প্রায়শই শুনে থাকি ইন্ডিয়ার সাম্প্রতিক সীমান্ত হত্যা

প্রায়শই শুনে থাকি ইন্ডিয়ার সাম্প্রতিক সীমান্ত হত্যা, মুসলিম নির্যাতন ইত্যাদি নানা খারাপ আচরণের কারণেই এদেশের মানুষের ইন্ডিয়া বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে। তো এদেশের মেজরিটির ইন্ডিয়া বিদ্বেষ কবে ছিলো না? পাকিস্তান আমলে? ইন্ডিয়া বিদ্বেষের বীজ বুনে এবং সার, পানি দিয়েই তো এদেশের মানুষকে পাকিস্তানিরা শত শোষনের পরেও ধরে রাখতে চেয়েছে বা দীর্ঘসময় সফলতাও পেয়েছে। এমনকি রবীন্দ্রনাথকেও তারা এদেশে নিষিদ্ধ করে রেখেছিল। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময়ও তো পাকিস্তানীদের প্রধান শ্লোগানই ছিল ইন্ডিয়ার চক্রান্তেই ষড়যন্ত্রকারীরা পেয়ারা পাকিস্তান ভাঙ্গতে চাচ্ছে। ৯ মাস যুদ্ধের সমস্ত অস্ত্র, প্রশিক্ষণ, ১ কোটি শরণার্থীকে ৯ মাস আশ্রয় ও খাদ্যের সংস্থান, সকল আন্তর্জাতিক সমর্থন আদায় করে দেয়া, সরাসরি যুদ্ধে নেমে তাদের ৫০০০ সৈন্য মৃত্যু, এতকিছুর পরেও ১৯৭২ সালের সদ্য স্বাধীন দেশেও ইন্ডিয়ার প্রতি এদেশের জনতার কৃতজ্ঞতা ছিল? ছিল না। তারা প্রপাগান্ডা ছড়াচ্ছিল, ইন্ডিয়া এদেশের সব লুট করে নিয়ে গেছে, সোনা, রূপা, কলকারখানা, অস্ত্র....। বটে। এত অস্ত্র, কলকারখানা কোত্থেকে এলো? ৯ মাস যুদ্ধ করলেন কার যোগাড় করে দেয়া অ...