Monday, September 21, 2020

পূজা মন্ডপে অনেক মহিলা/মেয়েদেরকে দেখি এমন ভাবে শাড়ী পরেন যে পিঠের একাংশ, পাশ থেকে বুকের একাংশ, পেটের একাংশ দেখা যায়।

পূজা মন্ডপে অনেক মহিলা/মেয়েদেরকে দেখি এমন ভাবে শাড়ী পরেন যে পিঠের একাংশ, পাশ থেকে বুকের একাংশ, পেটের একাংশ দেখা যায়। কিছু মেয়ে আছে ওড়না গলায়, এক পাশে দিয়ে রাখে। বিশ্বাস করেন দিদিভাইরা, সত্যি খুব বাজে লাগে এগুলো দেখতে। আমি মেয়ে হয়েও এগুলো আমার চোখে বাধে। তাহলে ছেলেদের কাছে এগুলো কেমন লাগে ভাবুন একবার? 

অনেকেই বলবেন চোখ সংযত করার কথা। কিন্তু আমি বলবো যে, সবার মানসিকতা সমান নয়। কিছু মানুষ এসব দেখে চোখ নামিয়ে নেবে আর কিছু মানুষ মজা পাবে । অনেকে তো পূজা মন্ডপের ভিড়ে আপনার গায়ে খারাপ ভাবে হাতও দিয়ে ফেলবে। তাহলে কেন অন্যের সংযমের ওপর নিজের সম্মান ছেড়ে দেবেন দিদিরা? 

কথাটা শুধু পূজা মন্ডপের জন্য নয়, সব জায়গার জন্য। কিন্তু পূজা মন্ডপে এসব বেশি চোখে পড়ে তাই বললাম।

আমাদের পবিত্র বেদ-এ আছে শালীনতা বজায় রাখার কথা। বুক, পেট, পিঠ, উরু আবৃত করে পোষাক পরিধানের কথা। তবুও স্মার্টনেস দেখাতে গিয়ে এগুলো অনেকেই ভুলে যান। শালীনতা বজায় রেখেও কিন্তু স্মার্ট হওয়া যায় দিদিভাইরা।

আমার সম্মানিত মা-বোনেদের কাছে অনুরোধ এমনভাবে পোশাক পরিধান করবেন না যা দেখে অন্যরা আপনাকে শ্রদ্ধার আসন থেকে সরিয়ে নোংরা চিন্তা করতে পারে।

Copy 

No comments: