Posts

Showing posts from March, 2020

***করোনা বনাম মানত***অরুণ বিশ্বাস

Image
***করোনা বনাম মানত*** অরুণ  বিশ্বাস মানতে কভু পারেনা মন, তাইতো করি মানোত, মনের শক্তি আগল টেনে,বাঁধ মানে কভু স্রোত । পারলে বাঁচতে পূজা দিবো, মানোত করে মনে, দূর্বল মনে সুপ্ত বাসনা, ভাইরাসে নাহি মা‌নে । ভাইরাসে কভু শোনে কথা, আছে কী তার কান ? মানত করে অজ্ঞান মনে, ঠেকেনা তবু মরন । গোটা বিশ্বে ছোবল মারছে, করোনা মহামারি, মানত করলে যায় কী কাটা, সবজি তরকারী ? অনলে হাত অর্পন করলে পুড়বে খাঁটি সত্য, গরল পানে জীবন হানী, কেহ বলেনা অমৃত । মনের অদম্য শক্তিতে, নিশি হবেনা দিবস,     দেখা যায়না চাঁদ অমানিশা, মন হলে বিবশ । মনের শক্তি এতই প্রবল,পারিনা বায়ু ছুঁতে, থেমেছে ঝড় কখনো, হরি নাম জপ করাতে । বজ্রপাত বন্ধ হয় কভু কী, হরিধ্বনি দিলে, মন একটু শান্তি পায়, বিপদ আশঙ্কা কালে । মানত করে পূজা সারে, পুরুতের হয় বাহার, ঘরের অর্থ পুরুতে নেয়,বলি-হারি মন চোর ।  দিবাকরে জগত আলো, বাতাসে বাঁচায় প্রাণ, আমরা মানুষ অবুঝ কেনো ? নিজেই হতমান ! তারিখ ৩০।৩।২০২০

Is Corona actually a biological weapon made in China's lab? Fun information came out publicly…করোনা কী আসলে চীনের ল্যাবে তৈরি জৈবিক অস্ত্র? প্রকাশ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য…

Image
Is Corona actually a biological weapon made in China's lab? Fun information came out publicly… We all know that China is the source of the Corona virus. Corona virus has been spread all over the world from China. About 7 million people are infected with the virus worldwide. Even after all this, there has been information that will shock the entire world. A Chinese intelligence official, who is reluctant to be named, has brought out such interesting information. He is reluctant to divulge the name because if his name is disclosed outside his life may be in doubt. He is a member of the Communist Party of China. The information he has written reveals the good man's mask that China was wearing. He said China had a plan in place to handle the ongoing protests in Hong Kong. That's why it was planning to create 31 types of biological weapons. When it is taken down from the helicopter, the use of those on whom it falls will change. The official said he was involved in...

ভাবুন। বারবার হাতের সাথে মগজটাও সাফ সুতরো করে নিন!

Soham Mukherjee র ওয়াল থেকেঃ- ১.এবিপি আনন্দ,  ২.জি 24ঘণ্টা, ৩.নিউজ18বাংলা,  ৪.আর প্লাস, ৫.ক্যালকাটা নিউজ,৬.কলকাতা টিভি,  ৭.হাই নিউজ, ৮.onkar নিউজ, ৯.নিউজ টাইমস, ১০.বাংলা জাগো টিভি,১১.বাংলা টাইম, ১২.জয়তু বাংলা,  ১৩.উত্তরের খবর, ১৪.এক্সপ্রেস নিউজ,১৫.montel নিউজ, ১৬.তারা নিউজ,  ১৭.চ্যানেল ১০(হ্যাঁ, সুদীপ্ত সেন খ্যাত! আজ জানলাম আজও সেটা চলে!!), ১৮.বাংলা ভারত, ২০.সাধনা নিউজ,  ২১.এস নিউজ। হ্যাঁ! এগুলোই এখন তিনবেলার খাদ্য! সবাই বাড়ি আছেন, সবাই দেখছেন!  একবার ভেবেছেন? গত এক সপ্তাহ ধরে এই একুশটা চ্যানেলে রোজ সারাদিন, রাত 2 মিনিট অন্তর সাড়ে তিন মিনিটের সরকারি বিজ্ঞাপন সারাদিন চালিয়ে মুখ্যমন্ত্রী যে আমাদের করের টাকা দিয়ে আমাদের বাঁচানোর জন্য ২০০কোটি টাকার ফান্ড বানিয়েছেন (রাজ্যবাসীর যেটা মাথা পিছু সাড়ে পাঁচ টাকা মতো পড়ে!) সেটা জানানোর জন্য কত কোটি টাকা খরচ করছেন?  ফাঁকা জনমানবহীন রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর দাঁত বের করা ফ্লেক্স লাগিয়ে গাড়ি ঘোরানোর জন্য কত খরচ হচ্ছে? আর সব থেকে বড়ো কথা কেন খরচ হচ্ছে? ২১ টা চ্যানেলে বিজ্ঞাপনের খরচে কতো গুলো টেস্ট কিট...

[[Coronation virus kill sacrifice,]], with the help of human welfare. [[ করনা ভাইরাস নিধন যজ্ঞে ,]], মানব কল্যানের সাহায্য প্রসংগে।

Image
Sri Sri Harigurchand Jayatu. Regards, *** Regards: *** Subject: --********************** [[Karna Virus Prevention Sacrifice,]], with the help of human welfare. *********************** O Sudhamayi = Inspired by the ideals of Matuya DharmaLambigan, and Thakur SreeHarigurchand, with special people, Matua, poets, literature, intellectuals, job jibi, lawyers, education cell, Mother Mars, Shanti Satyabhama Nirvana Committee, Sadhu Gosai, Pagal Sahi Gosai. To all the working people of any country in the philosophy of Matua religion, affiliated mission, Sangha, Matua Federation, Seva Sharam. That donation - I'm requesting a beautiful donation. At this point, the Nobel No Virus = the great herb of the sacrificial act = the only human being to be a [house detainee]. Humans have accepted this, by urging people to live on their side. At the same time, the government of India and all the key ministers of its organ states, together with the ((people will live) save the co...

Looks like nobody knows. लगता है किसी को पता नहीं है। দেখে মনে হচ্ছে কিছু জানে না।

Image
Looks like nobody knows. The most murderous people in human civilization. One has to learn how to end a civilization. Corona has spread evenly in the name of communism. Boycott all countries who are the country of this communist party. लगता है किसी को पता नहीं है। मानव सभ्यता में सबसे ज्यादा जानलेवा लोग। एक सभ्यता को समाप्त करना सीखना होगा। साम्यवाद के नाम पर कोरोना समान रूप से फैल गया है। उन सभी देशों का बहिष्कार करें जो इस कम्युनिस्ट पार्टी के देश हैं। দেখে মনে হচ্ছে কিছু জানে না। মানব সভ্যতার সব থেকে খুনী লোক। একটা সভ্যতা কে কি করে শেষ করতে হয় এর কাছথেকে শিখতে হয়। সাম্যবাদের নাম করে করোনা কে সমান ভাবে ছড়িয়ে দিয়েছে। বয়কট করুন সকল দেশ এই কমিউনিস্ট পার্টির দেশ কে। யாருக்கும் தெரியாதது போல் தெரிகிறது. மனித நாகரிகத்தில் மிகவும் கொலைகார மக்கள். ஒரு நாகரிகத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பதை ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா கம்யூனிசம் என்ற பெயரில் சமமாக பரவியுள்ளது. இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நாடான அனைத்து நாடுகளையும் புறக்கணிக்கவும். ఎవరికీ తెలియదనిపిస్తోంది...

We can do it..... Stay home and keep healthly yourself. সুস্থ থাকুন সতর্ক থাকুন।

Image
একজনের বয়স ৬৫ আর একজনের বয়স ৭০, WHO থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা ৬০ বয়সের উর্ধ্বোত্তর মানুষ দের আক্রান্ত করলে তাদের প্রান নাশের সম্ভবনা থাকে, এটা জানার পর ও দুজনই দেশ ও রাজ্যের জন্য সর্বক্ষন কাজ করে যাচ্ছেন সকল মানুষের পাশে রয়েছেন, তাদের সংক্রমনের ভয় নেই, হেঁসে বলছেন আতঙ্কিত হবেন না আমরা আছি আপনাদের পাশে। এই দুই যোদ্ধা কে আমি প্রনাম জানাই, আর ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করি এঁদের তুমি রক্ষা করো, আপনারা যেমন আমাদের পাশে আছেন আমরা প্রতি মুহুর্তে আপনাদের পাশে আছি 🙏 আপনারা সুস্থ থাকুন এই কামোনা করছি 🔥❤️ We can do it..... Stay home and keep healthly yourself.  সুস্থ থাকুন সতর্ক থাকুন।

কানাডার নাগরিকদের মত নিজেরা হয়ে যান তখন দেখবেন নরেন্দ্র মোদীকেও জাস্টিন ট্রুডোর থেকে মহান মনে হবে

Image
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে ভারতীয়রা গর্ববোধ করছে আর বলছে, ইস এইরকম প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে থাকতো. . . . . ইত্যাদি ইত্যাদি...  এই যে দাদারা, দিদিরা, কানাডার নাগরিকরা যদি স্বভাবে ভারতীয় নাগরিকদের মত হত তাহলে জাস্টিন ট্রুডোকে এতক্ষনে পদত্যাগ করিয়ে ছাড়তো. . . .  ১৪০ কোটির দেশে ১০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়নি সেটা আপনাদের বাবার ভাগ্য ভালো, যে দেশে পাবলিক টয়লেটের মগ চেন দিয়ে বেঁধে রাখতে হয়, যে দেশে ১ টাকার পেন দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, যে দেশে জুতো-চটি চুরি হওয়ার ভয়ে লুকিয়ে রাখতে হয়, যে দেশে একটা বাচ্চা হওয়ার পরদিনই স্ত্রীকে আবার গর্ভবতী করে দেওয়া হয়, যে দেশে কন্ডোমটাও বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হয়, যে দেশে এখনও শেখাতে হয় কোথায় মলমূত্র ত্যাগ করতে হয়. . . . .  সেই দেশের প্রধানমন্ত্রী কতটা শক্তিশালী একবার শুধু ভাবুন, এত অসচেতন নাগরিক থাকার পরও করোনার মত মারণ ভাইরাসকে ছড়াতে দেয়নি. . . . .  কানাডার নাগরিকদের মত নিজেরা হয়ে যান তখন দেখবেন নরেন্দ্র মোদীকেও জাস্টিন ট্রুডোর থেকে মহান মনে হবে. . . . . . .

চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবে ৮৫টি দেশ।

Image
চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবে ৮৫টি দেশ। বর্তমানে প্রায় ১৩৫টির বেশি দেশে করোনা ভাইরাস ছরিয়েছে। করোনা বাদুর কিংবা খাদ্যঅভ্যাস থেকে ছড়ায়নি, এটা চীনের জৈব রাসায়নিক অস্ত্র। চীনের রাসায়নিক ল্যাবরেটরি থেকে ইচ্ছা করে চীন সমগ্র পৃথিবীতে ছড়িয়েছে এই ভাইরাস, এমনি চীনের কাছে এর প্রতিষোধকও রয়েছে। বিষয়টি আন্তর্জাতিক অপরাধে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিশ্বব্যাপী গনহত্যা। জৈব রাসায়নিক অস্ত্রের নেতিবাচক ব্যাবহার হিসাবে চীনের বিরুদ্ধে মোট ৮৫টি দেশ মামলা করার ঘোষনা দিয়েছে। সূত্র: রয়টার্স চীন চাচ্ছে আগামী ২০৩০ সাল থেকে সারাবিশ্বে তারা নেতৃত্ব দেবে, সেজন্যই তারা জৈব রাসায়নিক অস্ত্র হিসাবে বিভিন্ন ভাইরাসের চাষ করে আসছিলো তাদের ল্যাবে। করোনা তার ভিতরে অন্যতম। চীন করোনা ভাইরাসের ধংশলীলার পরিক্ষা নিলো এবং পরিপূর্ণ ভাবে সফল হল। একমাত্র উত্তর কোরিয়া ছাড়া কোনো দেশই চীনদের ষড়যন্ত্র বুঝতে পারলো না। উত্তর কোরিয়া আক্রন্ত ১১জনকে গুলি করে হত্যা করে দেশ করোনা মুক্ত রাখছে, এবং বিশেষ গবেষনা করে জানতে পারলো এটা খাদ্যঅভ্যাসের কারনে হয়নি তাই কিম জং উন প্রথমেই চীনের বিরুদ্ধে মামলার ...

China has brought Corona, scientists warned 12 years ago. The real reason came in front

Image
The Wall Bureau: The war has begun. It was 12 years ago. The coroner named Corona has been introduced to China by treating the virus. Surse-Cove-2 has been swirling in the scientist's palace as to whether it is a chemical source or not. Israel, America called the virus a chemical exterminator made in China's Biosophy Level 4 laboratory, and many scientists claim that the coronavirus has its own 'Reservoir' source. The question now is, when the epidemic has been in China since then, it has found both its natural source and carrier. And over the years, the Chinese people have nurtured the virus among themselves. If not chemical fertilizers, then where did this virus come from? Scientists say in the Journal of Clinical Microbiology, China has seen the prevalence of SARS virus (Severe Acute Respiratory Syndrome). Thousands of people died from the virus in 2002/03 . SARS is actually a beta-coronavirus family (SARS-CoV). The source of the surse was called Badu....

China is not making plays on the whole world?चीन पूरी दुनिया पर नाटक नहीं बना रहा है?গোটা বিশ্বটাকে নিয়ে চীন নাটক করছে না তো?

Image
China is not making plays on the whole world? Doubt is because ,,,, China is getting rid of the Corona_ virus very soon, closing one of the temporary hospitals, there have been only two new infections, the whole China only 15, wondering? How is this possible? Where the coroner originated, the coroner did not exist. And to be a little surprised to know that the foreign media, the Washington Post, New York Times, The Guardian is barring many other media out of the country so that they cannot give any news to China to the whole world. Italy, Britain, France, America, Iran, on the other hand, are approaching the dreadful stage in the United States. America, Europe's stock market is over and over, a terrible situation all over the world, but look at the little Chinese media. Embracing, everyone is welcomed as a hero, not surprised? Such a big Crisis situation but so fast recovery? The currency drop from the stock market didn't hurt China at all, so much improved 16 hospi...

Corona Beleghata ID = 91 33 2303 3300Corona PG hospital = 91 33 2204 1101Corona helpline toll free = 91 1800 313 44 000Corona RG kar = 91 33 2555 7656Corona WB helpline = 91 33 2431 2600Please share the phone numbers. :)

Corona Beleghata ID = 91 33 2303 3300 Corona PG hospital = 91 33 2204 1101 Corona  helpline toll free = 91 1800 313 44 000 Corona RG kar = 91 33 2555 7656 Corona WB helpline = 91 33 2431 2600 Please share the phone numbers. :)

When do you need to prevent the karona virus?Save the emergency helpline number at your whattsap 9013151515 (WHO)

Image
When do you need to prevent the karona virus? Save the emergency helpline number at your whattsap 9013151515 (WHO) করনা ভাইরাস থেকে বাচতে আপনার কখন কি  দরকার  এমার্জেন্সি হেল্পলাইন নংম্বর সেভ করে রাখুন আপনার whattsap এ  9013151515(WHO) आपको करोना वायरस से बचाव की आवश्यकता कब होती है? अपने व्हाट्सऐप पर आपातकालीन हेल्पलाइन नंबर 9013151515 (WHO )  सेव करें

এখন বুঝতে পেরেছি, আমাদের পূর্বপুরুষরা কেন এইসব নিয়ম পালন করতেন

Image
*এখন বুঝতে পেরেছি, আমাদের পূর্বপুরুষরা কেন এইসব নিয়ম পালন করতেন -----🤔* ১)  *শৌচালয় এবং স্নানঘর বাড়ীর বাইরে উঠোনে বানানো হতো ।* ২ )  *কেন চুল কাটার পর, বা কোনো মৃতদেহ সৎকার করে ঘরে ফেরার পর বাইরেই স্নান করে ঘরে ঢুকতে হতো বিনা কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ না করে । কেন স্নানের পর আগুন স্পর্শ করার নিয়ম ছিলো ।* ৩) *কেন চপ্পল বা জুতো বাইরে রাখা হতো, কেন বাইরের জুতো পড়ে ঘরে প্রবেশ নিষেধ ছিলো ।* ৪ ) *কেন বাইরে থেকে এসে ঘরে প্রবেশের সময় বালতিতে রাখা জল দিয়ে হাত - পা ধুয়ে ঘরে প্রবেশ করার নিয়ম ছিলো ।* ৫) *কেন জন্ম বা মৃত্যুর পর পরিবার দশ বা তের দিন যে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতো না ।* ৬)  *কেন মৃত ব্যক্তি এবং দাহ - সৎকারকারী ব্যক্তির বস্ত্র শ্মশানেই ত্যাগ করার নিয়ম ছিলো ।* ৭ ) *কেন রান্না করার পূর্বে স্নান করা জরুরী ছিলো ।* ৭ ) *কেন স্নান করার পর কোনো অশুদ্ধ ব্যক্তি বা বস্তুর সংস্পর্শে আসা বারণ ছিলো ।* ৮ )  *কেন কোনো বাড়ীতে মৃত্যু হলো ভোজন প্রস্তুত করা বারণ ছিলো ।* ৯ ) *কেন প্রাতঃকালে স্নান করে ঘরে ধূপ, কর্পূর, ঘন্টা, শঙ্খ বাজানোর নিয়ম ছিলো ।* ১০ ) *আমরা আমাদে...

‘মৃতদেহ পোড়ানো’ কি সত্যিই নিছক অমানবিক প্রথা?

Image
১) ‘মৃতদেহ পোড়ানো’ কি সত্যিই নিছক অমানবিক প্রথা? ২) বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে ছোঁয়াছুঁয়ির বাছবিচার কি নিতান্তই ‘ঘৃণ্য প্রথা’ ?  ৩) ‘নমস্কার’ কেন জানানো হয়? ৪)শ্মশান থেকে ফিরে, হাসপাতাল থেকে ফিরে কিংবা লাশ স্পর্শ করলে কেন স্নান করে ঘরে উঠতে হয়? ৫)ঈশ্বরের উপাসনার জন্য মুনি-ঋষিরা কেন একাকী নির্জনে উপাসনা করতেন?  ৬)হিন্দুশাস্ত্র কেন নির্জনে ঈশ্বর সাধনার বিধান দেয়? ৭)প্রতিদিন মন্দিরে যাওয়া কেন বাধ্যতামূলক নয়? ৮)সমবেত প্রার্থনা কেন সনাতন ধর্মের সহজাত বৈশিষ্ট্য নয়? ৯)হিন্দুশাস্ত্র কেন নিরামিষ খেতে বলে? ১০)কেন পশু-পাখির মাংস খেতে নিরুৎসাহিত করা হয়?  ১১)কেন মাটি, জল, অগ্নি, বায়ু, নদ-নদী, গাছপালা, পশুপাখি ও মানুষকেও দেবতার ন্যায় পূজা (সেবা/শ্রদ্ধা) করা হয়?  অনেকেই জানি না এসব। তবে হাজারবার নেতিবাচকভাবে উচ্চারিত এরকম অনেক প্রশ্নকে আরেকবার অন্যভাবে দেখতে বাধ্য করছে, অন্যভাবে ভাবতে বাধ্য করছে  একটি ভাইরাস। করোনা ভাইরাস ( COVID-19)।

হিন্দু আচারে মৃত দেহ পুড়িয়ে ফেলা তা ছিল অসম্ভব রকমের বিজ্ঞানভিত্তিক প্র্যাকটিস

Image
আজ থেকে বেশ কিছু দশক পিছিয়ে গেলে, যখন ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি, তখন বেশিরভাগ সময়ই মৃত্যুর কারন ছিল জীবাণু সংক্রমণ। সেটা ব্যাকটিরিয়া বা ভাইরাস যা কিছু হতে পারে। সেটাকে আটকাতে, তখন থেকে যে সনাতনী হিন্দু আচার চলে এসেছে তা ছিল অসম্ভব রকমের বিজ্ঞানভিত্তিক প্র্যাকটিস। ১. মৃত দেহ পুড়িয়ে ফেলা। সাথে ব্যক্তির লেপ তোষক, ব্যবহার করা পোশাক। জীবাণু সংক্রমণের চান্স কমিয়ে ফেলা। ২. অশৌচ। বাড়ীর লোকজনকে আলাদা করে রাখা। এমন খাবার খেতে হয়, যেটার জন্য বাজারে যাবার প্রয়োজন নেই। ভাত, চিড়ে, ঘী, দই এইসব। ৩. মালসায় রান্না, কলাপাতায় ভোজন। বাসন মজার দরকার নেই। বাজার ও পুকুর থেকে দূরত্ব রাখা। ৪. চুল দাড়ি না কাটা। তখন সেফটি রেজর ছিল না। নাপিতের দোকান থেকে দূরে রাখা যেন দোকানের ক্ষুর বা কাঁচি থেকে জীবাণু না ছড়ায়। ৫. লোকে বাড়ীতে এসে ভুজ্যি দিয়ে যেত। যেন বাজারে না যেতে হয়। যাঁরা আসতেন তাঁদের বাড়ী ফিরে ভালো করে স্নান করে তারপর বাড়িতে ঢুকতে দেওয়া হত। এটাও বাজার থেকে দূরে রাখার সুকৌশল। ৬. কুশের আসন পেতে বসা। এটাও কিছুটা সংক্রমণ আটকানোর চেষ্টা। ৭. আত্মীয় স্বজনের অশৌচের ড্রেস কোড। যেন ...

পাকিস্তানের দালাল কারা ছিল সেটা বিচার করার দায়িত্ব পাঠকের।

Image
কয়েকটি স্ক্রিনশট শেয়ার করলাম। প্রথমটি একটি পুলিশ রিপোর্টের স্ক্রিনশট । রিপোর্টিং ১৯৪২ সালে লেখা। ন্যাশনাল আর্কাইভস থেকে প্রাপ্ত। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে বিনায়ক দামোদর সাভারকর এবং তাঁর শিষ্য বি এস মুঞ্জে হিন্দু যুবকদের মধ্যে সামরিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছেন, যা যুবকদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ হতে সচেতন করবে এবং শারীরিকভাবে সক্ষম করে তুলবে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির জন্য যা আবশ্যক। রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়েছে সাভারকর বর্তমান সরকারের সঙ্গে কোনও প্রতিবাদে জড়িয়ে পড়ছেন না বা হিন্দু যুবকদের যুদ্ধে যোগ দিতে উৎসাহ দিচ্ছেন তার পিছনে একটি গভীর উদ্দেশ্য রয়েছে, কেননা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা প্রাপ্তির জন্য যুবকদের মিলিটারি ট্রেনিংয়ের দরকার। দ্বিতীয় স্ক্রিনশটটি হোম সেক্রেটারি রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে লেখা পি সি জোশীর চিঠি। এটাও ন্যাশনাল আর্কাইভসের থেকে পাওয়া। ১৯৪২ সালে লেখা এই চিঠিতে পি সি জোশী রেজিনাল্ড ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা করে ব্রিটিশ সরকারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। তৃতীয় স্ক্রিনশটটি পাকিস্তানের কমিউন...

এভাবে কি মরতে চান? Do you want to die like this?

Image
এভাবে কি মরতে চান?  Do you want to die like this? Coronavirus dead body  Inside a body bag wrapped in polythene. There is no chance of touching anyone, no bathing facility. The body will be burnt, the family will not see. Go on, go around ... go to the bar to chat .. Go to dinner. Why stay at home? If you are infected and die in this manner, you will be burned in a body bag. Understand the rest! You need to decide right now what you should and should do to protect you and your family. There is still some time, but be careful for a few days. Corona can't be blamed for blaming the government, but Corona won't look guilty. -------------------------------------------------------------- করোনাভাইরাসে মৃত ব্যক্তির লাশ।  পলিথিনে মোড়ানো একটা বডি ব্যাগের ভেতর। কারো ছুঁয়ে দেখার সুযোগ নেই, স্নান করানোর সু্যোগ নেই। লাশ পুড়ানো হয়ে যাবে, পরিবার দেখতেও পাবেনা। যান, ঘুরতে যান..বাইরে আড্ডা দিতে যান.. খেতে যান।।ঘরে বসে থাকবেন কেন?   আক্রান্ত হয়ে মারা গেলে এভাবেই শুধু ...

আসুন দেখিয়ে দিই, প্রথম বিশ্বও যেটা পারেনি, আমাদের গরিব দেশ সেটা করে দেখিয়েছে।

সুদূর ফ্রান্স থেকে Sourav Mukherjee লিখছেন - #করোনা_সচেতনতা (যাদের মরতে ভয় লাগে তাদের জন্য) চীন, ইরান, ইতালি তারপর ফ্রান্স। আমি এখন ফ্রান্সের যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটা সমস্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। প্যারিসের দক্ষিণে একটা জমজমাট জায়গা। জমজমাট ছিল একসময়, এখন আর নেই। আমার সামনে কাঁচঢাকা জানলা, জানলার কাঁচ প্রায় পাঁচদিন ধরে খুলিনি। জানলার ওপারে ব্যালকনি যেখানে না গিয়ে গিয়ে রেলিংয়ে ধুলো জমে গেছে। ব্যালকনির পরে রাস্তা। দক্ষিণ প্যারিস ও শহরতলীর মূখ্য রাস্তা যেখান দিয়ে সর্বক্ষণ গাড়ি, বাইক, সাইকেল আর মানুষের ভিড় লেগে থাকতো। সিগন্যাল লাল হলে সারি সারি গাড়ির লাইন পড়ে যেত। জানলার ঠিক ওপারে ব্যস্ত রেল স্টেশন, সর্বক্ষণ মানুষজনের ভিড় লেগে থাকতো। গোটা রাস্তা জুড়ে রেস্তোরাঁ, ছোট বড় খাবারের দোকান যেখানে সন্ধ্যে হলেই লোক গমগম করতো। সব জায়গায় এখন নিস্তব্ধতা। যেন রাত দেড়টা বাজে, হয়তো বা আরও গভীর। যে দুএকজনকে দেখা যাচ্ছে তাদের মুখ ঢাকা মাস্কে। গাড়ি যাচ্ছে না বললেই চলে, হ্যাঁ যাচ্ছে কিছু অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি। মানুষ চাইছে মানুষের থেকে দূরে থাকতে। জানলার বাইরে তাকালে মনে হচ্ছে সায়েন...

Please feel free to forward this message to your family and friends.

Please feel free to forward this message to your family and friends.  *For telephonic guidance on COVID-19 from 8 am to 12 noon -*  Dr Tushar Shah.   9321469911 Dr M Bhatt.           9320407074 Dr D Doshi.           9820237951 Dr D Rathod.         8879148679 Dr R Gwalani.        8779835257 Dr D Kansara.       8369846412 *For telephonic guidance on Covid-19 from 12 to 4 pm -*  Dr G Kamath.      9136575405 Dr S Manglik.       9820222384 Dr J Jain.             7021092685 Dr A Thakkar.      9321470745 Dr L Bhagat.        9820732570 Dr N Shah.           9821140656 Dr S Phanse.        8779328220 Dr J Shah.            9869031354 *For telephonic guidance on Covid-19...

কারফিউ এর ফল কি হবে বা এর কারণ ‼যারা জানেন না তারা জানুন একদিনের জনতা People who do not know what the outcome of the curfew will be or why it is a one-day crowd

Image
কারফিউ এর ফল কি হবে বা এর কারণ ‼যারা জানেন না তারা জানুন একদিনের  জনতা  গবেষক দের মতে করোনা ভাইরাসের একটা জায়গায় ১২ ঘন্টার বেশি বাঁচতে পারে না। আর এই ১৪ ঘন্টার কারফিউ এর ফলে  মানুষ বাড়ি থেকে না বেড়ালে জমায়েত না হলে ভাইরাস আক্রান্ত মানুষের সংস্পর্শ এ না এলে এই একদিন ১৪ ঘন্টা ভাইরাস এর সংক্রমণ এর চেন টা ভেঙে যাবে। রবিবার ছুটির দিন কেনো বাছা হলো কারন ছুটির দিনে বেশি সংখ্যক মানুষ বাইরে একত্রিত হয়। ভারতে প্রায় ১২৫ কোটি মানুষ। তার এক চতুর্থাংশ সংক্রামিত হলে ত্রিশ কোটির বেশি। সেই চাপ সামলানোর মতো পরিকাঠামো ভারতে কেন, কোথাও নেই। সংক্রামিত রোগীদের দশ শতাংশের যদি আইটিউ বা ভেণ্টিলেটর লাগে, তবে তিন কোটি। সমগ্র ব্যবস্থা ভেঙে পড়বে চাপে। করোনায় মৃত্যুর হার বেশি নয় বলে যাঁরা সচেতনতা বৃদ্ধির সরকারি প্রচারকে অহেতুক আতঙ্ক বলে বিদ্রূপ করছেন, তাঁদের জানাই, চিকিৎসা না পেলে কিন্তু মৃত্যুর হার অনেক বাড়বে।   আর এই রবিবার জনতা কারফিউ এর মাধ্যমে আমরা ভাইরাস সংক্রমণ এর চেন টা ভেঙে দিতে পারি আমরা ভারতবাসী বেঁচে যাবো।  জনতা কারফিউ এর মুল ধারণা এটা... তাই রাজনীতি না করে সফল ক...

What is the purpose of China ???Isn't it a conspiracy to become God by pushing the world into terrible danger ??চিনের উদ্দেশ্য কি ???বিশ্বকে ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে অধীশ্বর হবার চক্রান্ত নয় তো??

Image
China is getting rid of the Corona Virus very quickly .. Closing a temporary hospital after another .. Only one person has been infected there .. Only 13 people in all of China .. Do not think so much wonder ?? Don't think this is possible ?? And it should be a little surprising to know that the foreign media, the Washington Post, the New York Times, the Guardian, are barring more and more media from the country so they can't do any Chinese news. Italy, Britain, France, America, Iran, on the other hand, are approaching the dreadful stage..American, European stock markets and crashed..An horrible situation all over the world .. but follow the little Chinese media. Falling, hugging each other, welcoming everyone like a hero .. Not looking too surprised ?? Such a big Crisis but such a fast recovery ?? .. The currency drop from the stock market didn't hurt at all. So the advanced sixteen Khana Hospital was built overnight, you believe they had no preparation for thi...

খোদ নজরুলের জীবনেই এক বৃন্তে আর দুটি কুসুম রইল না, আল্লাহের শাসনে একবৃন্তে যথারীতি একটাই কুসুম জায়েজ - তার নাম মুসলমান, কেবলমাত্র মুসলমান।

Image
"মোরা একই বৃন্তে দুটি কুসুম. হিন্দু-মুসলমান"! -এই ঢপের কীর্তনটির রচয়িতা কবি নজরুল ইসলাম নিজেই তার থিয়োরীকে নিজের জীবনে মানেন নি। জীবনের দ্বিতীয় বিয়ে করার সময় যখন সেনগুপ্ত পরিবারের মেয়ে প্রমীলার সঙ্গে বিয়ের কথা পাকা হল, তখন নজরুলকে প্রমীলার ধর্ম অটুট রাখতে তৎকালীন স্পেশাল বিবাহ আইন (যা ১৯৫৪ র Special Marriage Act এর পূর্বসূরী মাত্র) অনুসারে বিবাহ করার জন্য অনুরোধ করা হয়েছিল। নজরুল তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, "আমি অস্বীকার করতে পারি না যে আমি মুসলমান। আমার শিরায় শিরায় প্রতি ধমনীতে মুসলমানী রক্ত বইছে।" মাকু হার্মাদগুলো অনেক সময়ে মানুষের ব্লাড গ্রুপ নিয়ে আঁতলেমি করে, তাদের জন্য নজরুলের এই বক্তব্য একটি ঠাটানো থাপ্পড়। যাই হোক, প্রমীলা সেনগুপ্তকেই অগত্যা মসজিদে কলেমা পড়ে প্রমীলা কাজী হতে হয়েছিল। মানে খোদ নজরুলের জীবনেই এক বৃন্তে আর দুটি কুসুম রইল না, আল্লাহের শাসনে একবৃন্তে যথারীতি একটাই কুসুম জায়েজ - তার নাম মুসলমান, কেবলমাত্র মুসলমান। এখানেই শেষ নয় ,জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার “পিজি হাসপাতালে”। মৃত্যুর আগে তার একটি কবিতায় বলেছিলেন: মসজিদেরই পাশে আমায় কব...

#ব্রেকিং #নিউজ...#চাচলের #ল্যান্ড #জেহাদ #কেসের #আপডেট..

#ব্রেকিং #নিউজ... #চাচলের #ল্যান্ড #জেহাদ #কেসের #আপডেট... মিরাকেল..অসম্ভবকে সম্ভব করে দেখালো #হিন্দু #কম্যুনিটি #অফ #মালদা #ট্রাস্ট..চাচল-১নং ব্লকের কানুয়া মৌজার ৭১৪ এবং ৭১৫ নং দাগের সরকারী রেকর্ড থেকে "মুসলিমদের কবরস্থানের জন্য ব্যবহারযোগ্য" কথাটি সম্পূর্ণভাবেই মুছে দিলো মালদা জেলা প্রশাসন..আপনারা তো সব ঘটানাই জানেন..এই ৭৫ শতক জায়গা পুরোটাই স্থানীয় জেহাদিরা অবৈধভাবে দখল করে তলায় তলায় #কবরস্থানের নামে রেকর্ড করিয়ে নিয়েছিলো..আজ থেকে আর কবরস্থানের নামে কোনো রেকর্ডই থাকলো না...এবার প্রশাসন এই দুটো জায়গা কাদের নামে করে,সেটি হলো দেখার বিষয়... ও..বাপরে বাপ..কি না করতে হয় নি ? চাচলের মতন ৭০% মুসলিম অধ্যুষিত জায়গা থেকে "এটা যেন একেবারে বাঘের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার মতন ব্যাপার"।..সবকিছুই নীতি প্রয়োগ করা হয়েছে..টানা ৬মাস ধরে RTI,হিন্দুদেরকে একত্রিত করা,লড়াইয়ের মানসিকতা তৈরি করা,৮টা সরকারি দপ্তরে আবেদন,বরাবার নীতি চেঞ্জ, জেলার ডিএমের কাছে ডেপুটেশন...কোনোকিছুই বাদ নেই..ধন্যবাদ এবং প্রণাম জানায় জেলা প্রশাসনকে,চাচল ডিভিশনের প্রশাসনকে,স্থানীয় অরাজনৈতিক হিন্দুদের লরাই ...

শুধুমাত্র নিজের কথা ভাবা ভুলে এবার সবার কথা ভাবার সময় এসেছে। সরকার আপনাকে দীঘা ও পুরী ঘুরতে যাওয়ার জন্য ছুটি দেয়নি।

"আমি জানি আপনি নর্দমা থেকে বল তুলেছেন, আমি এও জানি আপনার কত জ্বর এল আর গেল, সিজন চেঞ্জের সময় এইসব হয়। এই ভাইরাস চিন বানিয়েছেন, বোম তৈরির জন্য। চিনের বয়স্ক মানুষদের মেরে পেনশনের টাকা বাঁচাতে এই ভাইরাস ছড়িয়েছে চিন সরকার। সেটাও জানি। আপনি বিশ্বাস করবেন কি না জানিনা কিন্তু আমি এটাও জানি যে মন্দির, মসজিদ, গির্জা বন্ধ, কিন্তু হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা। এবার প্লিজ একটু মন দিয়ে শুনুন।  আমরা যে ভুলটা এখন করছি ইতালি ৩ সপ্তাহ আগে সেটা করেছিল। সোমবার ইতালিতে ৩৪৯ জন মারা গিয়েছেন। মাত্র ২৪ ঘণ্টায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইতিমধ্যেই গোটা বিশ্বে  এই ভাইরাস সংক্রমণের ফলে ৭,০০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বের জনসংখ্যা প্রায় ৮৫০,০০,০০,০০০ জন। এই কয়েকটা মানুষ মরলে কিচ্ছু এসে যায় না, এই ধরনের অশিক্ষা প্লিজ সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না।  বুড়োদের এই রোগ হচ্ছে। আমার কিসসু হবে না। ধরে নিলাম আপনার কিছু হবে না। ভগবান করুন আপনার যেন কিছু না হয়। কিন্তু আপনার অজ্ঞতার জন্য আপনার চারপাশের মানুষগুলোর সংক্রমণ হতে পারে। আপনার হয়তো দুই দিন জ্বর হওয়ার পরে ঠিক হয়ে যাবেন। কিন্তু আপনার তিরিশ বছরের য...

আর্টিকেল ৩০, আর্টিকেল ৩০এ

আর্টিকেল ৩০, আর্টিকেল ৩০এ - এই দুই আইন অনুযায়ী ভারতের বসবাসকারী সকল ধর্মাবলম্বী মানুষ যে কোনো প্রতিষ্ঠানে নিজের নিজের ধর্মশিক্ষা দিতে পারবে, কিন্তু কোনো হিন্দু কোনো প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দিতে পারবে না... *অনেক আইন আছে যেগুলো হিন্দুরা জানেইনা বা জানলেও তার মানে বোঝে না, আমিও আজই জানলাম, কি সেই আইন?? এই আইন সম্বন্ধে সব হিন্দুদের জানতে হবে এবং সম্মিলিত প্রতিরোধ বা প্রতিবাদ করতে হবে, হিন্দুদের আজ এই করুন অবস্থার জন্য শুধুমাত্র এই দুটো আইন দায়ি, এই আইন দুটো বাতিল না হওয়া পোর্যন্ত হিন্দুদের আার্থ সামাজিক কোনো উন্নতি হবেনা* *কি আছে এই আইনে আসুন জেনে নি* আর্টিকেল ৩০এ অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী সকল ধর্মাবলম্বী *হিন্দু বাদে* নিজের নিজের ধর্মশিক্ষা দিতে পারবে, আইন অনুযায়ী কোনো রকম বাধা কেউ দিতে পারবেনা, আর্টিকেল ৩০ বলা আছে *হিন্দুরা নিজ ধর্মশিক্ষা* কোনো ভাবেই করতে বা দিতে পারবেনা, তা সে কোনো সরকারি, বেসরকারি বা কোনো মঠই হোক *এই কারনেই স্বাধীন ভারতে কয়েকলক্ষ গুরুকুলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও বর্তমানে হাতেগোনা কয়েকটা পাওয়া যায়, যার মধ্যে দক্ষিণের বালাজি মন্দিরের মঠ, এই মঠের শিক্ষার্থীরা কোনো স...

আর্টিকেল ৩০, আর্টিকেল ৩০এ

Image
আর্টিকেল ৩০, আর্টিকেল ৩০এ - এই দুই আইন অনুযায়ী ভারতের বসবাসকারী সকল ধর্মাবলম্বী মানুষ যে কোনো প্রতিষ্ঠানে নিজের নিজের ধর্মশিক্ষা দিতে পারবে, কিন্তু কোনো হিন্দু কোনো প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দিতে পারবে না... *অনেক আইন আছে যেগুলো হিন্দুরা জানেইনা বা জানলেও তার মানে বোঝে না, আমিও আজই জানলাম, কি সেই আইন?? এই আইন সম্বন্ধে সব হিন্দুদের জানতে হবে এবং সম্মিলিত প্রতিরোধ বা প্রতিবাদ করতে হবে, হিন্দুদের আজ এই করুন অবস্থার জন্য শুধুমাত্র এই দুটো আইন দায়ি, এই আইন দুটো বাতিল না হওয়া পোর্যন্ত হিন্দুদের আার্থ সামাজিক কোনো উন্নতি হবেনা* *কি আছে এই আইনে আসুন জেনে নি* আর্টিকেল ৩০এ অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী সকল ধর্মাবলম্বী *হিন্দু বাদে* নিজের নিজের ধর্মশিক্ষা দিতে পারবে, আইন অনুযায়ী কোনো রকম বাধা কেউ দিতে পারবেনা, আর্টিকেল ৩০ বলা আছে *হিন্দুরা নিজ ধর্মশিক্ষা* কোনো ভাবেই করতে বা দিতে পারবেনা, তা সে কোনো সরকারি, বেসরকারি বা কোনো মঠই হোক *এই কারনেই স্বাধীন ভারতে কয়েকলক্ষ গুরুকুলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও বর্তমানে হাতেগোনা কয়েকটা পাওয়া যায়, যার মধ্যে দক্ষিণের বালাজি মন্দিরের মঠ, এ...

অজ্ঞান

Image
অজ্ঞান ******************* ‌পিতা মাতার কৃপাব‌লে, এ‌সে‌ছি এই অবনী ত‌লে। নিত্য দিন অমৃত পা‌নে, বাড়‌ছে তনু ম‌নে প্রা‌ণে। হা‌তে দিল তাল পাতা, কলম ছিল ক‌ঞ্চি কাটা। মা বানা‌তো অতি য‌ত্নে, কড়াই ত‌লে কা‌লি টে‌নে। ‌সিদ্ধ ক‌রে তাল পাতা, বর্ণমালা আচড় কাটা। ' অ থে‌কে ঔ ' প্রান্ত, ' ক ,খ ,গ, ক্ষ হসন্ত। ‌বিদ্যা শিক্ষা‌ বেশ খা‌নিকটা, অর্জন শে‌ষে চাক‌রি একটা। মা বাবা কর‌লো কষ্ট, ‌বিফল যায়‌নি অর্থ নষ্ট। ‌দেহ তরী এম‌নি ধারা, ‌কিছু কোষ যা‌চ্ছে মারা। ‌দে‌হে রোগ বাঁধ‌ছে বাসা, সংসার মা‌ঝে যাওয়া আসা। 'বৃদ্ধ ভাতা' সরকা‌রি সহায়, হাসপাতাল রোগ নিরাময়। গুরু এক খুব নাম ডাক, ক্যানসার মু‌ক্তি দি‌চ্ছে হাঁক। কূপমন্ডূক গুরু সে ধা‌ড়ি, ‌দিক্ষা দি‌চ্ছে এ ও বা‌ড়ি। ‌সেবা য‌ত্নে পড়‌ছে ধরা, গুরুর ফুঁ তেল জল পড়া। না‌হি ভ‌ক্তি সেবা আর্তি, ‌পিতা মাতা হেলা ভ‌র্তি। কত সংসার মা‌ঝে এ চিত্র আসে, সন্তান ক‌র্মে চো‌খে জল ভা‌সে। বাবা মা ছা‌ড়ি গুরু পা ধ‌রি, ' অচৈতন্য' ষোল আনা ভ‌রি।। লেখক পরিচিতি :- Arun biswas https://www.facebook.com/biswas.arun.77

মতুয়া মাতা সরস্বতী হীরা অরুণ বিশ্বাস

Image
আসবে কুঁড়ি,ফুঁটবে ফুল, মন কাননে। নয়ন মেলে দেখতে পারি,অঞ্জন টেনে ।। নয়ন খানি দেখবো টানি,বাহারি শোভা । ফুলে ফুলে ভরে যাবে,মন হবে লোভা ।। আনলাম কিনে গঞ্জ থেকে,চারা-র দল । আসলো কুঁড়ি ফুল কাননে,ঢেলেছি জল ।। দিয়েছি চারায় জৈব সার,ধরে মুকুল ।  দেখবো ফুলের শোভা,ফুঁটবে নানা ফুল।। অলি কুল আসবে ছুটে,বসে কতো ফুলে । মৌমাছিরা পাগল পারা,মধু নেবে তুলে ।। বাড়ির শোভা বাড়ে অতি, দেখি মনোরম । আখি মেলে জুড়ায় তৃপ্তি, রঙ অনুপম ।। আসলে কেহ ফুল নিতে, করেছি বারণ । অপরূপ সৃষ্টি দেখো,রবি দিলো কিরণ ।। কোন দেবতা চরণে দিবে,পুষ্প অঞ্জলি । সবার বড়ো রবি ঠাকুর, আমরা মালি ।। ফুল নিতে আসতো নিত্য,পড়শি কাকিমা । কা‘র পূজা দেবে,অশ্রু জলে,বলো কাকি-মা ? নাই কোনো সুফল তাতে,শুধু আনা গোনা । মন কভু শোনে বারণ, খুশি থাকে মনা ? দিয়েছি একটা জবা ফুল, আর দেব না । খুশি মনে বাড়ি গেছে,পেয়ে মন গয়না ।। আসি আবার ফুল নিতে, অন্য এক দিন । কথার মালা গেঁথে কাকি,কেনো মন হীন ! ঝরে যাবে ফুল ঠিকই, দাও না একটা ? রেখেছি কাকি-র কথা, ভরে যদি মনটা ।। খেয়েছো ভাত ?- বাবা ,বেলা হলো অনেক ?  খেয়ে নিও আগে ভাগে,শরীর তবে ঠিক । নিত্য এসে খবর নিতো...

*করোনা ভাইরাসের ভয়াবহতা প্রচারের আড়ালে প্রকৃত উদ্দেশ্য কি?*

Image
*ভেবে দেখুন—* ____________________________ 🔘 কাউকে ফোন করলেই করোনা ভাইরাসের সাবধান বাণী... 🔘 স্কুল-কলেজ বন্ধ... 🔘 মাস্ক, স্যানিটাইজার বিক্রি বাড়লো হু হু করে... 🔘 কোথাও একজন রোগী পাওয়া গেলে টিভিতে পত্র-পত্রিকায় তার বিপুল প্রচার... 🔘 সব মিলিয়ে দেশজুড়ে একটা আতঙ্কের পরিবেশ... ____________________________ *কিন্তু বাস্তব চিত্রটা কি সত্যিই আতঙ্কিত হওয়ার মতো?* ⭕ সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 1 লক্ষ 56 হাজার 798 জন। ⭕ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 75 হাজার 937 জন। ⭕ মারা গেছেন 5,839 জন। ____________________________ *আর ভারতবর্ষে এখনো পর্যন্ত —* ____________________________ *📌 105 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।* *📌 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন* *📌 93 জনের চিকিৎসা চলছে।* *📌 2 জন মারা গেছেন।* ____________________________ *চিত্রটা কি খুব আতঙ্কিত হওয়ার মত?* করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের মৃত্যুর তুলনায় সুস্থ হওয়ার হার অনেক অনেক বেশি। ডাক্তাররাও বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। ____________________________ এবার এই চিত্রটা দেখুন, যা দেখে আপনি সত্যিই আতঙ...