Wednesday, April 22, 2020

সময়ের গীতি গাঁথা অরুণ বিশ্বাস

সময়ের গীতি গাঁথা
অরুণ বিশ্বাস

সূর্য জাগে ‍পূর্ব ভালে আলো ঝলমল ।
মিষ্টি স্বরে কতো পাখি করে কোলাহল ।।
মৃদুমন্দ ভোরের বাতাস ঝিরি ঝিরি ।
বয়ে চলে মধুমতি গ্রাম গঞ্জ ছাড়ি ।।

গাছে গাছে নব পত্র করে নাচানাচি ।
ফোঁটে উদ্যানে কতনা রঙে পুষ্পরাজি ।।
বসন্তেরি কোকিল ডাকছে কুহুতানে ।
গুটি আম ঝরে পড়ে আম্র কাননে ।।

ছোট লিচু ভারে তার শাখা বেশ ভারি ।
ফল ধরে বেশ তাই চাষি মন ভরি ।।
বোরো ধান শ্যামল ক্ষেতে বাতাসে নাচে ।
ব্যস্ত কৃষানি বধু পরিচর্যা কাজে ।।

জল সেচে বুনছে এখন সোনালি পাট ।
বৃষ্টির সঙ্গে দেখা নাই মাটি ফেঁটে কাঠ ।।
তিল ক্ষেতে সবুজ চারা, কী কথা বলে ।
মধুকর আসবে উড়ে ফুল ফুঁটলে ।।

আম গাছে বাঁকা শাখে বেধেছে মৌচাক ।
মধু সংগ্রে ফুলে ফুলে ঘুরে খায় পাক ।।
চলে যেনো সব কিছু আগের মতন ।
আপন ঘরে নিজে বন্ধি শঙ্কা চেতন ।।

একাত্তরে যুদ্ধ হোলো বাংলাদেশ ভুমি ।
লুকিয়ে আছি অরন্যে রক্ষা করো স্বামী ।।
যুদ্ধ করে মুক্তিফৌজ প্রাণ বাজি ধরে ।
জীবনটা যাবে হরে কে জানতে পারে ।।

যুদ্ধ চলে অঘোষিত গোটা বিশ্ব জুড়ে ।
ভাইরাস করোনা মারণ অস্ত্র ধরে ।।
কোন দেশ করে দোষ না বলতে পারে ।
বাঁচে প্রাণ কোন পথে সে পথ উদ্ধারে ।।

ঝলমল শহর আজ মৃত নগরী ।
জরুরী যান ছাড়া বন্ধ সকল গাড়ি ।।
সবে সুস্থ্য থাকে চায় প্রতি সরকার ।
রাখতে ঘরে টহল চলে বার বার ।।

জনহীন পথ ঘাট কোলাহল বন্ধ ।
প্রতিকার নাহি যেনো সব চোখ অন্ধ।।
চলেনা নৌযান নদী তোলেনা তরঙ্গ  ।
কবে জানি হবে সেই শঙ্কা ঘুম ভঙ্গ ।।

জন শূন্য পথে নেই খাদ্যের দোকান ।
ডাক ছাড়ে সারমেয় করুণ রোদন ।।
অলস জীবন কখনো লাগেনা ভালো । 
অবসাদে ভরা মন সবে করি আলো ।।

ঘরে বসে সবে মোরা হাতে ধরি কাজ ।
পারিনা যে কাজটি শিখি সবার মাঝ ।।
বেশি করে বই পড়ে পাঠ করি শেষ ।
খুললে স্কুলে পরীক্ষা ফল হবে বেশ ।।

মাতা পিতা ভগিনী ভাই আছে যাঁনরা ।
ছোটদের দেখাশুনা করিবেন তাঁরা ।।
খেলা ধুলা ঘরে বসে দেই হাতে তালি ।
ছড়া বলি গান করি বেলা যাবে চলি ।।

আসবে সুদিন তবে কেনো করি ডর ।
মিলিবে মিলন মেলা সকলে আমার ।।

তারিখ ১১।৪।২০২০

No comments: