জীবনে সবচেয়ে বড় যোদ্ধা
#মা_তুঝে_সালাম 🫡❤️
আমাদের জীবনে সবচেয়ে বড় যোদ্ধা কেও যদি থেকে থাকে তবে সেটা মা ।।
ঘরে-বাইরে সমানে যে নিজের দায়িত্ব থেকে একচুল নড়ে না সে হলো মা ।।
মায়ের থেকে সন্তানকে কেউ বোঝার ক্ষমতা রাখে না
মা সন্তানের জন্য সব করতে পারে,
তেমনি প্রয়োজনে নির্বিকার ও থাকতে পারে ..
একটা সময়ের ছোট্ট মেয়েটা মা হওয়ার পর সবাইকে হার মানিয়ে দেওয়ার মতন লড়াই করতেও পিছুপা হয়না ।।
মা বাবার কাছে সন্তান সমান কমফোর্টেবল হলেও মা দিন রাত তার কর্তব্য করে যায় ,
কারণ রক্তের থেকেও গাঢ় যে সম্পর্ক সেটা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ।।
সন্তানের কিসে ভালো হবে, তার জন্য হাসি মুখে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দিতে পারেন একজন মা ।।
আমরা নারী সব পারি কিনা জানিনা আবার সব পারা সম্ভব ও না ....
তবে সন্তান পালনে একজন রেলওয়ে কর্মরত On Duty মা officer কে salute 🫡🫡
Comments