ভারতবর্ষে প্রতি দিন প্রায় পাঁচ হাজার শিশু মারা যায়।* 
(THE WALL STREET JOURNAL)

*📌 5 জন ভারতীয় প্রতি মিনিটে/ 7000 বেশি প্রতিদিন/ এবং প্রায় 25 লক্ষের অধিক ভারতীয় প্রতি বছর অনাহারে মারা যান।*
(Hunger Facts | The Hunger Site for Facts: Bhookh.com)

*📌 2 লক্ষ 5 হাজার ভারতীয় প্রতিবছর ম্যালেরিয়ায় মারা যান।*
(Lancet Study)

*📌 2 লক্ষ 20 হাজার ভারতীয় প্রতিবছর যক্ষা রোগে মারা যান।*
(WHO Report)

*📌 দূষিত জলের কারণে প্রতিদিন 7 জন ভারতীয় মারা যান।* 
(Times of India, 29 January, 2019)

*📌 ভারতবর্ষে প্রতিদিন 28 জন ছাত্র আত্মহত্যা করে।*
(The Hindu, 29 January, 2020)

*📌 ভারতবর্ষে প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করেন।*
(WHO Report)

*📌 ভারতবর্ষে প্রতিবছর 1 লক্ষ 50 হাজার /প্রতিদিন 400 জন রোড এক্সিডেন্টে মারা যায়।*
(m.economictimes.com)
____________________________
এখন প্রশ্ন হচ্ছে—

*করোনা ভাইরাসের ভয়াবহতা প্রচারের আড়ালে  প্রকৃত উদ্দেশ্য কি?*

No comments: