ভাত দেয়ার মুরোদ না থাকলে, কিল দেয়ার গোঁসাই হবেন না।
তিনবার তিনটে আলাদা আলাদা জায়গা থেকে চেক করলাম। সত্যিই একটা রাজ্যের প্রশাসনিক প্রধান শ্রমিক এক্সপ্রেসকে কোরোনা এক্সপ্রেস বলেছেন? রাজনীতি করতে গিয়ে নিজের রাজ্যের শ্রমিককে কোরোনার সঙ্গে তুলনা !! ট্রেনের সোশ্যাল ডিস্টান্সিং বলছেন আর রাজ্যে লকডাউনের নামে কি চলছে এটা? এটাকে কি কোরোনা রাজ্য বলা হবে? কোরোনাকে পাশবালিশ করে শুতে বলছেন। কাদের পাশবালিশ থাকে? খোঁজ নিন শ্রমিক এক্সপ্রেসে যারা ফিরছে তাদের কাছে পাশবালিশ ও বিলাসিতা। শ্রমিক এক্সপ্রেসে চেপে কারা পাগলের মতো বাড়ি ফেরার চেষ্টা করছে? কেডি সিংহ? সুদীপ্ত সেন? প্রশান্ত কিশোর? না সেই দিন আনে দিন খায় মানুষগুলো যারা বাংলায় কাজ না পেয়ে ভীনরাজ্যে দোকান, রেস্তোরাঁ, কল কারখানা, ইটভাটা, ফ্ল্যাটবাড়িতে ঠিকে কাজ করে উপার্জন করছিল। আপনার কাছে হিসেব আছে দুর্গাপূজো বা ঈদের আগে ঠিক কতো শ্রমিক বাংলায় ফেরে? আপনার হিসেব আছে দিল্লিতে বা মুম্বাইয়ে ঠিক কতোগুলো বাজারে সব্জি-মাছ এমনকি ঝালমুড়ি ও বেচে দিনহাটা, মালদা বা মেদিনীপুরের লোকেরা? কাদের বাড়ি ফেরাকে হেয় করলেন? কাদের অপমান করলেন? যারা প্রতিদিন একটা দশ ফুট বাই দশ ফুট ঘরে বাকি ২০জনের সাথে গাদাগাদি করে শুয়ে বাড়ির কথা...