গুরুচাঁদ চরিত পর্ব :- 29 ১৯০৫ খৃষ্টাব্দ বা বঙ্গ ভঙ্গ আন্দোলন

“মরা গাঙে বান ডেকেছে, জয় মা! বলে ভাসাও তরী।— রবীন্দ্রনাথ। ঊনিশ শ ‘ পাঁচ অব্দ চির -স্মরণীয়। বাঙ্গালীর পক্ষে বটে অতি বরণীয়।। শুধুই বাঙ্গালী কেন ভারতের বুকে। সর্ব্বজনে এই সাল মনে করে রাখে।। জাতীয় জীবনে ঢেউ প্রথমে উঠিল। ‘মরা গাঙে বান ডেকেছে ‘বাঙ্গালী গাহিল।। স্বর্ণাক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ আছে। অতি -ধন্য দিন সেই বাঙ্গালীর কাছে।। আদি অন্ত সে বৃত্তান্ত বলিবারে চাই। দয়া করে কহ কথা গোপাল গোঁসাই।। তব কৃপা বলে গুরু!মো ‘সম পাতকী। শ্রী গুরুচরিত কথা ক্রমে যায় লিখি।। তুমিও লিখাও তারে অন্তরে বসিয়া। তোমার গুরুর গুণ যেতেছ গাহিয়া।। কেবা তিনি কেন তিনি আসিলেন ধরা। সেই তত্ত্ব তুমি জান নাহি জানি মোরা।। তব ইচ্ছা যাহা তুমি করহে প্রকাশ। দয়া করে মোর হৃদে কর তুমি বাস।। পদাশ্রিত দাস আমি পদে দেহ স্থান। করিতে পারি গো যেন গুরু-গুণ গান।। কার্জ্জন নামেতে এল রাজ প্রতিনিধি। সেই জনে বঙ্গ ভঙ্গ করিলেন বিধি।। ভারতের রাজধানী কলিকাতা ছিল। বঙ্গ -বুকে থাকি বঙ্গ ছেদন করিল।। পূর্ব্ব ও পশ্চিম বঙ্গ নামে করে ভাগ। উত্তেজিত...