Thursday, September 10, 2020

তিনি হিন্দুদের আপনার জন? কবে থেকে?

২০০১ র বাংলাদেশে হিন্দু গণহত্যার সময় ছিলেন নিশ্চুপ। ২০০২ র গুজরাট নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু গোধরা সম্পর্কে রইলেন নীরব।

ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে ধারণা উচ্চ নয় বলে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে 'শ্যামাপ্রসাদ শতবার্ষিকী' মঞ্চে রইলেন না।

১০/০২/২০০১ - রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ৪ জন স্বয়ংসেবক নৃশংসভাবে খুন হলেন সিপিআইএম সমর্থিত ইসলামি মৌলবাদীদের দ্বারা - স্থান: সোনাখালী, থানা - বাসন্তী, জেলা - দক্ষিণ ২৪ পরগনা। সিপিআইএম-নিয়ন্ত্রিত প্রশাসন ন্যুনতম সাহায্যও করেনি দোষীদের গ্রেফতার করার জন্য। ন্যায় প্রতিষ্ঠিত হয় হিন্দুদের আঞ্চলিক অভ্যুত্থানের দ্বারা - যা কালক্রমে চিহ্নিত হয় 'সোনাখালী লাইন" রূপে।

২০০৭ র কলকাতা থেকে তসলিমা নাসরিন বিতাড়ন অধ্যায়ে ইসলামী মৌলবাদীদের সামনে আপন মেরুদন্ড বন্ধক দিলেন, আত্মসমর্পণ করলেন।

২০১০ র দেগঙ্গা অধ্যায়ে বামফ্রন্টের প্রশাসন অকথ্য হিন্দু নির্যাতনে রইল আগাগোড়া নীরব। গণধর্ষণের হাত থেকে বাঁচতে হিন্দু নারীরা ঝাঁপিয়ে পড়েন সামনের পুকুরগুলিতে। দিনের পর দিন, সারা রাত তাঁরা থাকতেন ওই অবস্থায় নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য। হিন্দুরা পাল্টা প্রতিরোধের পথে যেতেই প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। সিআরপিএফ নিযুক্ত করা হয়।

কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন প্রশাসনিক প্রধানের/মুখ্যমন্ত্রীর ভ্রুক্ষেপের মধ্যেও এইসব হৃদয়-বিদারক ঘটনা আসেনি।

আর আজ এহেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে!! তিনি হিন্দুদের আপনার জন? কবে থেকে?

✍️  অনিমিত্র চক্রবর্ত্তী

No comments: