***করোনা বনাম মানত***অরুণ বিশ্বাস

***করোনা বনাম মানত*** অরুণ বিশ্বাস মানতে কভু পারেনা মন, তাইতো করি মানোত, মনের শক্তি আগল টেনে,বাঁধ মানে কভু স্রোত । পারলে বাঁচতে পূজা দিবো, মানোত করে মনে, দূর্বল মনে সুপ্ত বাসনা, ভাইরাসে নাহি মানে । ভাইরাসে কভু শোনে কথা, আছে কী তার কান ? মানত করে অজ্ঞান মনে, ঠেকেনা তবু মরন । গোটা বিশ্বে ছোবল মারছে, করোনা মহামারি, মানত করলে যায় কী কাটা, সবজি তরকারী ? অনলে হাত অর্পন করলে পুড়বে খাঁটি সত্য, গরল পানে জীবন হানী, কেহ বলেনা অমৃত । মনের অদম্য শক্তিতে, নিশি হবেনা দিবস, দেখা যায়না চাঁদ অমানিশা, মন হলে বিবশ । মনের শক্তি এতই প্রবল,পারিনা বায়ু ছুঁতে, থেমেছে ঝড় কখনো, হরি নাম জপ করাতে । বজ্রপাত বন্ধ হয় কভু কী, হরিধ্বনি দিলে, মন একটু শান্তি পায়, বিপদ আশঙ্কা কালে । মানত করে পূজা সারে, পুরুতের হয় বাহার, ঘরের অর্থ পুরুতে নেয়,বলি-হারি মন চোর । দিবাকরে জগত আলো, বাতাসে বাঁচায় প্রাণ, আমরা মানুষ অবুঝ কেনো ? নিজেই হতমান ! তারিখ ৩০।৩।২০২০