Monday, April 10, 2023

শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের বাণী


১. নির্বোধ সরল জাতি মূল নাহি বোঝে।
যে যাহা বলিয়া যায় তাই শুনে মজে।
কি বলিব দুঃখের কথা বুক ফেটে যায়, 
শত্রু কি বান্ধব এরা চেনে নাকো হয়।।

২.বোকা যদি নমঃশূদ্র নীতি নাহি জানে 
শ্রাদ্ধ বিবাহে ব্যয় করে অকারণে।।

৩. ব্রাহ্মণের দুর্নীতি শুরু হলো জানা 
ব্রাহ্মণ্যবাদের প্রতি জেগে ওঠে- ঘৃণা। 
ব্রাহ্মণ রচিত সব অভিনব গ্রন্থ 
ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র।।
ব্রাহ্মণের স্বার্থে তারে শাস্ত্র লেখে তারা।
শাস্ত্রের বিধান মানে অব্রাহ্মণ যারা।।
ব্রাহ্মণ কি অধিকারী দীক্ষাগুরু যারা।
ফাঁকি দিয়ে প্রণামী টাকা নেয় তারা।।
ব্রাহ্মণ প্রধান মার্কা যত শাস্ত্র গ্রন্থ 
সবাই জানিবে শুধু শোষণের যন্ত্র।। 

৪. ভেগধারী বৈষ্ণবের ভিক্ষা নাহি দিবে।
ভিক্ষা দিলে ব্যাভিচার বাড়িয়া  চলিবে।।

৫. স্বর্গের চাবি রাখে ব্রাহ্মণ সুজন ,
পদধুলি দানে করে পাপের মোক্ষন।
জন্ম মৃত্যু বিবাহ আদি কিছু ফাঁক নাই, 
পদে পদে বিপ্র পদে কিছু দেয়া চাই।।

৬.দেবতা মন্দির সবে গড় ঘরে ঘরে।
নিত্যপূজা কর সেথা সরল অন্তরে।।
এইখানে বলি আমি এক সমাচার।
দেবতা মন্দিরে পূজা করিবে কাহার।।
বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর।
যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর।।
ক্ষত্রগনে রামচন্দ্র রক্ষা করেছিল।
রামকে ঈশ্বর বলি ক্ষত্রিয় মানিল।।
খৃষ্ট আসি জন্মিল খৃষ্টানের ঘরে।
যতেক খৃষ্টান তারা তাঁর পূজা করে।।
এইরূপে খৃষ্ট, কৃষ্ণ কিংবা মহম্মদ।
বিভিন্ন জাতির তারা পরম সম্পদ।।
তোমাদের এইকুলে হরি অবতার।
দয়াকরে নমঃশুদ্রে করিল উদ্ধার।।
তাঁর পূজা কর সবে তাঁর ভক্ত হও।।
নিজ ঘরে ভগবান ফেলে কোথা যাও।।

৭. নরাকারে ভূমন্ডলে যত জাতি আছে ,
এক জাতি বলে মান্য পাবে মোর কাছে।।
       শ্রীশ্রী গুরুচাঁদ চরিত।

No comments: