Tuesday, July 28, 2020

♦ মিথ্যেকে আঁকড়ে ধরে আর কতদিন চলবে ভারতবাসী? এবার তো সামনে আনা হোক প্রকৃত সত্যকে। ♦⭕|| গ্রান্ড ট্রাঙ্ক রোড ||⭕ ♦How long will the Indians hold on to that lie? This time let the real truth be brought to the fore. ♦⭕ || Grand Trunk Road || ⭕


 বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে আফগানিস্তান এর কাবুল পর্যন্ত । কে তৈরী করেছিলেন এই বিশাল রাস্তা? ষোড়শ শতকে শেরশাহ? মিথ্যা কথা !

কেউ কিছু বললেই তোতাপাখির মত তা মেনে নিয়ে আমরা উচ্চারণ করে চলেছি।

শেরশাহ মাত্র ৫ বছর রাজত্ব করেছিলেন। ১৫৪০ এ হুমায়ুনকে নাকানিচোবানি খাওয়ানো "কুমীর তোর জলকে নেমছি" যুদ্ধ, তারপরে পাঞ্জাবে বিদ্রোহদমণের যুদ্ধ, ১৫৪১ এ বাংলায় গিয়ে বিদ্রোহ দমণ, ৪২ এ রাজপুতানা, ৪৩ এ রায়সিন, মারোয়ার, ৪৪ এ আবার রাজপুতানা, ৪৫ এ কালাঞ্জর দুর্গ অবরোধেই কেটেছে পুরো এক বছর, তাতেই মৃত্যু। 

এর পরেও প্রায় ৫০০০ কিলোমিটার এর রাস্তা তৈরী, কত্তো শাসনতান্ত্রিক সংস্কার? এ কি ভেলকিবাজি ? আলাদিন এর দৈত্যকে হাতে পেয়েছিলেন? পাঞ্জাবের পশ্চিমে কোন অংশ তার অধিকারে ছিল না। এই রাস্তার পূর্ব ও পশ্চিমের বহু অংশ তার রাজত্বের বাইরে ছিল। 

সম্রাট অশোক বহু বৎসর শান্তি তে রাজত্ব করে শ্রীলঙ্কায় জনকল্যাণ করছেন। এটা মানা যায়। কিন্তু শেরশাহ সময় পেলেন কোথায়? তাও আবার নিজের রাজ্যসীমার বাইরে গিয়ে?

শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রবর্তন করেন। তার আগে ঘোড়া ডাকত না? না কি দেশে দেশে সংবাদ সন্দেশ প্রেরণ এর ব্যবস্থা ছিল না? বাণভট্টের হর্ষচরিতে 'সংবাদক' নামে এক রাজকর্মচারী দের একটি পদের নাম পাওয়া যায়। চিঠিপত্র , এমন কি  জনগণ এর ব্যবহার্য হুন্ডি( bank draft) প্রেরণ এর ব্যবস্থা খৃষ্টপূর্ব ষষ্ঠ শতকের বিম্বিসার এর রাজত্বেই পাওয়া যায়। তার কত আগে এ ব্যবস্থা শুরু হয়েছিল কেউ বলতে পারে না। মৌর্য্য শাসনব্যবস্থায় সুগঠিত ডাকবিভাগ ছিল- যা সংবাদ ও সন্দেশ উভয় ই আদান-প্রদান করতে। এই কর্মচারীদের বলা হত সন্দেশবহ।

যাই হোক ফিরে আসি গ্রান্ড ট্রাঙ্ক রোড এর কথায়। 

মহাভারতে আছে বনবাসের সময় যুধিষ্ঠির গঙ্গার সঙ্গমে এসেছিলেন। হস্তিনাপুর (দিল্লীর নিকট)থেকে কোন্ পথে গঙ্গাসাগরে এলেন? প্রাগজ্যোতিষপুর( গৌহাটি-কামরূপ) থেকে কোন্ পথে ভগদত্ত তার বিশাল হস্তিবাহিনী নিয়ে হরিয়ানার কুরুক্ষেত্র যুদ্ধে উপনীত হয়েছিলেন , ভাল রাস্তা না থাকলে? আর  সমস্ত দিক থেকে আসা এই সমস্ত সৈন্য একজোট হয়েছিল, পান্ডবদের অজ্ঞাত বাস শেষ হওয়ার এক মাসের মধ্যেই।

পুরাণ এর নজির পছন্দ নয়?

তাহলে ইতিহাস এর নজির দিই। বিম্বিসার তো বাল্য বয়সে পূর্বের মগধ থেকে পশ্চিমের তক্ষশিলায় মহর্ষি কাত্যায়ণের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। কোন্ খৃষ্টপূর্ব ষষ্ঠ শতকের কথা। কোন পথে গেলেন? মগধের রাজবৈদ্য জীবক তো তক্ষশিলায় থেকেই কুমারভট্ট( child specialist) উপাধি পেয়েছিলেন।  তিনিই বা কোন পথে গুরুগৃহে গেলেন? আর কোন পথে মগধের রাজদরবারে এলেন? গান্ধাররাজে'র দূত হিসাবে তক্ষশিলার কাত্যায়ণপুত্র চণক এসেছিলেন মগধে রাজা বিম্বিসার এর কাছে। কোন্ পথে এলেন?

আসলে গ্রান্ড ট্রাঙ্ক রোড অনেক আগে থেকেই বিদ্যমান। ঐতিহাসিক কালে এই পথ এর প্রথম সামগ্রিক সংস্কার হয় খৃষ্টপূর্ব চতুর্থ শতকের শেষে মহামাত্য চাণক্যের উদ্যোগে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের আমলে। চন্দ্র গুপ্ত মৌর্য্যের সাম্রাজ্য পূর্বে বঙ্গদেশ থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত একচ্ছত্র ছিল। তখনই গ্রান্ড ট্রাঙ্ক রোড ভালভাবে পুনর্গঠিত হয়। অতি প্রাচীন কাল থেকেই আসামের সূর্পারী(সুপারী) গুজরাটের সূর্পারক বন্দর হয়ে মধ্যপ্রাচ্য রপ্তানি হত। সুপারী যেত বলে বন্দরের নাম হয়ে গেল সূর্পারক( সোপারা)। কোথায় সুপারীর উৎপাদন ক্ষেত্র আর কোথায় সূর্পারক বন্দর! উপমহাদেশের বৃহত্তম রাস্তাটা ছিল কি না, আর বলতে হবে?

চন্দ্রগুপ্তের নাতি অশোক এর আমলে এই সুদীর্ঘ পথের সর্বত্র দুপাশে বৃক্ষ রোপণ করা হয়। এই বৃক্ষগুলো ছেদন নিষিদ্ধ করে রাজাদেশ প্রচার হয়। তাই বিংশ শতক পর্যন্তও  হিন্দু আচারে কিছু কিছু গাছ কাটা পাপ ছিল- যেমন বেল, নারকেল ইত্যাদি। অশোক এই পথের পাশে স্থানে স্থানে হাসপাতাল ও সরাইখানা  স্থাপন করেন। পথ ছিল বলেই তিনি বৃক্ষরোপণ , হাসপাতাল স্থাপন করতে পেরেছিলেন।

এর পরেও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে করেছিলেন, তোতাপাখি র মত না বলে , ভাবুন , ভাবতে শিখুন। 

সৌজন্যে - সিদ্ধার্থ শংকর মুখোপাধ্যায়।
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

♦How long will the Indians hold on to that lie? This time let the real truth be brought to the fore. ♦

⭕ || Grand Trunk Road || ⭕
 From Sonargaon in Narayanganj district of Bangladesh to Kabul in Afghanistan. Who built this huge road? Sher Shah in the sixteenth century? Lies!

When someone says something, we accept it like a parrot.

Sher Shah ruled for only 5 years. The battle of feeding Nakanichobani to Humayun in 1540, "Kumir tor jalke nemchi", then the battle of rebellion in Punjab, the suppression of revolt in Bengal in 1541, Rajputana in 42, Raisin, Marwar in 43, Rajputana in 44, Kalangar fort in 45. That is death.

Even after this, about 5000 kilometers of roads have been built, what is the constitutional reform? The same magic? Got Aladdin's monster in hand? No part of the west of the Punjab was in his possession. Much of the east and west of this road was outside his kingdom.

Emperor Ashoka has ruled in peace for many years and is doing welfare to the people of Sri Lanka. It is acceptable. But where did Sher Shah get time? Going beyond the state again?
Sher Shah introduced the first horse call. Didn't the horse call before him? Or was there no system to send news messages to the country? In Banabhatta's Harshachari, the name of a post of a royal official named 'Sangbadak' is found. Correspondence, even bank drafts for public use, was found during the reign of Bhimsa in the 6th century BC. No one can say how long ago this system started. The Maurya regime had a well-organized postal department to exchange both news and messages. These employees were called messengers.

Anyway back to Grand Trunk Road.

In the Mahabharata, Yudhisthira came to the confluence of the Ganges during the banishment. Which way did you come to Gangasagar from Hastinapur (near Delhi)? From Pragjyotishpur (Guwahati-Kamarupa) on which route did Bhagadatta with his huge elephant army reach the battle of Kurukshetra in Haryana, if there was no good road? And all these armies from all sides came together, within a month of the end of the unknown bus of the Pandavas.

Do not like the example of the myth?

Then let me give an example of history. As a child, Bhimsa studied at Maharshi Katyayan University in Takshashila, east of Magadha and west. Which is about the sixth century BC. Which way did you go? The royal physician Jibak of Magadha got the title of Kumarabhatta (child specialist) from Takshashila. He or the way to the Gurugriha? Which way did you come to the royal court of Magadha? Chanakya, the son of Katyayan of Takshashila, came to King Bhimsa in Magadha as an envoy of Gandhara Raje. Which way did you come?

In fact, the Grand Trunk Road has existed for a long time. Historically, the first comprehensive renovation of this path took place at the end of the 4th century BC during the reign of Emperor Chandragupta Maurya at the initiative of Mahamatya Chanakya. Chandra Gupta Maurya's empire was exclusive from Bengal in the east to Afghanistan in the west. Only then was the Grand Trunk Road well restructured. From time immemorial, the betel nut of Assam has been exported to the Middle East through the port of Surparak in Gujarat. The name of the port became Surparak (Sopara) as it was called Supari. Where is the production area of ​​betel and where is the port of Surparak! Was it the largest road in the subcontinent, needless to say?

During the reign of Chandragupta's grandson Ashoka, trees were planted on both sides of this long path. The kingdom is propagated by banning the cutting of these trees. So until the twentieth century, cutting down some trees in Hindu rituals was a sin - such as bell, coconut, etc. Ashoka established hospitals and inns at various places along this path. He was able to plant trees and set up a hospital because there was a way.

Even after that, who did the Grand Trunk Road, don't say like a parrot, think, learn to think.

No comments: