Sunday, March 15, 2020

Hindu genocide in India- 13ভারতবর্ষে হিন্দু গণহত্যা- ১৩

Mohammad Gheri -

Hasan Nizami, a Muslim historian, praised Mohammad Gheri's success in the religious war against Hindustan - saying that he eradicated the sins of unbelief (in Islam) from Hindustan by his learned wisdom. The liberated Berekonan from the defilement of many gods and idolatries throughout the country. All the temples were destroyed by his Amit Bikram, Durgahasahas and Kudra valiant Rudratje.

মহম্মদ ঘােরী - 

হিন্দুস্থানের বিরুদ্ধে ধর্মযুদ্ধে মহম্মদ ঘােরীর সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে মুসলিম ঐতিহাসিক Hasan Nizami বলেন - তিনি তার শাণিত কৃপাণের দ্বারা হিন্দুস্থান থেকে অবিশ্বাস (ইসলাম ধর্মে) ও ব্যাভিচারের পাপ নির্মূল করেন। মুক্ত বেকরেন সমগ্র দেশকে বহু দেবত্ববাদ ও মূর্তিপূজার অপবিত্রতা থেকে। তার অমিত বিক্রম, দুর্জয়সাহস ও ক্ষাত্র শৌর্যের রুদ্রতেজে ধ্বংস হয় সকল মন্দির।
 (He purged by his sword the land of Hind from the filth of infidelity and vice, freed the whole of that country from the thorn of God plurality and the impurity of idol - worship and by his re gal vigour and intrepidity left not one temple standing)”.
--Ibid, P. 56

No comments: