১৯৪৬ এর কোজাগরী ইতিহাস জানুন ‼️


সেদিন টা ছিলো লক্ষ্মী পুজো,সালটা ১৯৪৬ এর অক্টোবরের দশ তারিখ, অন্যান্য আর পাঁচটা বছরের লক্ষ্মী পুজোর মত সেদিনও বাংলার বধুরা নিজগৃহে প্রদীপ জ্বেলে, আলপনা একে,শাঁখ আর উলুধ্বনিতে মা লক্ষ্মীকে বরণের তোড়জোড় করছিলো।

কিন্তু নোয়াখালীতে সেদিন নেমে আসে এক ভয়াল রাত, যেখানে ভরা কোজাগরী পূর্ণিমার আলোতেও অমাবস্যা নেমে আসে। (তৎকালীন অবিভক্ত নোয়াখালী ছিল বর্তমান বাংলাদেশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী নিয়ে ত্রিপুরা জেলা ছিল বর্তমান কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল নিয়ে গঠিত।)

সেদিনের নোয়াখালীর পরিবারগুলোও হয়তো তেমনি ভেবেছিলো, সুরবালা দেবী(ছদ্মনাম) এক গৃহবধু প্রতিবারের ন্যায় সেবারও সারাবাড়িতে লক্ষ্মীর পায়ের আল্পনা একে,ধুপ-ধুনো নৈবিদ্দ আর শাঁখ-উলুধ্বনিতে মাকে বরণ করার আয়োজন করেছিলো,কিন্তু তখনও সে কিংবা তার প্রতিবেশীরা জানতো না আজ কি হতে চলেছে,

সেদিন ধারালো অ স্ত্র  নিয়ে মু-সলিম লীগের গুন্ডারা আক্রমন করে সুরবালার গৃহে, প্রথমে তারা অলংকার ও অর্থ লুঠ ও গৃহে অগ্নি সংযোগ করে, সুরবালার পরিবার হয়তো ভেবেছিলো এবার তারা চলে যাবে কিন্তু না,অরাজকতা আরো বাকি ছিলো।

তারা সুরবালাকে মাটিতে নিক্ষেপ করে এবং পা দিয়ে মোছা হয় এয়োস্ত্রীর সিঁথির সিঁদুর, ভাঙ্গা হয় শাঁখা পলা।

তাকে ধর্ষণ করে,মায়ের সাথে ধর্ষণ করা হয় তার ১০ বছর বয়সী অবুঝ কন্যাকে,

স্বামী পুত্রের সামনে,

তার স্বামী ও পুত্র ধ--র্মা--ন্তরিত না হতে চাওয়ায় তার স্বামী পুত্রকে হত্যা করা হয় এবং তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করে সেই রাতেই নতুন করে মু*সলিম ধর্মাবল্ম্বী দলের লোকের সাথে নিকাহ্ করানো হয়।এরকম ঘটনার সাক্ষী ও ভিক্টিম রয়েছে নাম না জানা আরো অনেক সুরবালা।

এটি  Noakhali Riots বা নোয়াখালী গ*হত্যা বা নোয়াখালী হ-ত্যাযজ্ঞ নামেও পরিচিত।এটি ছিল স্থানীয় মুসলিমদের দ্বারা সংঘটিত এক ধারাবাহিক হত্যাযজ্ঞ,হিন্দু নারী ধ-র্ষ/ণ,নারী ও অল্প বয়স্ক মেয়েদের অ-পহরণ,

হিন্দুদেরকে জোরপূর্বক মুসলি*মকরন,

হিন্দু সম্পদ লুট-ধ্বংস-অগ্নিসংযোগ।এটি ঘটেছিল ১৯৪৬ সালের অক্টোবর-নভেম্বর এ তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ব বঙ্গে আর বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায়।

এই হত্যাযজ্ঞ সংঘটিত হয় ব্রিটিশদের কবল থেকে ভারতবর্ষের মুক্তির ঠিক এক বছর আগে।

আক্রান্ত এলাকা ছিল প্রায় দুই হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে। 

Comments

Popular posts from this blog

কাঁদে নিদারাবাদ

🕉ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!!🕉

বর্ন প্রথা