Wednesday, July 29, 2020

গুরুচাঁদ চরিত পর্ব :- 11 পুত্র কন্যাদির জন্মগ্রহণ ও তাঁহাদিগের চরিত্র মাহাত্ম্য বর্ণন। The birth of sons and daughters and the greatness of their character.

বন্দনা

 

জগৎ তারণ প্রভু শ্রী হরি ঠাকুর।

ওড়াকান্দী করে লীলা মধুর মধুর।।

যে আতুর দুঃখী জনে ইতিপূর্বে কেহ।

কোন দিনে কোন ভাবে করে নাই স্নেহ।।

সেই ব্যথিতের দুঃখে বড় দুঃখী হৈয়া।

হরিচাঁদ অবর্তীর্ণ সাঙ্গ পাঙ্গ লৈয়া।।

তেঁহ কার্যে তেঁহ পুত্র প্রভু গুরুচাঁদ।

পূর্ণ করি দীনজনে দিলা প্রেমাহ্লাদ।।

পবিত্র গৃহীর ধর্ম আপন জীবনে।

আপনি পালিলা প্রভু জীবের কল্যাণে।।

তেঁহ কার্য সহযোগে দেবকুল যত।

তেঁহ বংশে জন্ম নিল সাজি সুতাসুত।।

ধন্য শ্রী শশী ভূষণ বংশ শ্রেষ্ঠ যেই।

তস্য গুণে মুগ্ধ সদা আঁছিল সবাই।।

পিতৃ কার্যে তেঁহ চেষ্টা সবার অধিক।

উদার চরিত্র বান সত্যেতে নির্ভীক।।

জয় সুধন্য কুমার দ্বিতীয় নন্দন।

“বিনয়ের অবতার” মধুর বচন।।

তেঁহ হরি পদে সদা নয়ন রাখিলা।

হরিচাঁদ লীলাগীতি কতই লিখিলা।।

কন্দর্প মোহন কান্তি শ্রী উপেন্দ্র নাথ।

তেঁহ নিত্য রহে সদা জ্যেষ্ঠ ভ্রাতা সাথ।।

বহু গুণী সুরেন্দ্রনাথের জয় জয়।

সমাজ উন্নতি লাগি চিন্তা সদা রয়।।

করুণা রূপিণী দেবী শ্রী করুণা ময়ী।

প্রভু কন্যা সতী ধন্যা পদে নত হই।।

গুরু গোপালের পদ মনে করি সার।

এদের পবিত্র লীলা করিব প্রচার।।

প্রস্তাবনা

ষষ্ঠ বর্ষ পালে প্রভু কঠোর সংযম।

বিংশতি বরষ হ’ল এবে বয়ঃক্রম।।

পিতৃ আজ্ঞা অনুক্রমে এ সময় হতে।

কিছুকাল বাস করে পত্নির সহিতে।।

পতি সতী উভয়ের দৃঢ় ব্রহ্মচর্য।

উভয়ের তেজস্বী যথা মধ্যাহ্নের সূর্য।।

আদর্শ দম্পতি দেখি যত নারী নরে।

দণ্ড বৎ করে পদে অবনত শীরে।।

সবে বলে “কিমাশ্চর্য সাধনা গভীর।

দুরন্ত যৌবন কালে দোঁহে ধীর স্থির।।

নিশ্চয় মনুষ্য নহে এ দেব দম্পতি।

জীব তরাইতে হ’ল ধরাপরে স্থিতি।।

কেহ বলে এই বাক্য কিসের সন্দেহ।

দেব বিনা এই ঘরে আসে নাকি কেহ।।

পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ এল যেই ঘরে।

সেই ঘরে দেব বিনা কে আসিতে পারে।।

“এ সব হরির খেলা” কেহ বলে কান্দি।

তাঁর কৃপা গুণে হল তীর্থ ওড়াকান্দী।।

যাহার যে ভাব মনে সেই ভাবে কয়।

এ সব আলাপে প্রভু কান নাহি দেয়।।

পিতৃ আজ্ঞা অনুসারে বংশ রক্ষা করে।

ক্রমে চারি পুত্র এক কন্যা জন্ম ধরে।।

জগৎ তারিতে এল হরি-গুরুচাঁদ।

পেয়ে চাঁদ শ্রী গোপাল পাইল আহ্লাদ।।

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


Worship


jagat Taran Prabhu Sri Hari Thakur.


Orakandi leela madhur madhur ..


Someone who is already miserable.


I have never done affection in any way.


I am very saddened by the pain of that pain.


Harichand avartirna sang pang laiya ..


His son Prabhu Guruchand in his work.


I fulfill the love given to the poor.


The religion of the holy house is in your life.


You are for the welfare of the living beings.


As much as Devkul with his work.


Saji Sutasut was born in Teh dynasty.


Blessed is Shri Shashi Bhushan who is the best of the dynasty.


Everyone was always fascinated by the quality of Tasya.


He tried his best in his father's work.


Liberal character is truly fearless.


Joy Sudhanya Kumar is the second paradise.


"Avatar of humility" is a sweet word.


He always kept an eye on Hari's position.


How much did Harichand write Lila Giti?


Kandarpa Mohan Kanti Shri Upendra Nath.


He always stays with his elder brother.


Surendranath's many victories.


I always think of improving the society.


Karuna Rupini Devi Shri Karuna Mayi.


Lord's daughter Sati bowed down in a blessed position.


I think Guru Gopal's position is fertilizer.


I will promote their holy pastime.


Suggestions


In the sixth year, the Lord exercised strict restraint.


Twenty years is now adolescence.


The father commands to be at this time in sequence.


He lived with his wife for some time.


Strong celibacy of both husband and wife.


Both are energetic, such as the midday sun.


I see the ideal couple as many women as men.


He bowed his head in the position of punishment.


Barely says, “The pursuit of miracles is deep.


Slowly and steadily in the twinkling of an eye at a young age.


Surely this couple is not human.


The status quo is in the wild.


No one doubts what this sentence says.


Does anyone come to this house without Dev?


Purna Brahma Harichand came to that house.


Who can come to that house without Dev.


"It's all Hari's game," someone cried.


Tirtha Orakandi is due to his grace.


Whoever thinks that way.


The Lord does not listen to all these conversations.


The father protects the family according to the command.


Gradually four sons and one daughter were born.


Hari-Guruchand came to Jagat Tari.


Happy to get the moon Sri Gopal Pail ..

No comments: