Posts

Showing posts from December, 2025

"নোটবন্দী " - আজ‌ও লোকজন জানে না তার আসল কারন ..

Image
কংগ্রেসের ভারত স্বনির্ভর হ‌ওয়ার জন্য কখনো তৈরি ছিল না , তাই নোটের waterproof কাগজের জন্য স্বাধীনতার পর থেকেই বাইরের দেশের উপর নির্ভরশীল আমরা ... এটাকে ভারতের economy ধ্বংসের কাজে লাগানো শুরু হয় আমাগো economist PM এর আমলে ... 2004 এ অন্য সব বিদেশি company বাদ দিয়ে De La Rue নামে নামে একটি মাত্র বিট্রিশ company কে নোটের জন্য প্রয়োজনীয় সব material supply করার সুযোগ করে দেয় অর্থমন্ত্রী পি চিদম্বরম... এই হচ্ছে সেই company যে পাকিস্তানকেও same জিনিস supply করত পাক currency র জন্য .... কোন security check up ছাড়াই চিদাম্বরম এটা করে ... দাউদ ইব্রাহিম এর D company এই সুযোগে ISI এর সাথে হাত মিলিয়ে 500/1000 টাকার নোট তৈরি করে নেপাল border দিয়ে UP,  বাংলাদেশের border দিয়ে  পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে দেশে এই নোট পাঠাতে শুরু করে, মালদা তো এই সময়ে নকল নোটের hub হয়ে গিয়েছিল... 2000 র পরে পার্লামেন্টে attack, 26/11 এর মত নানান ছোট বড় পাক নাশকতার শিকার হয় ভারত , কাজে লাগে এই নকল নোট.... এই নোট এমন ভাবে তৈরি হয়েছিল যে ATM মেশিন পর্যন্ত এটা ধরতে পারতো না, কারন ওই De La Ru...

"যতক্ষণ না পর্যন্ত আমি মারাঠাদের অস্তিত্ব শেষ করে দেবো... ততক্ষণ না আমি মুকুট পরবো আর না শান্তির নিঃশ্বাস নেবো।"

Image
"যতক্ষণ না পর্যন্ত আমি মারাঠাদের অস্তিত্ব শেষ করে দেবো... ততক্ষণ না আমি মুকুট পরবো আর না শান্তির নিঃশ্বাস নেবো।" ​ওদিকে মারাঠারা প্রতিজ্ঞা নিলো – ছত্রপতি সম্ভাজী মহারাজের বীরত্ব আর বলিদান বিফলে যাবে না... আমরা মুঘল সাম্রাজ্য আর ঔরঙ্গজেবের কবর এই মাটিতেই খুঁড়ে দেবো......হর হর মহাদেব । ​একদিকে মুঘল সেনা লাখের সংখ্যায়... ঔরঙ্গজেব মারাঠাদের অস্তিত্ব শেষ করে দেওয়ার জন্য আরও বেশি শক্তি জোগাড় করছিলো, আর অপরদিকে একজন ১৯ বছরের ছেলে আর ২০ হাজারের একটা ছোটো সৈনিক সংঘ কোনো দিক থেকেই মোগল সেনার সামনে টেকার ক্ষমতা রাখে না। ​ঔরঙ্গজেব কি সফল হবে 'নিজের মনের ইচ্ছায়' না মারাঠারা নেবে নিজেদের প্রতিশোধ? ​যখন ধর্মবীর ছত্রপতি সম্ভাজী মহারাজ হিন্দু স্বরাজের জন্য নিজের প্রাণ ত্যাগ করলেন, তখন পুরো মারাঠা সাম্রাজ্য গভীর শোকে ডুবে গেলো। ​ঔরঙ্গজেব আর মুঘল সাম্রাজ্য, যেটা মারাঠাদের বিনাশ মনে করছিলো, সেটা আসলে মুঘল সাম্রাজ্যের বিনাশের শুরু ছিলো আর সূর্যোদয় ছিলো মারাঠা সাম্রাজ্যের। ​কারণ যেখানে ঔরঙ্গজেব আর মুকাররব খান জিতের আনন্দে ডুবে ছিলো, সেখানে মারাঠা সাম্রাজ্য ঔরঙ্গজেব আর মুকাররবে...

যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছটফট করে মরেনি সে মুঘল ছিলোই না।

Image
আজকে আমি ভারতের বিশাল সাম্রাজ্য বিস্তার করা সেই মুঘল বাদশাদের শেষ সময় আর তাদের মৃত্যুর ব্যাপারে বলবো।  আপনারা তাদের প্রশংসায় অনেক সিনেমা আর অনেক গল্প শুনেছেন হয়তো।  আসুন জানি 'এত বিশাল সেনা রাখা বাদশাদের কে আর কি ভাবে মেরেছিলো।  এখানে আপনারা আলাউদ্দিন খিলজি থেকে সুর করে ঔরঙ্গজেব, আকবর আর বাবরের মৃত্যুর সঙ্গে জুড়ে থাকা রহস্যর ব্যাপারে বলবো  'এটা ছাড়াও তাদের সঙ্গে জুড়ে থাকা এমন কিছু কথা বলবো যেটা মনে হয় না আপনারা শুনেছেন।  বাবর - বাস্তবে সে শুধু দিল্লী জিততে সক্ষম হয়েছিলো কিন্তু তাকে সম্রাট কেনো বলা হলো সেটা আমি আজও জানি না।  তার একজন প্রিয় ছিলো বাবুরী আনদিজানী 'বাবর তাকে প্রথমবার ১৪৯৯ তে উজ্বেকিস্থানের ক্যাম্প বাজারে দেখেছিলো আর তার প্রেমে পড়ে গিয়েছিলো।  বাবর নিজের আত্ম বাবুর নামাতে (Babur Nama) অনেকবার বাবুরীর উল্লেখ করেছে।  বাবুরী আনদিজানীর ব্যাপারে বেশি তথ্য উল্লেখ নেই কেনো না বাবর নিজের আত্ম কথাতে বাবুরীর প্রতি নিজের প্রেম জাহির করার জন্য অনেক দোহা লিখেছে।  ভারতবর্ষে মুঘলীয়া সাম্রাজ্যের শুরু করা বাবর জন্ম ১৪ ফেব্রুয়ারি ...

#কাশ্মীর_To_কলকাতা

Image
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর শাসনকালে ভারতবাসী সেটাই জেনেছে, যেটা তাঁর শিক্ষামন্ত্রীরা ইতিহাস বইয়ে লিখিয়ে গেছে.... যে ইতিহাসে ক্ষমতার জোরে অন্যের মা-বোন-বউকে শয্যাসঙ্গিনী করা জাহাঙ্গীর বড় প্রেমিক, হারেমে কয়েকশ বউ থাকা শাহজাহান, পতি পরম গুরু ও কাশী বিশ্বনাথ সহ শত শত মন্দির ধ্বংস করা ঔরঙ্গজেব শিক্ষিত পণ্ডিত ও উদারমনা..... সেই ইতিহাসে কাশ্মীর, নোয়াখালি ও কলকাতার হিন্দু নিধন যে স্থান পাবে না....সেটা আর বলার অপেক্ষা রাখে না....তবে সময় পাল্টাচ্ছে..... একটা কাশ্মীর ফাইলস দেখেই গেল গেল রব... আঁতকে উঠেছে সেকুলার সমাজ.... সবে একজন ডাইরেক্টর একটু সাহস দেখাতে পেরেছেন...বাকি এখনও অনেক কিছু..... নোয়াখালী ফাইলস, কলকাতা ফাইলস, সিতাকুন্ড ফাইলস, কালশিরা ফাইলস, চুকনগর ফাইলস, নাচোল ফাইলস, ভৈরব ব্রিজ ফাইলস, ঢাকা ফাইলস, সিলেট ফাইলস, যশোর ফাইলস...আরও কত ফাইলস যে দিনের আলো দেখতে চায়...ইতিহাস বইয়ের পাতায় আসতে চায়... তা লিখে শেষ করা যাবে না..... বাংলাদেশে কোথায় কোথায় কি কি হয়েছিল....সেটা ছদ্ম সেকুরা ছাড়া সবাই জানে, বুঝতে পারে....কারন স্বাধীনতা পর্ব থেকে আজ পর্যন্ত বাংলাদ...