Wednesday, July 29, 2020

গুরুচাঁদ চরিত পর্ব :- 12 Shri Guruchand in the case of family সংসার ক্ষেত্রে শ্রী গুরুচাঁদ

Shri Guruchand in the case of family

Harichand Bivu is in charge of Guruchand.

Never looked after the world.

The boy grows up in his youth.

Guruchand entered the home ashram.

Purna Lakshmi gives advice to Shanti Mata.

The Lord is happy to run the family.

How many items do the devotees give to Harichand?

Harichand did not look back at him.

However, the pair brought all the products to the fans.

Rakhi gives such as Roy Jagat Janani ..

I see the infinite glory of Sri Guru Chand.

There is no limit to the desired imaginary Lord.

Bhakta Datta never looked at the product.

"Kay kleshe ani artha" is always like that.

One day due to the Goddess of Peace test.

Laughing and asking at Guruchand's place.

“Pranadhik Guruchand, listen to me.

Why do you try so hard to get money in vain.

Look at the quality of your father, my son.

The lack is gone, the darkness is gone.

The day goes by happily with whatever comes.

Why do you suffer so much?

Understanding the mother's mind, Lord, smile.

"Listen well mother then sentence sentence ..

I see Jananigo barely any quality.

Brings so many items to your building.

Go mother holding so many fruits in any tree.

The fruit of the green-kalpa-tree results in you.

My father Harichand is the root of the kalpa tree.

He who planted in the barren land.

The fruit comes from his virtue, the fruit he wants.

He comes by himself and gets the fruit later.

The fruit is your place in the trivial matter.

Whose worship is not equal to Brahma Vishnu.

His wife is my mother.

I need to be tested.

The world has come to life in the twilight.

You didn't know the creature forgot Maya Mohe ..

Your game will be over.

In the empty room, tell me who will bring the fruit.

I want to try to build a family.

I have to work and eat, ma'am. "

If you say so, Lord Mother smiles.

"Then my doubts vanished in the sentence.

That feeling should be in your mind.

Lack will never touch you ..

And bless you listen Bachadhan.

Then people will give innumerable goods at home.

You have a great love for you.

I am also absolutely satisfied with this life.

If you want to know the future.

You will see it with your own eyes tomorrow morning ”.

So much so that Shanti Mata went to work at home.

"What will I see tomorrow?" The Lord began to think.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

সংসার ক্ষেত্রে শ্রী গুরুচাঁদ

গুরুচাঁদে দিয়া ভার হরিচাঁদ বিভু।

সংসারের পর দৃষ্টি না করিত কভু।।

বয়সে বালক মাত্র যৌবনে উন্মেষ।

গুরুচাঁদ গৃহাশ্রমে করিল প্রবেশ।।

পূর্ণ লক্ষ্মী শান্তি মাতা দেয় পরামর্শ।

সংসার চালায় প্রভু মনে হয়ে হর্ষ।।

ভক্তগণ কত দ্রব্য হরিচাঁদে দেয়।

তার প্রতি হরিচাঁদ দৃষ্টি না ফিরায়।।

তবে ভক্তগণে জুটি সব দ্রব্য আনি।

রাখি দেয় যথা রয় জগৎ জননী।।

শ্রী গুরুচাঁদের দেখি অপার মহিমা।

বাঞ্ছা কল্পতরু প্রভু গুণে নাহি সীমা।।

ভক্ত দত্ত দ্রব্য প্রতি কভু দৃষ্টি নাই।

“কায় ক্লেশে আনি অর্থ” সদা ভাবে তাই।।

একদিন শান্তি দেবী পরীক্ষা কারণে।

হাসিয়া জিজ্ঞাসে কথা গুরুচাঁদ স্থানে।।

“প্রাণাধিক গুরুচাঁদ, শুন মম কথা।

অর্থ পেতে এত চেষ্টা কর কেন বৃথা।।

তোমার পিতার গুণে দেখ বাছা মোর।

অভাব গিয়াছে দূর কেটে গেছে ঘোর।।

যাহা আসে তা’তে সুখে দিন চলি যায়।

এত কষ্ট কর কেন কিবা এত দায়”।।

মাতার মনন বুঝি প্রভু কন হাসি।

“ভালই শুনিনু মাতা তব বাক্য রাশি।।

বল দেখি জননীগো সবে কোন গুণে।

এনে দেয় এত দ্রব্য তোমার ভবনে।।

কোন বৃক্ষে এত ফল ধরে গো জননী।

হরি-কল্প-বৃক্ষে ফল ফলে যে আপনি।।

কল্প বৃক্ষ মূলে মোর পিতা হরিচাঁদ।

অফলা জমিতে যিনি করিল আবাদ।।

তার গুণে আসে ফল, ফল তাঁরে চায়।

নিজে নিজে এসে ফল পরে তাঁর পায়।।

ফল মূল তুচ্ছ কথা তোমাদের ঠাঁই।

যাঁরে পূজে ব্রহ্মা বিষ্ণু তাঁর তুল্য নাই।।

তাঁহার ঘরণী তুমি জননী আমার।

আমাকে পরীক্ষা করা কিবা দরকার।।

তারিতে জগৎ জীবে আসিয়াছ দোঁহে।

তোমা না চিনিল জীব ভুলে মায়া মোহে।।

তোমাদের খেলা যবে শেষ হয়ে যাবে।

শূন্য ঘরে বলো মাগো ফল কে আনিবে।।

আমি চাই চেষ্টা করি সংসার গ’ড়াতে।

আমার যে হবে মাগো কাজ করে খেতে”।।

এত যদি বলে প্রভু মাতা হাসি কয়।

“তব বাক্যে বাছা মোর ঘুচিল সংশয়।।

যে ভাব তোমার মনে তাই যেন থাকে।

অভাব কখনো বাছা ছোবেনা তোমাকে।।

আর আশির্বাদ করি শুন বাছাধন।

তব ঘরে দিবে লোকে দ্রব্য অগণন।।

তোমাতে বড়ই প্রীত জনক তোমার।

আমিও পরম তুষ্ট এই জান সার।।

ভবিষ্যৎ জানিবারে বাঞ্ছা যদি মনে।

কল্য প্রাতে দেখিবে তা নিজের নয়নে”।।

এত বলি শান্তি মাতা গৃহ কার্যে গেল।

“কল্য কি দেখিব” প্রভু ভাবিতে লাগিল।।

No comments: