Posts

Showing posts from April, 2022

বাবা, কিছু আনোনি মেলা থেকে?

Image
দুটোই ======= বাবা, কিছু আনোনি মেলা থেকে?   ছোটো ছেলেটা স্লেট থেকে মাথা তুলে জিজ্ঞাসা করল।     বাবা উত্তর দিল না। ছেলেটাও আর প্রশ্ন করল না। খারাপ মনটা নিয়ে ছাদে উঠে গেল। সে যখন বড় হবে, মেলা থেকে সবার জন্য জিনিস আনবে। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, দিদির জন্য টিপের পাতা, তার জন্য ব্যাটারি দেওয়া খেলনা।     অনেক দিন গেল। ছেলেটা এখন ভালো চাকরি করে। গ্রামে আসার সময় পায় না। বছরের পর বছর মেলা হয়ে যায়। দিদির বিয়ে হয়ে গেছে, সেও থাকে বাইরে। বাবা আর মা গ্রামেই থাকে। তারা আসবে না শহরে।      এক বছর সে এলো গ্রামে। তখন মেলা বসেছে। সে গেল মেলায়। কিন্তু কেনার মত কিচ্ছু পেলো না। সব ভীষণ সস্তার জিনিস।    বাড়ি ফিরল। বাবা জিজ্ঞাসা করল, কিরে কেমন দেখলি মেলা? একইরকম আছে না?  ছেলে বলল, হ্যাঁ গো।    বাবা জিজ্ঞাসা করল, কিছু কিনলি?  ছেলে বলল, না গো.. কেনার মত কিস্যু নেই.... ছেলেটা ছাদে গেল। রাতের তারারা বাতাসের কানে কানে বলল শাড়ির কথা, লুঙ্গির কথা, টিপের পাতার কথা...ব্যাটারি দেওয়া গাড়ির কথা...ছেলেটা বুঝল না কিছু...ভাব...

অনেক লোক চিকিৎসার জন্য বোম্বেতে আসেন। এই দরকারী তথ্য হতে পারে. দয়া করে এটি সংরক্ষণ করুন:

*প্রচার করুন* *ডিমার্ট এর প্রবর্তক রাধাকিশান দামানি,* মেট্রো সিনেমা, কুইন্স রোড, মুম্বাই এর কাছে *গোপাল ম্যানশন*-এ একটি সুবিধা তৈরি করেছেন যেখানে মুম্বাইতে চিকিৎসাধীন রোগীদের পরিবারের থাকার জন্য 53টি কক্ষ রয়েছে।  গতকাল এর উদ্বোধন করা হয়। এটা খুব সুন্দরভাবে করা হয়েছে। শুভাকাঙ্খীদের জন্য এই ধরনের কোনো প্রকৃত প্রয়োজনের জন্য উল্লেখ করতে পারেন। www.gopalmansion.com *ঠিকানা:* গোপাল ম্যানশন 50, কুইন রোড (সিনেমা লেন) মেট্রো সিনেমার কাছে মুম্বাই 400 020 *যোগাযোগের ঠিকানা:* হোয়াটসআপ অ্যাপ মুঠোফোন ৯১ ৮৮৭৯৯ ৮৬৮৯৩ *ই-মেইল:* fd@gopalmansion.com gm@gopalmansion.com *টেলিফোন নম্বর:* 022-2205 5001, 02   *খুব যুক্তিসঙ্গত* সকালের নাস্তা 30 দুপুরের খাবার থালি 75 ডিনার থালি 75 800 এ রুম রান্নাঘর এবং ডাইনিং খুব প্রশস্ত। ব্যাপকভাবে শেয়ার করুন। আপনার যদি মুম্বাইতে আত্মীয় থাকে তাহলে এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন। আমরা রোগী ও আত্মীয়দের কোনো চার্জ ছাড়াই টিফিন প্রদান করি। এলাকা - দক্ষিণ মুম্বাই হাসপাতাল:- জাসলোক, সাইফি, বোম্বে, নায়ার, জেজে, মুম্বাই সেন্ট্রালের কাছাকাছি এবং ভিটি। *যোগাযোগের ঠি...

নেচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!

বাড়িতে পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাঁদের ছেলে 'নেচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে! কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে ছেলে জানাল - স্কুলের ইংরেজি শিক্ষকের কাছ থেকে। ইংরেজি শিক্ষকের কাছে গিয়ে অভিভাবক বিষয়টি জানতে চাইলেন। তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, "চিন্তার কোনও কারণ নেই, ছাত্ররা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।" বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন - "কী ধরনের বিদ্যাপীঠ এটা, স্যার! ছাত্র বলে 'নাটুরে', শিক্ষক বলেন 'মাটুরে'!" শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, "সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল 'লেকটুরে' (Lecture) দিতে পারে না।" ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সঙ্গে। সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, "আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের 'কালটুরে' (Culture)।" অভিভাবকের মাথা এবার বোঁ-বোঁ করে ঘুরতে শুরু করল। তিনি কোনওমতে লোকাল কাউন্সিলরের সঙ্গে দেখা করলেন। তিনি সব কিছ...

বর্ন প্রথা

🌺🌺🌺🌺 🙏🚩  আচ্ছা মাগো বল দেখি  চন্ডাল কারে কয় ।🤔 আমারা নাকি নিচু জাতি , ইতিহাসের পাতায় ।।🙇‍♀️ মানুষের মধ্যে উচু নীচু  কেমন করে হয় ,।🤔 মানুষ শ্রেষ্ঠ ব্রাহ্মণ জাতি। বলেন মহাশয়।।😏 মা হেসে কয় শোনরে খোকা  চন্ডাল মোরা নয়।🧟‍♂️ নোংরা শাস্ত্র লিখেছে যারা  চন্ডাল তারা হয়।।👆 আমরা কোনো কালেই  ছিলাম না চন্ডাল। 🧟‍♂️ কিংবা কোনো পশু পাখি  কুকুর শেয়াল ।।🐕 কুটিল যত শাস্ত্র লিখে  বানিয়েছে নরকের দ্বার। 🧟‍♂️ বলেছে মোদের অস্পৃশ্য অসূচি  কেড়েছিলো শিক্ষার অধিকার। ।✍ আমার মতে বলি শোন নিচু জাতি কারা।🤨 বর্ন প্রথার সৃষ্টি করে বিভেদ করেছে যারা ।।🤨 অসহায় মানুষ কে পশু বানিয়ে  যারা বলি দেয় ।😥 বলতো তারা কেমন করে মানুষ শ্রেষ্ঠ হয় ।।😥 অন্ধ বিশ্বাসে বোকা বানিয়ে  যুগের পর যুগ। 😓 কত অত্যাচার আর লাঞ্ছনা দিয়ে পেয়েছে তারা সুখ।।😤 ভক্ত বাঞ্ছা কল্পতরু  হরিচাঁদ আমার ।🙏 দয়া করে পতিত জাতিকে  করিলেন উদ্ধার। ।🙏🚩 গুন ও কর্ম বিচার করে যদি হয় ব্রাহ্মণ। 👉 তবে আমার হরিচাঁদ  পাবেন শ্রেষ্ঠাসন । 🙏🚩

গায়ত্রী কে? আর সন্ধ্যাদেবীও বা কে?

Image
#গায়ত্রী_মন্ত্ররুপা ======================================         গায়ত্রী কে? আর সন্ধ্যাদেবীও বা কে? শাস্ত্র বলছে,      'যা সন্ধ্যা সা তু গায়ত্রী দ্বিধাভূত্বা প্রতিষ্ঠিতা' অর্থাৎ যে সন্ধ্যা সেই ই গায়ত্রীদেবী৷ গায়ত্রী বা সন্ধ্যা দেবীর মাহাত্ম্য অস্বীকারের জায়গা নেই৷ কি সৌরী, কি গাণপত্য, শৈব, বৈষ্ণব বা শাক্ত৷ সন্ধ্যাদেবী সকলের আরাধ্যা৷ ইষ্ট ব্যাতীতও সন্ধ্যার উপাসনা করতেই হবে৷           কেন করতে হবে? শাস্ত্রানুযায়ী এই সন্ধ্যা বা গায়ত্রী হলেন দেবগণের আদিমাতা৷ বেদেও গায়ত্রী আছেন৷ তাই তাঁকে বেদমাতাও বলা হয়৷ আবার তন্ত্রশাস্ত্রেও তিনি আছেন৷ গায়ত্রী সর্বত্র৷        আমার কথাগুলি কিছুজনের কাছে কটু লাগতেই পারে৷ তথাপি এগুলি আমার কথা নয়৷ এ শাস্ত্রবাক্য৷ বেদবাক্য৷ তন্ত্রশাস্ত্র ও স্বীকৃত৷ তাই অস্বীকারের জায়গা নেই৷      ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ও দ্বিজের দ্বিজত্ব বা অভিষিক্তের পদমর্যাদা ধরে রাখতে সন্ধ্যার উপাসনা করতেই হবে...

পৃথিবীতে যত ধর্ম মত ও পথ আছে, প্রত্যেক ধর্মের মধ্যে কিছু কিছু ভাল সাধু , বুদ্ধিমান ও পবিত্র ব্যক্তি আছে

Image
জয় শ্রী হরি। "নিম্ন বিষয় টি পড়ার জন্য অনেক ধন্যবাদ" পৃথিবীতে যত ধর্ম মত ও পথ আছে, প্রত্যেক ধর্মের মধ্যে কিছু কিছু ভাল সাধু , বুদ্ধিমান ও পবিত্র ব্যক্তি আছেণ, এবং তাদের ই শত কর্ম ও মানবিক চিন্তা ধারার জন্য নিজ নিজ ধর্ম গুলি আজ ও চলছে। যেমন শ্রী হরি চাঁদ ঠাকুর তার দ্বাদশ বাণীর  মধ্যে একটা বাণীতে বলেছেন " চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করিবে না " । ভারতে এর একটা জ্বলন্ত উদাহরণ, ডাক্তার আব্দুল কালাম জি, বিশাল ভারত ভূমির প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি জাতিতে মুসলমান ছিলেন, কিন্তু তার পবিত্রতার, এবং সাধু কর্মের জন্য সমস্থ মানুষের কাছে বরণীয় ছিলেন আজ ও আছে। ঠিক তেমনি শ্রী গুরু চাঁদ ঠাকুরের সময় ছিলেন ডক্টর সি.এস. মিড , ডিক সাহেব, এবং পাঁচ কড়ি মিয়াঁ । তারা সকলেই বরণীয় এবং স্বরোনীয়। ঠীক তেমনি একটা স্বরোনীয়  ঘটনা আমার  সঙ্গে ঘটে ছিল, যখন জীবনে প্রথমবার বাংলাদেশে  নিজের মানুষদের খুজে বের করবো এবং  মতুয়া তীর্থ রাজ ওড়াকান্দি দর্শন করবো সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। ইং:২০১৮, এপ্রিল মাসের ৩০ তারিক দার্জিলিঙ এবং সিকিম পরিবার সহ ঘুরে এসে , কোলকাতায় বসে হঠাৎ সিদ্ধান্ত...