বেদকে জানুন বেদকে মানুন তবেই হিন্দু তথা ভারত ধর্মীয় বৈদিক রা বিশ্বজয়ী হবে


গতকাল বহু মাতা কে নীল ষষ্টি পালন করার জন্যে খুদ্র, খুদ্র মন্দিরে এই লক ডাউনের মুহূর্ত কে অমান্য করে একত্রিত হতে দেখলাম, এটা আমদের ধর্ম নয়, কুসংস্কার ---- বেদ অর্থ জ্ঞান, এই বেদ হইতেই বিদ্যা শব্দের উৎপত্তি , আমরা হিন্দুরা মূলত দুই ভাগে বিভক্ত ১) বৈদিক সনাতনী মতে ২) পুরাণ মতে---------    বেদের সংস্কিত শব্দ গো শব্দের অর্থ সূর্যের কিরন-- গরু নয়, শিব -শিবা্ধাতু থেকে যার অর্থ মঙ্গল ময় বা শুভ -- লিঙ্গ শব্দের অর্থ চিন্হ বা প্রতীক --যৌন অঙ্গ নয়,, কোটি শব্দের অর্থ প্রকার সংখ্যা নয়,,   ভাবুনতো একবার  বেদকে উপেক্ষা করে মূর্খের মোতো আজগুবি চিন্তাভাবনা করে কি বিপদেই না ফেলেছে পুরানকারেরা ও বর্তমানের হিন্দু ধর্ম গুরুরা -- হিন্দু তথা সর্বপ্রাচীন (ভারত ধর্মীয়) বৈদিক হিন্দু দের  জাতিকে কতটা লাঞ্চিত কোরেছে,,৷ এখন যদি পুরানের কথা মেনে নিয়ে কোনো অহিন্দু কোনো হিন্দু গুরুকে প্রশ্ন করে ৩৩ নয় মাত্র ১ কোটি দেবতার নাম বলুন তবে কি এই পৃথিবীতে একটা গুরুও আছে যে তার উত্তর দেবে....  বেদকে জানুন বেদকে মানুন তবেই হিন্দু তথা ভারত ধর্মীয় বৈদিক রা বিশ্বজয়ী হবে জানতে পারবেন আমাদের অতীত গৌরবের কারন এবং নিজেদেরও আবার পুনঃস্থাপন কোরতে পারবেন,, নচেৎ লাঞ্চিত অপমানিতই হোতে হবে যেটা ১১০০ বছর ধরে হোচ্ছেন,,  এবার সিদ্ধান্ত আপনার পুরান কে আকরে ধোরবেন নাকি বেদ বানী পরিবর্তন মেনে নেবেন সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত,,, ( ভারত সূর্যের এক নাম)  ওঁ...ওঁ


লেখক :- rajib mukherjee
https://www.facebook.com/rajib.mukherjee.35912

Comments

Popular posts from this blog

কাঁদে নিদারাবাদ

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।

ভারতবর্ষে হিন্দু গণহত্যা-১১ Hindu massacre in India- 11