Friday, July 24, 2020

পুরুষোত্তম ( মল ) মাসের মাহাত্ম্য

 

পুরুষোত্তম মাসকে আমরা পুরুষোত্তম/অধিক/মল মাস বলি। প্রতি তিন বছর পর পর একটি অতিরিক্ত মাস আসে। তাই এই মাস হল নিষ্কাম মাস। এটি কৃষ্ণভাবনামৃতে অগ্রগতির জন্যে বিশেষভাবে উপযোগী। এই মাস পালনের জন্য কিছু নিয়ম আছে-

বৈষ্ণব পথের অনুসরণ করা ভক্তদের জন্য পুরুষোত্তম মাস এক বিশেষ স্থান। এই মাস স্বয়ং শ্রীভগবান অভিন্ন।
আমাদের শাস্ত্র অনুযায়ী মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু সব আমাদের জন্য পুরুষোত্তম ।
পুরুষোত্তম দুটো শব্দের সংযোগে তৈরি হয়-- পুরুষ +উত্তম। অন্তে যে পুরুষ সর্বোত্তম তিনি যে পুরুষোত্তম ভগবান।
সাধারণ মানুষ এই অধিক মাসে মলমাস নাম জানে। আর এই মাসকে অতি অশুভ বলে মনে করে।
কিন্তু ভক্তদের জন্য এই মাস অতি শুভ এবং কৃপাদায়ক কারণ এই মাস আর ভগবান অভিন্ন ।
এই মাসে ভক্ত প্রতিমুহূর্তে শাস্ত্রানুসারে পরম পুরুষোত্তম ভগবানের স্মরণ করা উচিত।
ভগবান কৃপাকাক্ষী জীব এই মাসে নিজ আপন আরাধ্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের স্মরণ করে হরিনাম মহামন্ত্র জপ করে।
এই মাসে ভক্তি বৃদ্ধির জন্য কিছু নিয়ম পালন করে-

শ্রী শ্রী রাধা গোবিন্দজীকে সন্ধ্যাকালে ও প্রাতকালে ঘিয়ের প্রদীপ দান করা হয়।
দীপদান করে শ্রীরাধাগোবিন্দের লীলা গান করা হয়। এই সময় চৌরাগ্রগণ্যষ্টকম্, শ্রীবেদব্যাস দ্বারা রচিত শ্রীদামোদরাষ্টকম্, অথবা শ্রীজগন্নাথাষ্টকম্ অথবা শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীচৈতন্যচন্দ্র অষ্টকম্ ও প্রার্থনা নিত্য পাঠ করতে হয় যা ভগবানের প্রিয়।
হরিনাম করতে করতে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু লীলা নিত্য স্মরণ করে বৈষ্ণব গণ এই মাসে।
এছাড়া হবিষ্যান্ন (চাল ডাল আর সব্জি সাথে ঘি দিয়ে) রান্না করে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্ত।

অতি পবিত্র এই মলমাস। অধিক ভজনের জন্য এই মাস। যেন সবাই অধিক ভজন করতে পারি এইমাস। ভজন মানে অধিক হরিনাম করা, অধিক হরিস্মরণ, অধিক হরিকথা শ্রবণ যেন করতে পারি এই মলমাসে এই কৃপা যেন করে প্রভু আমাদের। জয় রাধামুরারীমোহন।

No comments: