Sunday, August 30, 2020

যদি পশ্চিম বলে কিছু থাকে তাহলে জানতে হবে পূর্ব বলেও কিছু একটা আছে বা ছিল.....



যদি পশ্চিম বলে কিছু থাকে তাহলে জানতে হবে পূর্ব বলেও কিছু একটা আছে বা ছিল.....
কিন্তু যদি এসবের কোনো উল্লেখই না থাকে তাহলে তো আগামী প্রজন্মের ভেতর আর কোনো প্রশ্নও জাগবেনা.......
যে.......
১. এইরাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন ?
২. তাহলে পূর্ববঙ্গ কোনটা ছিল ?
৩. কেন আলাদা হলো ?
৪. ইতিহাস চাপা পড়ে যাবে.....
৫. নোয়াখালীর ৪৬ এর ভয়াবহ দাঙ্গার কথা আর কেউ মনে রাখবেনা...
৬. এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানি গ্রাস থেকে ছিনিয়ে নিয়ে আসার নায়ক ড: শ্যামাপ্রসাদ মূর্খাজীকেও আর কেউ কখনো মনে রাখবেনা.....
৭. পূর্ববঙ্গ বা পূর্বপাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে ওখানকার হিন্দুদের মুসলমানদের হাতে মার খেয়ে , ধর্ষিত হয়ে এপার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসার ইতিহাস গুলোও আর কেউ জানবেনা....
আরও ভালোভাবে বলতে গেলে....
১৯৪৭ সালে বঙ্গভঙ্গ ভারতবর্ষ বিভক্তির একটি অংশ হিসেবে ধর্মের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারতেরঅন্তর্ভুক্ত বঙ্গ প্রদেশ ভারত এবং পাকিস্তানের অংশ হিসেবে বিভক্ত হয়। প্রধানত হিন্দু অধ্যুষিত "পশ্চিম বঙ্গ" ভারত এবং মুসলিম অধ্যুষিত "পূর্ব বঙ্গ" পাকিস্তানের সাথে যুক্ত হয়। ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ অগাস্ট যথাক্রমে পাকিস্তান এবং ভারতের নিকট এই নতুন ভাবে বিভক্ত বাংলা প্রদেশের ক্ষমতা হস্তান্তর করা হয়। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান যা পাকিস্তানের প্রদেশ ছিল, তা ১৯৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ বাংলাদেশহিসেবে আত্মপ্রকাশ করে।


মুসলিম প্রধান জেলা: দিনাজপুর, রংপুর, মালদা, মুর্শিদাবাদ, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, নাদিয়া, ঢাকা, , ফরিদপুর, বাকেরগঞ্জ, নোয়াখালি, ত্রিপুরা, চট্টগ্রাম।


হিন্দু প্রধান জেলা: কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, যশোর, খুলনা।


বৌদ্ধ প্রধান জেলা: পার্বত্য চট্টগ্রাম।


চুড়ান্ত ভাগ:


পাকিস্তান: পূর্ব দিনাজপুর,রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট (বরক উপত্যকা ছাড়া), পূর্ব নাদিয়া, ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, বাকেরগঞ্জ, নোয়াখালি, ত্রিপুরা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম।


ভারত: কলকাতা, হাওড়া, হুগলী, বীর্ভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম দিনাজপুর, পশ্চিম নাদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বরাক উপত্যকা (অধুনা আসাম রাজ্যের অংশ)।

রাজ্যের আগামী প্রজন্মকে আরও বেশী কড়া ডোজের সেকুলারিজমের বড়ি খাইয়ে ,
তাদেরকে এই রাজ্যের আসল ইতিহাসকে জানতে না দিয়ে....
বর্তমান পশ্চিমবঙ্গকে প্রথমে বাংলা ও সর্বোপরি -
" বাংলাদেশে " রুপান্তরিত করাই হলো রাজ্যসরকার এর প্রধান উদ্দেশ্য ।
সেকুলারিজমের বড়ি খান....
আর , অঘোরে ঘুমান....


No comments: