🕉ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!!🕉
🙏🚩গত ১৫ বছর হিন্দুদের উপর ঘটে যাওয়া অসংখ্য নির্যাতনের ০১টিরও বিচার করেননি। অথচ ঈশ্বরের কি লীলা, আজ সেই হিন্দুদের কাছেই আপনাকে বিচার প্রার্থী হতে হচ্ছে!!🙏🚩 🙏🚩সরকারি টাকায় আপনি ৫৬০ টি মসজিদ বানিয়েছেন, ০১টিও মন্দির বানাননি। যেন মন্দিরের উলুধ্বনি, কাশর, ঘন্টা আপনার কানে না পৌঁছায়!!! অথচ ঈশ্বরের কি লীলা, আজ আপনাকে পূজার সেই ঘন্টা ধ্বনিই শুনতে হচ্ছে সারাক্ষণ! আপনি বলেছিলেন মদিনার সনদ অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু ঈশ্বরের কি লীলা! আজ আপনাকে হিন্দুভুমি তথা শ্রীরাম ও শ্রীকৃষ্ণের জন্মভূমিতে জীবন বাঁচাতে হচ্ছে!!🙏🚩 🙏🚩আপনি বলেছিলেন আপনার ধর্ম শ্রেষ্ঠ!!! যা কোন সুশীল মানুষ বলেন না! বিধির কি নিমর্ম পরিহাস দেখেন বিশ্বে 57 টি মুসলিম দেশ থাকার পরও সেসবের একটি দেশেও আপনি যেতে সাহস পাননি বা আপনাকে কেউ স্হান দেয়নি! মনকে প্রশ্ন করুন তাহলে শ্রেষ্ঠ কে?🙏🚩 🙏🚩রামু, নাসিরনগর, কুমিল্লাসহ সারাদেশে রক্তাক্ত শারদ, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ, আওয়ামীলীগ নেতাদের হুংকারে হিন্দুদের দেশ থেকে ভারতে যেতে বাধ্য হওয়া! সারা দেশের মানবিক সংগঠনগুলো শত-শত মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি সহ কত শ...