ধর্মের নামে শোষণ

ধর্মের নামে শোষণ

কলমে-মদন কুমার রায়

লেখা--১৮-০৬-২০২২


মনুকে বানিয়ে বিশ্বের পিতা,

দেশ চালায় মনুসঙহিতা,

সমাজ চালায় পুরাণ গীতা,

বর্ণবাদী দের সহযোগিতা।


রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় কানুন,

মূল নিবাসী বিরোধ করুন,

ST, SC, OBC রা জানুন,

সব মানুষ কে সঙ্গে টানুন।


একই ধর্মের সন্তান সবে,

বিভেদের প্রাচীর কেন রবে,

সমান অধিকার দিতে হবে,

মানবতার জয় হবে তবে।


এমনি ভাবে যদি চলে দেশ,

সনাতন ধর্মের হবে শেষ,

সনাতনী শূন্য দুনিয়ার বেশ,

বিশ্ববাসী দেখবে অবশেষ।


দেখ বাংলাদেশ পাকিস্তান,

মধ্যে প্রাচ্যের কোন অবস্থান,

ইন্দোনেশিয়া ছিল হিন্দুস্তান,

হয়েছে সব আফগানিস্তান!


সবই বৈদিক শাস্ত্রের ফল,

রাষ্ট্র ও মানে তা অবিকল,

কুসংস্কারী বন্দুকের নল,

সনাতন ধর্মের রসাতল!


বৌদ্ধ, শিখ, খৃষ্টান, ইসলাম

পৃথক বলেই রয়েছে দাম,

ত্যাগ করিয়া ঐ বৈদিক ধাম,

মতুয়া আলাদা লিখেছে নাম!


এখন পূজা পার্বনের কাম,

হয়ে যাবে একেবারে জ্যাম,

ডাকবে না কেউ কৃষ্ণ শ্যাম,

হারিয়ে যাবে হর ভোলা ব্যোম।


তাই উঁচু নীচু বাতিল কর,

সবাই কে আজ জড়িয়ে ধর,

মানবতাবাদের বর্ম পর,

সূক্ষ্ম সনাতনের ধর্ম গড়!

---------&&&&&&-----------------

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

কাঁদে নিদারাবাদ

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।

ভারতবর্ষে হিন্দু গণহত্যা-১১ Hindu massacre in India- 11