আসুন গীতা পাঠ করি:- 12 দ্বাদশ অধ্যায়ঃ ভক্তিযোগ

দ্বাদশ অধ্যায়ঃ ভক্তিযোগ অর্জুন উবাচ এবম্ সতত যুক্তাঃ যে ভক্তাঃ ত্বাম্ পর্যুপাসতে । যে চ অপি অক্ষরম্ অব্যক্তম্ তেষাম্ কে যোগ-বিত্তমাঃ ।।১ অর্থ-অর্জুন জিজ্ঞাসা করলেন-হে ভগবান এই ভাবে নিরন-র ভক্তিযুক্ত হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতিত অব্যক্ত ব্রহ্মের উপাসনা কওে, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠযোগী। ভগবান উবাচ ময়ি আবেশ্য মনঃ যে মাম্ নিত্য যুক্তা উপাসতে । শ্রদ্ধায়া পরয়া উপেতাঃ তে মে যুক্ততমাঃ মতাঃ ।।২ অর্থ-ভগবান বললেন-যিনি আমার সবিশেষ রূপে তার মনকে নিবিষ্ট করেন, অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন-র উপাসনা করেন আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। যে তু অক্ষরম্ অনির্দেশ্যম্ অব্যক্তম্ পর্যুপাসতে । সর্বত্রগম্ অচিন্তম্ চ কুটস্তম্ অচলম্ ধ্রূবম্ ।৩ সংনিয়ম্য ইন্দ্রিয়-গ্রামম্ সর্বত্র সমবুদ্ধয়ঃ । তে পাপ্নুবন্তি মাম্ এব সর্বভূতহিতে রতাঃ ।।৪ অর্থ-যারা সমস্ত ইন্দ্রিয় সংযত কওে, সকলের প্রতি সমভাবপন্না হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর,অনির্দেশ্য,অব্যক্ত সর্বত্রগ,অচিন্ত্য,কুটস্থ, অচল,ধ্রুব...