Monday, April 20, 2020

খুঁজতে গেলাম পাপী অরুণ বিশ্বাস

খুঁজতে গেলাম পাপী
অরুণ বিশ্বাস
লাশের গন্ধ বাড়ে লালসার আগুনে, 
সে যে সমাজে মোহের শকুন ।
চোখ থাকতে আমার দু‘চোখ অন্ধ, 
নাসারন্ধ্র পায়না ফুলের গন্ধ ।

কান দুটি মোর করলো যাঁরা বধির
ছুটে যাই সেথা হয়ে অধির ।
অন্ধ সমাজে সেই খাস মহাপাপী
বাক্য বাণে উদ্ধারে পাপী-তাপি ।

নয়ন আমার দেখেনা ভোরের আলো
সাত রঙা ধনু সবই কালো ।
কর্ণ কুহরে ভেসে আসে বিদায় তান
শশক রূপে খাঁড়া থাকে কান ।

ভাসিয়ে স্বর্গের ভেলা চলি অন্ধ দ্বারে 
 কুনো ব্যাঙ লাফ মারে সাগরে ।
জ্ঞানের শিখা জ্বললে আমার বিপদ,
না ডাকলে বাড়ে তেমন আপদ ।

মানবতা হীন আমড়া কাঠের ঢেঁকি,
কাজে আমার  সব টুকুন ফাঁকি ।
যখন পূর্ণ হবে অভিজ্ঞতার ঝুলি
সেদিন ভোরে দেবে দূরে ঠেলি ।
তারিখ ১৯।৪।২০২০

No comments: