হিন্দু ছেলেরা হিন্দু মেয়েদের বন্ধু হতে চাইলে ওদের ভাও বেড়ে যায়!

হিন্দু ছেলেরা হিন্দু মেয়েদের বন্ধু হতে চাইলে ওদের ভাও বেড়ে যায়! তখন তারা:
১। বন্ধু হতে চায় না।
২। ফোন নম্বর দিলে কথা বলতে চায় না।
৩। তারা ভাবে হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব করলে যদি তারা প্রেমে পড়ে যায়! আর সেইসঙ্গে ভাবে প্রেমে পড়লে যদি তাদের কেরিয়ার নষ্ট হয়ে যায়! তাই তারা হিন্দু ছেলেদের এড়িয়ে চলে।
৪। এইজন্য তার বন্ধু হিসেবে মুসলমান ছেলেদের বেছে নেয়। এদের সাথে ওরা খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে।
৫। এইভাবে একসাথে চলতে চলতে একদিন বন্ধুত্ব প্রেমের রূপ নেয়| প্রেম থেকেই হয় বিয়ে এবং ধর্মত্যাগ! তখন কোথায় থাকে তাদের কেরিয়ার?
৬। তাই হিন্দু মেয়েদের বলছি, হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব করলে ক্ষতি কি? না হয় প্রেমই হল! তবু তো স্বধর্মের ছেলে! হোক না সে নিম্ন পরিবারের বা অন্য গোত্রের, তবু হিন্দু তো! 
ভুল করে বা কোন বিধর্মীদের মিথ্যা আশ্রয় নিয়ে নিজের ধর্ম ত্যাগ করবেন না। হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, এটিই প্রাচীন ও সত্য ধর্ম।


Comments

Popular posts from this blog

কাঁদে নিদারাবাদ

🕉ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!!🕉

বর্ন প্রথা