Wednesday, April 22, 2020

মতুয়া বাউল অরুণ বিশ্বাস

মতুয়া বাউল
অরুণ বিশ্বাস
সোনার দেহে মন মা‌লি সাঁই পরা‌লো কতো সাজ।
মা গো জ্বালো সন্ধ্যা প্রদীপ আসলো নেমে সাঁঝ ।।

উথাল পাথাল এই তরী যে ডুবলো কতো বার ।
স‌ঙ্গে ছি‌লে মা গো তুমি  তাই কেটেছে আঁধার ।
আমার বলে থাকে কিছু এই দুনিয়ার মাঝ ।।

স্নেহের আচল বিছায়ে রেখেছো সবুজ ধান ক্ষেতে ।
চরণ দুখানি নিয়েছো টানি বহিছে অঙ্গ স্বেদে ।
নয়ন জুড়ালো দেখে তোমার কী অপরূপ সাজ ।।

শ্রান্ত দেহে ক্লান্ত মনে গা‌হি জীবনের জয় গান ।
ঠাই দিও তোমার কোলে করি তোমাতে অবস্থান ।
যাবো রিক্ত হাতে অশ্রু পাতে বাজে অন্তিম সাঝঁ ।।

ক‌তোনা সা‌ধের দেহ তরী কাল হ‌রে বিন্দু বিন্দু ক‌রি  ।
 যায় না  তাঁ‌কে প‌রিহ‌রি ভা‌সে সাগ‌রে ক্ষীণ তরী।
 গোধু‌লি বেলা আবছা ছায়া নে‌মে আসে জীবন সাঁঝ ।।

                শুভ‌দিন স‌বে যায় ফু‌রি‌য়ে
               ঝ‌রে স্বপ্ন রা‌শি অত‌লে খ‌সি‌য়ে ।
মন ছু‌টে‌ছে অসীম আকা‌শে উদাসী হাওয়ায় ধূসর মেঘ আজ ।।

আমি বা কার কে আমার দেখাও তোমার নিশানা ।
জানার মধ্যে কিছুই ছিলনা বুঝি সকলি অজানা ।
করো ত্রাণ অরুণ গোপেষ দাঁড়িয়ে আজ পরাও তব সাজ ।।

তারিখ ১৫।৪।২০২০

No comments: