Thursday, July 23, 2020

ভারতবর্ষে মহাভারতের একটি শ্লোক ভুল পড়ানো হয়,।কিন্তু কেন ভুল পড়ানো হয়,?


আমার মনে হয় মহাত্মা গান্ধীর জন্য. . . .

"অহিংসা পরম ধর্ম"

কিন্তু আসল পূর্ণ শ্লোকটি হল-

"অহিংসা পরম ধর্ম
ধর্মহিংসা তদৈব চ ।"

-অর্থাৎ অহিংসা মনুষ্য জীবনের পরম ধর্ম , এবং ধর্ম রক্ষার স্বার্থে হিংসা করা তার চেয়েও শ্রেষ্ঠ।❤❤

মহাত্মা গান্ধী শুধু এই শ্লোকটাই নয়,  মহাত্মা গান্ধী হিন্দু ধর্মের একটি প্রসিদ্ধ ভজনকেও পাল্টে দিয়েছিলেন ।

"রঘুপতি রাঘব রাজারাম" এই ভজনটির আসল নাম ছিল "রাম ধুন", যা খুবই প্রসিদ্ধ ভজন ছিল যেটাকে মহাত্মা গান্ধী বদলে দিয়ে "আল্লাহ" যুক্ত করে দিয়েছিলেন. . . 😠।

গান্ধীজীর দ্বারা পরিবর্তিত ভজনটি হল-

রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবন সীতারাম ।
সীতারাম সীতারাম, 
ভজ প্যারে তু সীতারাম
ঈশ্বর আল্লাহ তেরে নাম
সবকো সুমতি দে ভগবান ।

কিন্তু আসল রামধুন ভজনটি হল-

রঘুপতি রাঘব রাজারাম
পতিত পাবন সীতারাম, 
সুন্দর বিগ্রহ মেঘশ্যাম
গঙ্গা তুলসী শালিগ্রাম, 
ভদ্র গিরিশ্বর সীতারাম
জগৎ-জনপ্রিয় সীতারাম, 
জানকীরমণা সীতারাম
জয় জয় রাঘব সীতারাম ।

বড় বড় পন্ডিত বক্তা পর্যন্ত এই ভজনটি ভুল গায়, আজ অবধি কেউ ওনাদেরকে বাধা পর্য্যন্ত দেয়নি. . . 

শ্রী রামচন্দ্রের জন্য যিনি এই ভজন টি লিখেছিলেন উনার নাম লক্ষ্মণাচার্য ছিল, এই ভজন টি বিখ্যাত হিন্দু গ্রন্থ "শ্রী নমঃ রামনায়নম" থেকে  নেওয়া হয়েছে ।
 
🚩জয় শ্রী রাম ❤
🚩জয় হিন্দুরাষ্ট্রম্ ❤

No comments: