Thursday, April 9, 2020

বাঁচতে চাই অরুণ বিশ্বাস

বাঁচতে চাই
অরুণ বিশ্বাস
বিশ্ব জুড়ে লকডাউন, বাংলাদেশ ও তেমন,
বাঁচতে করোনা থেকে, এই বিধি প্রচলন ।
মহামারি করোনা ভাইরাস, সবার আতঙ্ক !
বাছেনা গরিব ধনী, বায়ু তার যোগ অঙ্ক ?

খেতে পেলে বাঁচবো সবে,এর বিকল্প নাই,
সকল কাজ বন্ধ এখন, যাবো কার ঠাই ?                                                                                                                                                                                                            
পয়সা যাদের বেশি, খাদ্য করেছে মজুদ !
দিন মজুরী রিক্সা চালক, তাদেরি আপদ !

সরকার বন্টনে খাবার, মেটেনা চাহিদা--
ধনী জনে বিলি করে, যাঁর যেমন সওদা ।
ভাইরাস উপেক্ষা করে,সেবা দিচ্ছে যে জন,
মরণ কে বরণ করে, চালায় সেবা রণ !

ডাক্তার সেবা দিদি, উপেক্ষা করে স্বাস্থ্য বিধি !
আক্রান্ত হয়ে তাঁনারা, ঘরে রয় নিজে বন্ধি ।
কতো শতো প্রতিষ্ঠান, বিধি বার্তা সচেতন,
সকল গণ মাধ্যমে,বার্তা পৌছে করে চেতন ।

পাড়ায় পাড়ায় মাইকিং, করলো সযতনে,
বাঁচার মহা রণ, পৃথিবী দেখলো নয়নে ।
বাজি রেখে নিজ জীবন,করে মানব সেবা,
জগত জুড়ে মহামানব,খ্যাতি দেবে সভা ।

ভাত নুন পেলে, তবে- বাঁচবে মহা জীবন !
থাকবো ঘরে অন্তরীণ, সুরক্ষা দেহ পণ ।
বিস্তারে ভাইরাস, যদি- সমগ্র জনপদ,
নিস্তার পাবেনা কেহ, হবে সমূহ বিপদ !

 শাক অন্নে জীবন রাখি, থাকি সবাই ঘরে,
বন্ধ আজি দোকান যান,জীবন সব উপরে ।
গোলা ভরা ধান আছিলো, চাউল শূণ্য ঘর,
ধান চাটাই কল বন্ধ, ঢেঁকির নাই খবর ।

পড়শি আজি পর করে, করোনা ভাইরাস !
সুস্থ্য থাকে যে যাঁর বাড়ি,এটাই মনে আশ ।
করোনা মহামারি, রূপ যুদ্ধাপেক্ষা ভিষন !
ঘরে থাকি বুকে আশা,যতো শিঘ্র অবসান ।

থাকতে পারে অর্থ ঘরে,তাতে দেবেনা খাবার,
ধনি গরিব এক জমাতে, নাই মত আচার । 
মতবাদে লালনিছে, কতো বিভেদের বাণী,
মানুষ-ই এক জাতি, শুনি তাঁরি পদধ্বনি ।
তারিখ ৯।৪।২০২০

No comments: