Tuesday, April 26, 2022

বর্ন প্রথা


🌺🌺🌺🌺 🙏🚩

 আচ্ছা মাগো বল দেখি
 চন্ডাল কারে কয় ।🤔
আমারা নাকি নিচু জাতি ,
ইতিহাসের পাতায় ।।🙇‍♀️

মানুষের মধ্যে উচু নীচু 
কেমন করে হয় ,।🤔
মানুষ শ্রেষ্ঠ ব্রাহ্মণ জাতি।
বলেন মহাশয়।।😏

মা হেসে কয় শোনরে খোকা 
চন্ডাল মোরা নয়।🧟‍♂️
নোংরা শাস্ত্র লিখেছে যারা 
চন্ডাল তারা হয়।।👆

আমরা কোনো কালেই
 ছিলাম না চন্ডাল। 🧟‍♂️
কিংবা কোনো পশু পাখি 
কুকুর শেয়াল ।।🐕

কুটিল যত শাস্ত্র লিখে 
বানিয়েছে নরকের দ্বার। 🧟‍♂️
বলেছে মোদের অস্পৃশ্য অসূচি 
কেড়েছিলো শিক্ষার অধিকার। ।✍

আমার মতে বলি শোন
নিচু জাতি কারা।🤨
বর্ন প্রথার সৃষ্টি করে
বিভেদ করেছে যারা ।।🤨

অসহায় মানুষ কে পশু বানিয়ে 
যারা বলি দেয় ।😥
বলতো তারা কেমন করে
মানুষ শ্রেষ্ঠ হয় ।।😥

অন্ধ বিশ্বাসে বোকা বানিয়ে 
যুগের পর যুগ। 😓
কত অত্যাচার আর লাঞ্ছনা দিয়ে
পেয়েছে তারা সুখ।।😤

ভক্ত বাঞ্ছা কল্পতরু 
হরিচাঁদ আমার ।🙏
দয়া করে পতিত জাতিকে 
করিলেন উদ্ধার। ।🙏🚩

গুন ও কর্ম বিচার করে
যদি হয় ব্রাহ্মণ। 👉
তবে আমার হরিচাঁদ 
পাবেন শ্রেষ্ঠাসন । 🙏🚩

No comments: