Wednesday, April 22, 2020

বিষন্ন নববর্ষ অরুণ বিশ্বাস

বিষন্ন নববর্ষ
অরুণ বিশ্বাস
বাঙলা দেখছে এক নতুন বৈশাখ ।
প্রকৃতি হরে নিলো মানবের শখ ।।
দিনমনি পূর্ব ভালে উদয় যেমন ।
পাখিদের কলতান শুনিছি তেমন ।।

নতুন পললব  দোলে নতুন শাখে ।
 মলয় বাতাসে ফাগুনের রঙ আঁকে ।।
ফুঁটেছে কাননে তেমনি বাহারি ফুল ।
কালো আভা মনে,তরী যাবে কোন কূল ।।

বন্ধ হোলো সকলি আজি কে যাবে পারে ।
ফিরে যাও ওগো পথিক ! শঙ্কা গোচরে ।।
প্রকৃতি আজি বধির করি গোটা বিশ্ব ।
কে ডাকে ওরে ! বাঁচাও আমার সর্বস্ব !।

চিকিৎসা দেবে ডাক্তার সেবিকা দিদি ।
সুরক্ষা পোষাক ছাড়া, হরে প্রাণ ‍যদি ।।
ভাসে না নৌকা নদী বক্ষে, তোলেনা পাল ।
রাজপথ খাঁখাঁ করে, সাঙ্গ কোলাহল ।।

নাহি ছোটে বাস, রেল, যাবে মোংলা ঢাকা ।
ঘুম পরি এসে যেনো বন্ধ করে চাকা ।।
  কুকুর গুলো ঘুমিয়ে মাছের বাজারে ।
যেথা বিকি কিনি সরগমে হাঁক পাড়ে ।।

বদল হবে দিন শুধু  নিত্য যেমন ।
হবে না নববর্ষ ঘটা করে পালন ।।
সুচি হোক ধরণী নির্মল সুবাতাসে ।
বাঁধি সবে মনে আশা শুভ দিন আসে ।।
তারিখ ১৩।৪।২০২০

No comments: